ETV Bharat / state

লাইভ আপডেট : 24 ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা 108 - confirm cases in westbengal

westbengal
westbengal
author img

By

Published : May 9, 2020, 8:57 AM IST

Updated : May 9, 2020, 6:36 PM IST

18:00 May 09

কলকাতা, 9 মে : লকডাউনের আজ 46 দিনে । দিন যত এগিয়েছে ততই রাজ্যে জটিল হয়েছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • যাঁদের কাছে ডিজিটাল রেশন কার্ড নেই তাঁরাও যেন রেশন থেকে খাদ্যসামগ্রী পান সেই ব্যবস্থা চালু করার আবেদন জানিয়ে খাদ্যমন্ত্রীকে চিঠি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ইনস্পিরেশনের ৷

17:59 May 09

  • রায়গঞ্জে তিনজন কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়ার পর হেমতাবাদ ব্লকের তিনটি অঞ্চলকে কনটেইনমেন্ট জ়োনে পরিণত করা হল ৷

17:59 May 09

  • লকডাউনের জেরে আটকে কেরালায় ৷ তারমধ্যে খাওয়ারের অভাব ৷ রাজ্যে ফিরতে না পেড়ে কেরালায় আত্মঘাতী ডোমকলের যুবক ৷

17:57 May 09

  • কোচবিহারের দিনহাটায় ITI কলেজে আইসোলেশন সেন্টার তৈরির বিরোধিতা করে বিক্ষোভ এলাকাবাসীদের ৷

17:56 May 09

  • মালদায় নতুন করে কোরোনা আক্রান্ত তিন ৷ জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 10 ৷

17:56 May 09

  • রাজ্যে নতুন করে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 108 জন ৷ রাজ্যে মোট আক্রান্ত বেড়ে 1786 ৷

17:56 May 09

  • রাজ্যে গত 24 ঘণ্টায় কোরোনায় মৃত 11 ৷ মোট মৃতের সংখ্যা বেড়ে 99 জন ৷

15:22 May 09

  • ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে আটকে পড়া 600 জন শ্রমিককে ফেরানো হল পুরুলিয়ায় ৷

15:22 May 09

  • পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য অবিলম্বে রেলের প্রশিক্ষিত কর্মী, জওয়ানদের কাজে লাগাতে হবে : মহম্মদ সেলিম ৷

15:21 May 09

westbengal
কোরোনা পজ়েটিভ রোগীর সন্ধান
  • তিনজন কোরোনা পজ়েটিভ রোগীর সন্ধান পাওয়া গেল উত্তর দিনাজপুরে ৷

15:21 May 09

  • পুরুলিয়ায় স্যানিটাইজ়েশন করার কাজ শুরু করল দমকলকর্মীরা ৷

15:21 May 09

westbengal
আট লাখ 43 হাজার 700 টাকার অনুদান বারাসত জেলা পুলিশের
  • কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিল বারাসত জেলা পুলিশ ৷ আট লাখ 43 হাজার 700 টাকার চেক তুলে দেওয়া হল দক্ষিণবঙ্গের IG রাজীব মিশ্রের কাছে ৷

12:56 May 09

  • আগামীকাল থেকে বেসরকারি বাস পরিষেবা চালু হতে পারে কোচবিহার জেলায় ৷ তবে বৈঠকে জেলা প্রশাসনের কাছে ভাড়া দ্বিগুন করার দাবি জানিয়েছেন বাস মালিকেরা ৷

12:56 May 09

westbengal
বিক্ষোভ স্থানীয়দের
  • হাসপাতালের প্রধান গেট ছেড়ে পাশের গলি দিয়ে আনা হচ্ছে কোরোনা রোগী ৷ এই খবর ছড়িয়ে পড়তেই ময়নাগুড়ি সদর হাসপাতালে বিক্ষোভ স্থানীয়দের ৷

12:55 May 09

  • সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার যুবক ৷

12:55 May 09

  • রোজ কলকাতার সব থানায় এবার থেকে পুলিশকর্মীদের শরীরের তাপমাত্রা মাপতে হবে, নির্দেশ দিলেন কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা ৷

12:54 May 09

  • হাওড়ার প্রায় 76টি জায়গাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ চালু করা হল নতুন হেল্প-লাইন নম্বর ৷

12:54 May 09

westbengal
সামাজিক দূরত্বের বাস্তবায়ন বাঁকুড়ায়
  • গ্রিন জ়োনে রয়েছে বাঁকুড়া জেলা ৷ লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখতে কড়া পুলিশ প্রশাসন ৷

08:48 May 09

westbengal
ঘিরে ফেলা হল চন্দননগরের দুটি ওয়ার্ড
  • কোরোনা সংক্রমণ রুখতে বাঁশ ও টিনের ব্যারিকেড দিয়ে চন্দননগর পৌরনিগমের 11 ও 12 নম্বর ওয়ার্ড ঘিরে ফেলা হল প্রশাসনের তরফে৷

08:47 May 09

  • কোরোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেন ক্যানসার আক্রান্ত পৌঢ় ৷

08:47 May 09

westbengal
খাদ্য সামগ্রী ও অর্থ অনুদান দিয়ে সাহায্য শুভেন্দু অধিকারীর
  • নন্দীগ্রামে সেলুন ও লন্ড্রি-র সঙ্গে যুক্ত কর্মীদের পরিবারকে খাদ্যসামগ্রী ও অর্থ অনুদান দিয়ে সাহায্য করলেন শুভেন্দু অধিকারী ৷

08:47 May 09

  • গত 24 ঘণ্টায় কলকাতায় লকডাউন অমান্য করে গ্রেপ্তার 715 ৷

08:02 May 09

State live update

  • গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় সংক্রমিত হয়েছেন 130 জন ৷

