কলকাতা, 3 এপ্রিল : চৈত্র মাসে বৃষ্টির সর্বনাশ । গত একমাস শুখা যাওয়ার পরে বেলাশেষের চৈত্র যেন বৃষ্টি নিয়ে এপ্রিল ফুল বানিয়েই চলেছে । বিশেষ করে দক্ষিণবঙ্গে তো বটেই । আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস পূর্বাভাসে দক্ষিণবঙ্গের জন্য কোনও খুশির খবর শোনাতেই পারলেন না (West Bengal Weather Update)।
তিনি বলেছেন, "আগামী চার থেকে পাঁচদিন দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলাগুলোতে এবং পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই । শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে । তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই । পশ্চিমের জেলাগুলোতে 38 থেকে 39 ডিগ্রি তাপমাত্রা চলছে, তার থেকে বেশি পারদ চড়ার ইঙ্গিত নেই ।" তিনি আরও বলেন, "মধ্য ভারতে একটি উচ্চচাপ বলয় রয়েছে । তবে তাতে বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই । আবহাওয়ার যে সিস্টেম এখন বর্তমান তা সবই উল্টো ৷ সেগুলো বৃষ্টির অনুকূল নয় । তাই মার্চ মাস চলে গেলেও এপ্রিল মাসের শুরুতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।" শুধুমাত্র উত্তরবঙ্গ এবং সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও সিকিমে হালকা বৃষ্টি হতে পারে ।
একটি ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ডের উপরে তৈরি হয়েছে । এর ফলে সামান্য কিছু জলীয়বাষ্প প্রবেশ করছে কিন্তু তা দক্ষিণবঙ্গে বৃষ্টির পক্ষে অনুকূল নয় । তাই ঘূর্ণাবর্ত তৈরি হলেও দক্ষিণবঙ্গের বৃষ্টি হচ্ছে না । তবে পাহাড়ের বাতাসে জলীয়বাষ্প প্রবেশ করছে । তাই পাহাড়ে বৃষ্টিপাত হচ্ছে । দক্ষিণবঙ্গে বৃষ্টির না হলেও মেঘলা আকাশ থাকবে । ফলে উপকূলের জেলাগুলোতে তাপমাত্রা খানিকটা কম ।
আরও পড়ুন : সাবধানে থাকুন, ছোটখাটো দুর্ঘটনা থেকে আঘাতপ্রাপ্ত হওয়ার ইঙ্গিত কোন রাশির ?
শনিবার রাতে কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কমে 32.8 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বৃদ্ধি পেয়ে 27.8 ডিগ্রি সেলসিয়াসে স্পর্শ করেছে । আংশিক মেঘলা আকাশে রবিবারের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে । সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 83 শতাংশ । ফলে সর্বোচ্চ তাপমাত্রার পারদ নিচের দিকে থাকলেও সর্বনিম্ন তাপমাত্রার বৃদ্ধি এবং আপেক্ষিক আর্দ্রতায় গরমের অস্বস্তি দূর হচ্ছে না ।