কলকাতা, 7 অগাস্ট : সময়ের ভারে জীর্ণ বিদ্যাপতি সেতু । KMDA চাইছে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে । সেই সূত্রে 15 অগাস্ট বিকেল থেকে 18 অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা উড়ালপুল । ওই সময় চলবে শিয়ালদহ উড়ালপুলের মাঝের অংশের ওয়েট টেস্ট । উত্তর ও দক্ষিণ কলকাতার সংযোগকারী শহরের অন্যতম ব্যস্ত এই সেতু বন্ধ থাকলে প্রবল যানজটের আশঙ্কা রয়েছে । যানবাহন নিয়ন্ত্রণ এবং শহর সচল রাখার বিষয়ে ট্র্যাফিক বিভাগের চিন্তা ছিল । এনিয়ে বিস্তারিত আলোচনার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
15 থেকে 18 অগাস্ট পর্যন্ত কাজের দিন বলতে গেলে একটাই । 16 অগাস্ট ৷ সেদিন মধ্য কলকাতায় সব থেকে বেশি যানজট হওয়ার আশঙ্কা রয়েছে । বাকি দিনগুলিতেও শহরের যান চলাচলে যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে করছে ওয়াকিবহল মহল । কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ওই চার দিন শিয়ালদা উড়ালপুলের আশপাশ দিয়ে চলা সমস্ত ট্রাম বন্ধ থাকবে । APC রোড, MG রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণি, রফি আহমেদ কিদোয়াই রোড দিয়ে ট্রাম চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দক্ষিণ কলকাতা থেকে অর্থাৎ AJC বোস রোড দিয়ে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য চিরাচরিত পথ ব্যবহার করা যাবে । কারণ নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশের র্যাম্পটি খোলা থাকবে । পাশাপাশি খোলা থাকবে এম জি রোডের শাখাটিও ।
- উত্তর থেকে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য উড়ালপুলের MG রোড শাখা ধরে আমহার্স্ট স্ট্রিট হয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে কোলে মার্কেট হয়ে যেতে হবে
- রাজাবাজার থেকে নারকেলডাঙা মেইন রোড, ক্যানাল ইস্ট রোড, বেলেঘাটা রোড দিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছানো যাবে ।
- যে সমস্ত বাসের টার্মিনাস রাজাবাজারে, সেগুলি NRS হাসপাতালের পাশ থেকে ছাড়বে ।
- বেলেঘাটার বরফ কল থেকে যে বাসগুলি ছাড়ে সেগুলি রাজাবাজার ট্রাম ডিপো থেকে ছাড়বে ।
- পূর্বমুখী যে বাসগুলি বেলেঘাটা কিংবা আরও পূর্ব দিকে যায় সেগুলি APC রোড হয়ে নারকেলডাঙা মেইন রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে । উলটোমুখী গাড়িগুলি একই পথে MG রোড ধরবে।
- উত্তর থেকে দক্ষিণের দিকে যে বাসগুলি যায় সেগুলি মানিকতলা ক্রসিং থেকে বিবেকানন্দ রোড আমহার্স্ট স্ট্রিট হয়ে BB গাঙ্গুলি স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট হয়ে লেলিন সরণিতে মিশবে ।
আজ কলকাতা পুলিশের DC (ট্র্যাফিক) সন্তোষ পান্ডে বলেন, "আমহার্স্ট স্ট্রিট, BB গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট, SN ব্যানার্জি রোড, ক্রিক রো, রফি কিদোয়াই আহমেদ রোডে গাড়ির পার্কিং নিষিদ্ধ করা হচ্ছে । একমুখী ট্র্যাফিক সিস্টেম থাকা রাস্তাগুলি চারদিন 24 ঘণ্টার জন্য নিয়ম বলবৎ থাকবে । পণ্যবাহী বড় গাড়িগুলি শ্যামবাজার থেকে সেন্টাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে । অন্য পণ্যবাহী গাড়ি মানিকতলা কোচিং থেকে বিবেকানন্দ রোড ধরে সেন্টাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে । আবার উত্তর মুখী পণ্যবাহী গাড়িগুলি মৌলালি ক্রসিং থেকে SN ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে ।"