ETV Bharat / state

ইরফান হাবিবের সঙ্গে যা হয়েছে, তা অন্যায় : পার্থ - কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "অত্যন্ত অন্যায় হয়েছে । ভারতের মানুষ অত বোকা নয় যে ইতিহাসকে বিকৃত করে যদি নতুন ইতিহাস কেউ লিখতে চায় ৷ ইতিহাস বিকৃত হলে সব ইতিহাসবিদরাই তার প্রতিবাদ করবেন ।"

partha
পার্থ চট্টেপাধ্যায়
author img

By

Published : Dec 29, 2019, 10:17 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর : কেরলের কান্নুর বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ইতিহাস কংগ্রেসের মঞ্চে কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও জাতীয় নাগরিক পঞ্জী (NRC) নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন । তাঁর বক্তব্যের বিরোধিতা করতে এগিয়ে এসেছিলেন মঞ্চে উপস্থিত ইতিহাসবিদ ইরফান হাবিব । অভিযোগ, ইরফান হাবিবকে ঠেলে সরিয়ে দেন রাজ্যপালের এডিসি । গোটা ঘটনাটি নিয়ে আজ তীব্র প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, যা হয়েছে, অন্যায় হয়েছে ।

আজ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "অত্যন্ত অন্যায় হয়েছে । ভারতের মানুষ অত বোকা নয় যে ইতিহাসকে বিকৃত করে যদি নতুন ইতিহাস কেউ লিখতে চায় ৷ ইতিহাস বিকৃত হলে সব ইতিহাসবিদরাই তার প্রতিবাদ করবেন ।"

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'মন কি বাতে' যুব সমাজের প্রশংসা করেন । সে বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "কোনওদিন তো বলেননি । এখন বলতে শুরু করেছেন । এটাই তো আমাদের প্রাপ্তি ।" হেমন্ত সোরেনের শপথে যোগ দিতে ঝাড়খণ্ডে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর এই সফরকে কটাক্ষ করেছে BJP । কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছেন, "সব বিরোধীদের একসঙ্গে করলেও BJP-র 303-এর ধারে কাছে পৌঁছাতে পারবেন না ।" এই বিষয়ে পার্থবাবু বলেন, "এটা গায়ক কাম নায়ক কাম সাংসদ তাঁর বক্তব্য । তিনি সংগ্রাম ছাড়া অনেক কিছুর সঙ্গেই যুক্ত আছেন ।"

কলকাতা, 29 ডিসেম্বর : কেরলের কান্নুর বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ইতিহাস কংগ্রেসের মঞ্চে কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও জাতীয় নাগরিক পঞ্জী (NRC) নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন । তাঁর বক্তব্যের বিরোধিতা করতে এগিয়ে এসেছিলেন মঞ্চে উপস্থিত ইতিহাসবিদ ইরফান হাবিব । অভিযোগ, ইরফান হাবিবকে ঠেলে সরিয়ে দেন রাজ্যপালের এডিসি । গোটা ঘটনাটি নিয়ে আজ তীব্র প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, যা হয়েছে, অন্যায় হয়েছে ।

আজ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "অত্যন্ত অন্যায় হয়েছে । ভারতের মানুষ অত বোকা নয় যে ইতিহাসকে বিকৃত করে যদি নতুন ইতিহাস কেউ লিখতে চায় ৷ ইতিহাস বিকৃত হলে সব ইতিহাসবিদরাই তার প্রতিবাদ করবেন ।"

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'মন কি বাতে' যুব সমাজের প্রশংসা করেন । সে বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "কোনওদিন তো বলেননি । এখন বলতে শুরু করেছেন । এটাই তো আমাদের প্রাপ্তি ।" হেমন্ত সোরেনের শপথে যোগ দিতে ঝাড়খণ্ডে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর এই সফরকে কটাক্ষ করেছে BJP । কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছেন, "সব বিরোধীদের একসঙ্গে করলেও BJP-র 303-এর ধারে কাছে পৌঁছাতে পারবেন না ।" এই বিষয়ে পার্থবাবু বলেন, "এটা গায়ক কাম নায়ক কাম সাংসদ তাঁর বক্তব্য । তিনি সংগ্রাম ছাড়া অনেক কিছুর সঙ্গেই যুক্ত আছেন ।"

Intro:কলকাতা, 29 ডিসেম্বর: গতকাল কেরলের কান্নুর বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ইতিহাস কংগ্রেসের মঞ্চে কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও জাতীয় নাগরিকপঞ্জী (NRC) নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন। তাঁর বক্তব্যের বিরোধিতা করতে এগিয়ে এসেছিলেন মঞ্চে উপস্থিত ইতিহাসবিদ ইরফান হাবিব। অভিযোগ, ইরফান হাবিবকে ঠেলে সরিয়ে দেন রাজ্যপালের এডিসি। গোটা ঘটনাটি নিয়ে আজ তীব্র প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, "অন্যায় হয়েছে"।