18:00 May 09

কলকাতা, 9 মে : লকডাউনের আজ 46 দিনে । দিন যত এগিয়েছে ততই রাজ্যে জটিল হয়েছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • যাঁদের কাছে ডিজিটাল রেশন কার্ড নেই তাঁরাও যেন রেশন থেকে খাদ্যসামগ্রী পান সেই ব্যবস্থা চালু করার আবেদন জানিয়ে খাদ্যমন্ত্রীকে চিঠি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ইনস্পিরেশনের ৷

17:59 May 09

  • রায়গঞ্জে তিনজন কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়ার পর হেমতাবাদ ব্লকের তিনটি অঞ্চলকে কনটেইনমেন্ট জ়োনে পরিণত করা হল ৷

17:59 May 09

  • লকডাউনের জেরে আটকে কেরালায় ৷ তারমধ্যে খাওয়ারের অভাব ৷ রাজ্যে ফিরতে না পেড়ে কেরালায় আত্মঘাতী ডোমকলের যুবক ৷

17:57 May 09

  • কোচবিহারের দিনহাটায় ITI কলেজে আইসোলেশন সেন্টার তৈরির বিরোধিতা করে বিক্ষোভ এলাকাবাসীদের ৷

17:56 May 09

  • মালদায় নতুন করে কোরোনা আক্রান্ত তিন ৷ জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 10 ৷

17:56 May 09

  • রাজ্যে নতুন করে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 108 জন ৷ রাজ্যে মোট আক্রান্ত বেড়ে 1786 ৷

17:56 May 09

  • রাজ্যে গত 24 ঘণ্টায় কোরোনায় মৃত 11 ৷ মোট মৃতের সংখ্যা বেড়ে 99 জন ৷

15:22 May 09

  • ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে আটকে পড়া 600 জন শ্রমিককে ফেরানো হল পুরুলিয়ায় ৷

15:22 May 09

  • পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য অবিলম্বে রেলের প্রশিক্ষিত কর্মী, জওয়ানদের কাজে লাগাতে হবে : মহম্মদ সেলিম ৷

15:21 May 09

westbengal
কোরোনা পজ়েটিভ রোগীর সন্ধান
  • তিনজন কোরোনা পজ়েটিভ রোগীর সন্ধান পাওয়া গেল উত্তর দিনাজপুরে ৷

15:21 May 09

  • পুরুলিয়ায় স্যানিটাইজ়েশন করার কাজ শুরু করল দমকলকর্মীরা ৷

15:21 May 09

westbengal
আট লাখ 43 হাজার 700 টাকার অনুদান বারাসত জেলা পুলিশের
  • কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিল বারাসত জেলা পুলিশ ৷ আট লাখ 43 হাজার 700 টাকার চেক তুলে দেওয়া হল দক্ষিণবঙ্গের IG রাজীব মিশ্রের কাছে ৷

12:56 May 09

  • আগামীকাল থেকে বেসরকারি বাস পরিষেবা চালু হতে পারে কোচবিহার জেলায় ৷ তবে বৈঠকে জেলা প্রশাসনের কাছে ভাড়া দ্বিগুন করার দাবি জানিয়েছেন বাস মালিকেরা ৷

12:56 May 09

westbengal
বিক্ষোভ স্থানীয়দের
  • হাসপাতালের প্রধান গেট ছেড়ে পাশের গলি দিয়ে আনা হচ্ছে কোরোনা রোগী ৷ এই খবর ছড়িয়ে পড়তেই ময়নাগুড়ি সদর হাসপাতালে বিক্ষোভ স্থানীয়দের ৷

12:55 May 09

  • সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার যুবক ৷

12:55 May 09

  • রোজ কলকাতার সব থানায় এবার থেকে পুলিশকর্মীদের শরীরের তাপমাত্রা মাপতে হবে, নির্দেশ দিলেন কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা ৷

12:54 May 09

  • হাওড়ার প্রায় 76টি জায়গাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ চালু করা হল নতুন হেল্প-লাইন নম্বর ৷

12:54 May 09

westbengal
সামাজিক দূরত্বের বাস্তবায়ন বাঁকুড়ায়
  • গ্রিন জ়োনে রয়েছে বাঁকুড়া জেলা ৷ লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখতে কড়া পুলিশ প্রশাসন ৷

08:48 May 09

westbengal
ঘিরে ফেলা হল চন্দননগরের দুটি ওয়ার্ড
  • কোরোনা সংক্রমণ রুখতে বাঁশ ও টিনের ব্যারিকেড দিয়ে চন্দননগর পৌরনিগমের 11 ও 12 নম্বর ওয়ার্ড ঘিরে ফেলা হল প্রশাসনের তরফে৷

08:47 May 09

  • কোরোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেন ক্যানসার আক্রান্ত পৌঢ় ৷

08:47 May 09

westbengal
খাদ্য সামগ্রী ও অর্থ অনুদান দিয়ে সাহায্য শুভেন্দু অধিকারীর
  • নন্দীগ্রামে সেলুন ও লন্ড্রি-র সঙ্গে যুক্ত কর্মীদের পরিবারকে খাদ্যসামগ্রী ও অর্থ অনুদান দিয়ে সাহায্য করলেন শুভেন্দু অধিকারী ৷

08:47 May 09

  • গত 24 ঘণ্টায় কলকাতায় লকডাউন অমান্য করে গ্রেপ্তার 715 ৷

08:02 May 09

State live update

  • গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় সংক্রমিত হয়েছেন 130 জন ৷
Last Updated : May 9, 2020, 6:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.