কলকাতা, 8 জানুয়ারি : পৌষের বেলাশেষেই কি বিদায় নেবে শীত ? মাঘের শীত বাঘের গায়ে, কথাটি কী শুধুই প্রবাদ হয়েই থেকে যাবে ! চলতি শীতের গতিপ্রকৃতি তেমনটাই ইঙ্গিত দিচ্ছে । পশ্চিমী ঝঞ্ঝা বারবার উত্তুরে হাওয়ার পথ কাটছে (Weather Forecast of Bengal)। ঠান্ডা গরমের লুকোচুরিতে শীতের আমেজটাই সেভাবে উপভোগ করা যাচ্ছে না । কনকনে ঠান্ডার আবহাওয়া দেখে নতুনভাবে লেপ কাঁথা বানানোর পরিকল্পনা যাঁরা করছিলেন খবর তাঁদের জন্য কিছুটা মনখারাপ করার মতোই ।
কারণ ক্রমশ বাড়তে চলেছে উষ্ণতা । আলিপুর আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের দশ তারিখ পর্যন্ত দুই বঙ্গেই শুষ্ক থাকবে আবহাওয়া । তবে 11 জানুয়ারি থেকে দক্ষিণ বঙ্গে শুরু হতে চলেছে মাঝারি বৃষ্টি (western disturbances bringing rainfall in west bengal) । 14 জানুয়ারি পর্যন্ত দফায় দফায় বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ । বাদ যাবে না উত্তরবঙ্গও । 12 থেকে 14 জানুয়ারি বৃষ্টিতে ভাসবে পাহাড় । এমনকি দার্জিলিং কালিম্পংয়ে রয়েছে শিলা বৃষ্টির সম্ভাবনাও ।
আরও পড়ুন : শীতের পতন অব্যাহত, বৃষ্টির সম্ভাবনা ভাবাচ্ছে রাজ্যবাসীকে
বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে । বাদ যাবে না শহর কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলও । ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে বঙ্গে । হাওয়া অফিস বলছে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রার পারদ চড়বে দুই থেকে তিন ডিগ্রি । শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি । অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । শনিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ 27 ডিগ্রি এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। রৌদ্রজ্জ্বল দিন হলেও ভোরের দিকে থাকবে ঘন কুয়াশা ।