Body:গতকাল কেরলে ইতিহাসবিদ ইরফান হাবিবকে সেখানকার রাজ্যপালের নিরাপত্তারক্ষীরা ঠেলে সরিয়ে দিয়েছিলেন। বিষয়টি নিয়ে আজকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "অত্যন্ত অন্যায় হয়েছে। আচরণগত দিক থেকে আমি বলব যে, এমন কোনও অনুষ্ঠানে বলবেন না যেখানে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব দায়িত্ব পেয়েছেন, তা তো নয়। আমাদের বলার মধ্যে রাজনৈতিক প্রবণতা যদি বেশি থাকে, আর সেটা কেউ যদি স্মরণ করিয়ে দেয় তাহলে এডিসি দিয়ে ধাক্কা দেওয়াটা আমি মনে করি না উচিত। তাহলে বলে দেওয়া হোক আপনাদের এখানে আসতে হবে না। উদ্যোক্তাদেরও সেই ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। উদ্যোক্তারাই বলবেন এটা কি কাজ হয়েছে, ভালো না খারাপ। তাহলে প্রথম থেকেই রাজ্যপালের বলে দেওয়া উচিত ছিল যে, আমি যেটা বলব সেটাই মেনে নিতে হবে সকলকে। ভারতবর্ষের মানুষ তো অত বোকা নয় যে ইতিহাসকে বিকৃত করে যদি নতুন ইতিহাস কেউ লিখতে চায় তাহলে সব ইতিহাসবিদরাই তো তার প্রতিবাদ করবে। কোনও জাতিতত্ত্ব সেখানে খাটে না, সম্প্রদায় সেখানে খাটে না।"

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'মন কি বাতে' যুব সমাজের প্রশংসা করেন। সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "কোনোদিনও তো বলেননি। এখন বলতে শুরু করেছেন। এটাই তো আমাদের প্রাপ্তি।" জামিয়া মিলিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছে তার পরেই প্রধানমন্ত্রীর এই বক্তব্য। তা নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "এটা নিয়ে আমি বেশি কথা বলি না। আমি শুধু বলব, কৌশল দিয়েই সমস্ত বিষয়গুলো বিজেপি করছে, তার একটা দিক হচ্ছে একজন মেরে খেলো, একজন টেস্ট খেলো। ওনাদের দলীয়স্তরে নিশ্চয়ই সেই টিমওয়ার্কটা আছে। তাই একজন যা বলছেন আরেকজন তা অস্বীকার করছেন। এমনকি লোকসভার মধ্যে দাঁড়িয়েও যে কথা বলছে, লোকসভার বাইরে এসে প্রধানমন্ত্রী বলছেন, জানিই না। ক্যাবিনেট মিটিং চেয়ার করতে হয় মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে। সেটা জানেন না, অথচ বিলটি পাশ হয়ে গেল এটা তো ভাবাই যায় না। এই তথ্য অনুসন্ধান ভারতবর্ষের মানুষ করবে যে কে সত‍্য বলছেন, বিজেপির সভাপতি বলছেন, না স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, না প্রধানমন্ত্রী বলছেন। মানুষের উপর ছেড়ে দিতে হবে। তাঁদের এই কৌশলগত আচরণ কতটা মনের বাত, কতটা কৌশলের বাত সেটা আমাদের দেখতে হবে।

রাঁচিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে হেমন্ত সোরেনের শপথগ্রহণে অংশগ্রহণ করতে ঝাড়খণ্ডে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরকে কটাক্ষ করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছেন, "সব বিরোধীদের একসঙ্গে করলেও বিজেপির 303-এর ধারে কাছে পৌঁছাতে পারবেন না।" এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটা গায়ক কাম নায়ক কাম সাংসদ তাঁর বক্তব্য। তিনি সংগ্রাম ছাড়া অনেক কিছুর সঙ্গেই যুক্ত আছেন। তাঁর বক্তব্য হতে পারে। যাঁরা তাঁদেরকে 2019-এ আমাদের বিরুদ্ধে ব‍্যবহার করেছে, তা‌ঁরা এখন সরে যাওয়াতে চিন্তিত হয়ে পড়েছে। তাহলে তো পাশের গ্রামের লোকটা আমার সঙ্গে নেই। সেই রাস্তাগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে। সেই ভয় থেকেই তাঁরা এই কথাগুলো বলছেন। 2019-এর শুরুর প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি পিছনে থাকব, সব বিরোধী শক্তিরা এক হোক। সেদিন সূচনা করেছিলেন। পুরোপুরি সার্থক হননি। এখন সেটা যদি সার্থক হয় তাহলে আমাদের ভয় পাওয়ার তো কোনও কারণ নেই। যাদের ভয় পাওয়ার তাঁরা চিন্তিত হয়ে পড়েছেন। আমাদের চিন্তিত হওয়ার কিছু নেই।"


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.