ETV Bharat / state

West Bengal Weather Update : ঘনীভূত নিম্নচাপ, দক্ষিণবঙ্গে শীত আসতে এখনও অপেক্ষা - পশ্চিমবঙ্গের শীত

এক নিমেষে উধাও ঠান্ডার আমেজ ৷ তবে কি ফের নিম্নচাপের ভ্রুকুটি (West Bengal Weather Update) ?

Weather
আবহাওয়া
author img

By

Published : Nov 29, 2021, 7:30 AM IST

কলকাতা, 29 নভেম্বর : প্রাতঃভ্রমণে বেরিয়ে কুয়াশার দাপট বুঝতে পারছেন অনেকেই ৷ ভাবছেন খুব শিগগিরই জাঁকিয়ে শীত পড়বে ৷ কিন্তু আলিপুর আবহাওয়া অফিস বলছে এই ঘন কুয়াশার চাদরে শীতের পূর্বাভাস নেই আপাতত (West Bengal Weather Update) ৷ সোমবার সকাল থেকে অন্যদিনের মতো শিরশরানি ভাবটুকুও উধাও কলকাতা থেকে ৷

আজ সপ্তাহের প্রথম দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ থাকবে রোদ ঝলমলে । সর্বোচ্চ তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 17.7 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে । যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । তবে এই আবহাওয়ার পিছনে রয়েছে নিম্নচাপ ৷ উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ঘনীভূত নিম্নচাপের ফলে প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে । যার জেরে বৃষ্টির পূর্বাভাসও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।

তাই বলা যায় শীত এখন দূরেই । আবহাওয়ার এই খামখেয়ালিপনায় বাধাপ্রাপ্ত শীত । তাপমাত্রার পারদ নিম্নমুখী হলেও তা জাঁকিয়ে শীতের ইঙ্গিত দিচ্ছে না । একের পর এক নিম্নচাপ শীত আসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ৷ তবে নিম্নচাপ (Depression) কেটে গিয়ে আকাশ পরিষ্কার হওয়ার পর শীতের দেখা মিলতে পারে হাওয়া অফিস সূত্রে খবর ৷ এখন বরং শিরশিরানিতে ঠান্ডার আমেজ মেখেই শীতের প্রত্যাশায় থাকতে হবে ।

আরও পড়ুন : Corona Update in Bengal: রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু

কলকাতা, 29 নভেম্বর : প্রাতঃভ্রমণে বেরিয়ে কুয়াশার দাপট বুঝতে পারছেন অনেকেই ৷ ভাবছেন খুব শিগগিরই জাঁকিয়ে শীত পড়বে ৷ কিন্তু আলিপুর আবহাওয়া অফিস বলছে এই ঘন কুয়াশার চাদরে শীতের পূর্বাভাস নেই আপাতত (West Bengal Weather Update) ৷ সোমবার সকাল থেকে অন্যদিনের মতো শিরশরানি ভাবটুকুও উধাও কলকাতা থেকে ৷

আজ সপ্তাহের প্রথম দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ থাকবে রোদ ঝলমলে । সর্বোচ্চ তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 17.7 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে । যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । তবে এই আবহাওয়ার পিছনে রয়েছে নিম্নচাপ ৷ উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ঘনীভূত নিম্নচাপের ফলে প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে । যার জেরে বৃষ্টির পূর্বাভাসও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।

তাই বলা যায় শীত এখন দূরেই । আবহাওয়ার এই খামখেয়ালিপনায় বাধাপ্রাপ্ত শীত । তাপমাত্রার পারদ নিম্নমুখী হলেও তা জাঁকিয়ে শীতের ইঙ্গিত দিচ্ছে না । একের পর এক নিম্নচাপ শীত আসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ৷ তবে নিম্নচাপ (Depression) কেটে গিয়ে আকাশ পরিষ্কার হওয়ার পর শীতের দেখা মিলতে পারে হাওয়া অফিস সূত্রে খবর ৷ এখন বরং শিরশিরানিতে ঠান্ডার আমেজ মেখেই শীতের প্রত্যাশায় থাকতে হবে ।

আরও পড়ুন : Corona Update in Bengal: রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.