ETV Bharat / state

4 দিন বন্ধ শিয়ালদা উড়ালপুল, কোন পথে চলবে যানবাহন?

author img

By

Published : Aug 7, 2019, 8:28 PM IST

Updated : Aug 8, 2019, 2:15 PM IST

চারদিন বন্ধ থাকবে শিয়ালদা উড়ালপুল ৷ কোন পথে গাড়ি ঘোরানো হবে তা জানাল কলকাতা পুলিশ ৷

শিয়ালদা উড়ালপুল

কলকাতা, 7 অগাস্ট : সময়ের ভারে জীর্ণ বিদ্যাপতি সেতু । KMDA চাইছে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে । সেই সূত্রে 15 অগাস্ট বিকেল থেকে 18 অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা উড়ালপুল । ওই সময় চলবে শিয়ালদহ উড়ালপুলের মাঝের অংশের ওয়েট টেস্ট । উত্তর ও দক্ষিণ কলকাতার সংযোগকারী শহরের অন্যতম ব্যস্ত এই সেতু বন্ধ থাকলে প্রবল যানজটের আশঙ্কা রয়েছে । যানবাহন নিয়ন্ত্রণ এবং শহর সচল রাখার বিষয়ে ট্র্যাফিক বিভাগের চিন্তা ছিল । এনিয়ে বিস্তারিত আলোচনার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Traffic
দক্ষিণমুখী বাসের রুট ম্যাপ

15 থেকে 18 অগাস্ট পর্যন্ত কাজের দিন বলতে গেলে একটাই । 16 অগাস্ট ৷ সেদিন মধ‍্য কলকাতায় সব থেকে বেশি যানজট হওয়ার আশঙ্কা রয়েছে । বাকি দিনগুলিতেও শহরের যান চলাচলে যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে করছে ওয়াকিবহল মহল । কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ওই চার দিন শিয়ালদা উড়ালপুলের আশপাশ দিয়ে চলা সমস্ত ট্রাম বন্ধ থাকবে । APC রোড, MG রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণি, রফি আহমেদ কিদোয়াই রোড দিয়ে ট্রাম চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দক্ষিণ কলকাতা থেকে অর্থাৎ AJC বোস রোড দিয়ে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য চিরাচরিত পথ ব্যবহার করা যাবে । কারণ নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশের র‍্যাম্পটি খোলা থাকবে । পাশাপাশি খোলা থাকবে এম জি রোডের শাখাটিও ।

Traffic
উত্তর ও দক্ষিণমুখী গাড়িগুলির রুট ম্যাপ
  • উত্তর থেকে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য উড়ালপুলের MG রোড শাখা ধরে আমহার্স্ট স্ট্রিট হয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে কোলে মার্কেট হয়ে যেতে হবে
  • রাজাবাজার থেকে নারকেলডাঙা মেইন রোড, ক‍্যানাল ইস্ট রোড, বেলেঘাটা রোড দিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছানো যাবে ।
  • যে সমস্ত বাসের টার্মিনাস রাজাবাজারে, সেগুলি NRS হাসপাতালের পাশ থেকে ছাড়বে ।
    Traffic
    উত্তরমুখী বাসের রুট ম্যাপ
  • বেলেঘাটার বরফ কল থেকে যে বাসগুলি ছাড়ে সেগুলি রাজাবাজার ট্রাম ডিপো থেকে ছাড়বে ।
  • পূর্বমুখী যে বাসগুলি বেলেঘাটা কিংবা আরও পূর্ব দিকে যায় সেগুলি APC রোড হয়ে নারকেলডাঙা মেইন রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে । উলটোমুখী গাড়িগুলি একই পথে MG রোড ধরবে।
  • উত্তর থেকে দক্ষিণের দিকে যে বাসগুলি যায় সেগুলি মানিকতলা ক্রসিং থেকে বিবেকানন্দ রোড আমহার্স্ট স্ট্রিট হয়ে BB গাঙ্গুলি স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট হয়ে লেলিন সরণিতে মিশবে ।
    Traffic
    শিয়ালদা স্টেশনমুখী গাড়ি

আজ কলকাতা পুলিশের DC (ট্র্যাফিক) সন্তোষ পান্ডে বলেন, "আমহার্স্ট স্ট্রিট, BB গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট, SN ব্যানার্জি রোড, ক্রিক রো, রফি কিদোয়াই আহমেদ রোডে গাড়ির পার্কিং নিষিদ্ধ করা হচ্ছে । একমুখী ট্র্যাফিক সিস্টেম থাকা রাস্তাগুলি চারদিন 24 ঘণ্টার জন্য নিয়ম বলবৎ থাকবে । পণ্যবাহী বড় গাড়িগুলি শ্যামবাজার থেকে সেন্টাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে । অন্য পণ্যবাহী গাড়ি মানিকতলা কোচিং থেকে বিবেকানন্দ রোড ধরে সেন্টাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে । আবার উত্তর মুখী পণ্যবাহী গাড়িগুলি মৌলালি ক্রসিং থেকে SN ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে ।"

