কলকাতা, 30 এপ্রিল: বেলা গড়াতেই আকাশের মুখ ভার । রৌদ্রজ্বল দিনের বদলে 4টে বাজতেই কালো মেঘে ছেয়ে যায় কলকাতার আকাশ । সঙ্গে দমকা বাতাস । রবিবার রাজ্যজুড়েই দেখা মিলছে বিক্ষিপ্ত ঝড় ও বৃষ্টির । আলিপুর আবহাত্তয়া দফতর আগেই রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল । সেই মত দক্ষিণবঙ্গের দুই 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া এবং কলকাতায় ঝড় বৃষ্টি হয়েছে । পশ্চিমের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরেও ঝড়বৃষ্টি হয়েছে । বাদ যায়নি উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর এবং ওপরের জেলাগুলির মধ্যে দার্জিলিং কালিম্পংও ।
মঙ্গলবার 2 মে পর্যন্ত এই ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণ এবং উত্তর দুই বঙ্গেই । ইতিমধ্যে এর প্রভাবে চাষের ক্ষতির ব্যাপারে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস । এছাড়াও বজ্রপাতের সময় জনজীবনকে খোলা জায়গা কিংবা গাছের তলায় না থাকার কথা বলা হয়েছে । এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । যার অবস্থান সিকিম থেকে উত্তর ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত । এর ফলে কিছু জলীয় বাষ্প এই রাজ্যের বাতাসে ঢুকছে । তার ফলে রাজ্যে ঝড় বৃষ্টির হওয়ার সম্ভাবনা মে মাসের দুই থেকে তিন তারিখ পর্যন্ত থাকছে ।
দুই বঙ্গেই আগামী চার থেকে পাঁচ দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার শিলাবৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে । তবে এসব জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে শুধু আজ নয়, আগামিকাল এবং পরশু । তার সঙ্গে বইবে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া । উত্তরবঙ্গে রবিবার এবং সোমবার শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে এই আবহাওয়া 3 তারিখ পর্যন্ত বজায় থাকবে । সব মিলিয়ে তাপপ্রবাহে দগ্ধ হতে চলা বঙ্গে এখন সাময়িকভাবে খড়তাপ অতীত । বরং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিতে সহ্যের মধ্যে থাকা গ্রীষ্মকাল থাকবে বাংলায় । রবিবার দুপুরে কলকাতা এবং তৎপার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.9 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ।
আরও পড়ুন: নিম্নচাপের হাত ধরে অব্যাহত ঝোড়ো হাওয়ার দাপট, জেলায় জেলায় শিলাবৃষ্টির সতর্কতা