কলকাতা পুলিশের DC (ট্র্যাফিক) সন্তোষ পান্ডের বক্তব্য

কলকাতা, 7 অগাস্ট : সময়ের ভারে জীর্ণ বিদ্যাপতি সেতু । KMDA চাইছে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে । সেই সূত্রে 15 অগাস্ট বিকেল থেকে 18 অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা উড়ালপুল । ওই সময় চলবে শিয়ালদহ উড়ালপুলের মাঝের অংশের ওয়েট টেস্ট । উত্তর ও দক্ষিণ কলকাতার সংযোগকারী শহরের অন্যতম ব্যস্ত এই সেতু বন্ধ থাকলে প্রবল যানজটের আশঙ্কা রয়েছে । যানবাহন নিয়ন্ত্রণ এবং শহর সচল রাখার বিষয়ে ট্র্যাফিক বিভাগের চিন্তা ছিল । এনিয়ে বিস্তারিত আলোচনার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Traffic
দক্ষিণমুখী বাসের রুট ম্যাপ

15 থেকে 18 অগাস্ট পর্যন্ত কাজের দিন বলতে গেলে একটাই । 16 অগাস্ট ৷ সেদিন মধ‍্য কলকাতায় সব থেকে বেশি যানজট হওয়ার আশঙ্কা রয়েছে । বাকি দিনগুলিতেও শহরের যান চলাচলে যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে করছে ওয়াকিবহল মহল । কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ওই চার দিন শিয়ালদা উড়ালপুলের আশপাশ দিয়ে চলা সমস্ত ট্রাম বন্ধ থাকবে । APC রোড, MG রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণি, রফি আহমেদ কিদোয়াই রোড দিয়ে ট্রাম চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দক্ষিণ কলকাতা থেকে অর্থাৎ AJC বোস রোড দিয়ে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য চিরাচরিত পথ ব্যবহার করা যাবে । কারণ নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশের র‍্যাম্পটি খোলা থাকবে । পাশাপাশি খোলা থাকবে এম জি রোডের শাখাটিও ।

Traffic
উত্তর ও দক্ষিণমুখী গাড়িগুলির রুট ম্যাপ
  • উত্তর থেকে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য উড়ালপুলের MG রোড শাখা ধরে আমহার্স্ট স্ট্রিট হয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে কোলে মার্কেট হয়ে যেতে হবে
  • রাজাবাজার থেকে নারকেলডাঙা মেইন রোড, ক‍্যানাল ইস্ট রোড, বেলেঘাটা রোড দিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছানো যাবে ।
  • যে সমস্ত বাসের টার্মিনাস রাজাবাজারে, সেগুলি NRS হাসপাতালের পাশ থেকে ছাড়বে ।
    Traffic
    উত্তরমুখী বাসের রুট ম্যাপ
  • বেলেঘাটার বরফ কল থেকে যে বাসগুলি ছাড়ে সেগুলি রাজাবাজার ট্রাম ডিপো থেকে ছাড়বে ।
  • পূর্বমুখী যে বাসগুলি বেলেঘাটা কিংবা আরও পূর্ব দিকে যায় সেগুলি APC রোড হয়ে নারকেলডাঙা মেইন রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে । উলটোমুখী গাড়িগুলি একই পথে MG রোড ধরবে।
  • উত্তর থেকে দক্ষিণের দিকে যে বাসগুলি যায় সেগুলি মানিকতলা ক্রসিং থেকে বিবেকানন্দ রোড আমহার্স্ট স্ট্রিট হয়ে BB গাঙ্গুলি স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট হয়ে লেলিন সরণিতে মিশবে ।
    Traffic
    শিয়ালদা স্টেশনমুখী গাড়ি

আজ কলকাতা পুলিশের DC (ট্র্যাফিক) সন্তোষ পান্ডে বলেন, "আমহার্স্ট স্ট্রিট, BB গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট, SN ব্যানার্জি রোড, ক্রিক রো, রফি কিদোয়াই আহমেদ রোডে গাড়ির পার্কিং নিষিদ্ধ করা হচ্ছে । একমুখী ট্র্যাফিক সিস্টেম থাকা রাস্তাগুলি চারদিন 24 ঘণ্টার জন্য নিয়ম বলবৎ থাকবে । পণ্যবাহী বড় গাড়িগুলি শ্যামবাজার থেকে সেন্টাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে । অন্য পণ্যবাহী গাড়ি মানিকতলা কোচিং থেকে বিবেকানন্দ রোড ধরে সেন্টাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে । আবার উত্তর মুখী পণ্যবাহী গাড়িগুলি মৌলালি ক্রসিং থেকে SN ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে ।"

কলকাতা পুলিশের DC (ট্র্যাফিক) সন্তোষ পান্ডের বক্তব্য
Intro:কলকাতা, 7 অগাস্ট: সময়ের ভারে জীর্ণ বিদ্যাপতি সেতু। KMDA চাইছে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে। সেই সূত্রে আগামী 15 আগস্ট বিকেল থেকে 18 অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা উড়ালপুল। ওই সময় চলবে শিয়ালদহ উড়ালপুলের মাঝের অংশের ওয়েট টেস্ট। উত্তর কলকাতার শকের মত দক্ষিণ কলকাতার সংযোগকারী শহরের অন্যতম ব্যস্ত এই সেতু বন্ধ থাকলে প্রবল যানজটের আশঙ্কা করছে শহরবাসী। আশঙ্কায় লালবাজারও। সেই সূত্রে কেএমডিএর তরফে প্রস্তাব পাওয়ার পর লালবাজারে তরফে অনুমোদন তো দেওয়া হয়, কিন্তু ট্রাফিক বিভাগের চিন্তা ছিল যানবাহন নিয়ন্ত্রণ এবং শহর সচল রাখার বিষয়ে। এ নিয়ে বিস্তারিত আলোচনার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Body:15 থেকে 18 অগাস্ট পর্যন্ত কাজের দিন বলতে গেলে একটাই। ১৬ অগাস্ট মধ‍্য কলকাতায় সব থেকে বেশি যানজট হওয়ার আশঙ্কা রয়েছে। বাকি দিনগুলোতেও শহরের যান চলাচলে যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই চার দিন শিয়ালদা উড়াল পুলের আশপাস দিয়ে চলা সমস্ত ট্রাম বন্ধ থাকবে। এ পি সি রোড, এম জি রোড, কলেজস্ট্রিট, বিধান সরণী, রফি আহমেদ কিদোয়াই রোড দিয়ে চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ কলকাতা থেকে অর্থাৎ এ জে সি বোস রোড দিয়ে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য চিরাচরিত পথ ব্যবহার করা যাবে। কারণ নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশের র‍্যাম্পটি খোলা থাকবে। পাশাপাশি খোলা থাকবে এম জি রোডের শাখাটিও। উত্তর থেকে যারা শিয়ালদা স্টেশনে যেতে চান তারা উড়ালপুলের এম জি রোড শাখা ধরে আমাহার্ট স্ট্রিট হয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে কোলে মার্কেট হয়ে সোজা শিয়ালদা স্টেশনে পৌঁছাতে পারবেন। আবার রাজা বাজার থেকে নারকেলডাঙ্গা মেন রোড, ক‍্যানাল ইস্ট রোড, বেলেঘাটা রোড দিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছনো যাবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সমস্ত বাসের রাজাবাজারে টার্মিনাস সেগুলি এন আর এস হাসপাতালের পাশ থেকে ছাড়বে। আবার বেলেঘাটার বরফ কল থেকে যে বাসগুলো ছাড়ে সেগুলি ওই চারদিন রাজাবাজার ট্রাম ডিপো থেকে ছাড়বে। পূর্বমুখী যে বাস গুলি বেলেঘাটা কিংবা আরো পূর্ব দিকে যায় সেগুলি এ পি সি রোড হয়ে নারকেলডাঙ্গা মেইন রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। উল্টো মুখী গাড়ি গুলি একই পথে এম জি রোড ধরবে। উত্তর থেকে দক্ষিণের দিকে যে বাস গুলি যায় সেগুলি মানিকতলা ক্রশিং থেকে বিবেকানন্দ রোড আমহার্ট স্ট্রীট হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট,নির্মল চন্দ্র স্ট্রিট হয়ে লেলিন সরণীতে মিশবে।


Conclusion:আজ কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক সন্তোষ পান্ডে বলেন, “ আমহার্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট, এস এন ব্যানার্জি রোড, ক্রিক রো, রফি আহমেদ কিদোয়াই রোডে গাড়ির পার্কিং নিষিদ্ধ করা হচ্ছে। ওয়ান ওয়ে ট্রাফিক সিস্টেম থাকা রাস্তাগুলি ওই চারদিন 24 ঘন্টার জন্য নিয়ম বলবৎ থাকবে। পণ্যবাহী বড় গাড়ি গুলি শ্যামবাজার থেকে সেন্টাল এভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যান্য পণ্যবাহী গাড়ি মানিকতলা কোচিং থেকে বিবেকানন্দ রোড ধরে সেন্টাল এভিনিউ ঘুড়িয়ে দেওয়া হবে। আবার উত্তর মুখে পণ্যবাহী গাড়ি গুলি মৌলালি ক্রসিং থেকে এস এন ব্যানার্জি রোড ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল এভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।"
Last Updated : Aug 8, 2019, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.