ETV Bharat / state

Bengal Weather : ভবানীপুর উপনির্বাচনের আগেই কাটছে দুর্যোগ, আজ থেকে আবহাওয়ার উন্নতি - Bhabanipur Byelection

ভবানীপুর উপনির্বাচনের (Bhabanipur Byelection) আগেই শহরে দুর্যোগ কাটতে চলেছে ৷ আজ থেকে আবহাওয়ার (Bengal Weather) উন্নতি হওয়া শুরু হবে ৷ জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷

West Bengal Weather: light Rain forecast in kolkata on Bhabanipur Byelection date
ভবানীপুর উপনির্বাচনের আগেই কাটছে দুর্যোগ ! আজ থেকে আবহাওয়ার উন্নতি
author img

By

Published : Sep 29, 2021, 8:19 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : অবশেষে কাটতে চলেছে দুর্যোগ ৷ আজ থেকেই আবহাওয়ার (Bengal Weather) উন্নতি হতে শুরু করবে ৷ বৃষ্টিপাতের পরিমাণ কমবে । এমনই আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে বৃষ্টি (Rain Forecast) একেবারে বন্ধ হবে না । আগামিকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ।

কাল দুই মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । জল জমে চাষের ক্ষতিও হতে পারে । আগামিকাল পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে । তবে কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে । আকাশ আংশিক মেঘলা থাকবে । বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে । আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্ষা এখনও যায়নি, তাই বৃষ্টিপাত হবে । তবে শহরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । আগামিকাল ভবানীপুরে উপনির্বাচন (Bhabanipur Byelection)৷ এই দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷ বৃষ্টিপাত কমলেও শহরের তাপমাত্রা বিশেষ বৃদ্ধি পাবে না । তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

আরও পড়ুন: Bhabanipur Bye-Election : দুর্যোগের দিনে ভবানীপুরে নির্বিঘ্নে ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন

এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ পুরুলিয়ার পশ্চিম দিকে অবস্থান করছে । তাই আজ পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে । আজ থেকে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে । এ ছাড়াও উপকূলের দুই জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত চলবে । এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে ভারী বৃষ্টিপাতের রেশ থাকবে দক্ষিণ 24 পরগনাতেও । বাকি জেলা গুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ।

আরও পড়ুন: Babul Supriyo : বাঙালিদের বিশ্বাস করেন না প্রধানমন্ত্রী , বিস্ফোরক বাবুল

জলমগ্ন কলকাতার বিভিন্ন অঞ্চল

গত 24 ঘণ্টায় দুই মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কত পরিমাণ বৃষ্টি হয়েছে...

আরও পড়ুন : Luizinho Faleiro joins TMC : কংগ্রেস পরিবারকে এক করে বিজেপিকে হারাব, তৃণমূলে যোগ দিয়ে লক্ষ্য স্থির ফালেইরোর


হলদিয়া - 20 সেন্টিমিটার
মোহনপুর - 19 সেন্টিমিটার
খড়গপুর - 17 সেন্টিমিটার
কলাইকুণ্ডা - 17 সেন্টিমিটার
সাগরদ্বীপ - 15 সেন্টিমিটার
ডায়মন্ডহারবার - 15 সেন্টিমিটার
কাঁথি - 10 সেন্টিমিটার
কলকাতার আলিপুর - 9 সেন্টিমিটার
হাওড়া উলুবেরিয়া - 9 সেন্টিমিটার
ঝাড়গ্রাম - 7 সেন্টিমিটার
কাকদ্বীপ - 7 সেন্টিমিটার
দমদম - 5 সেন্টিমিটার
সল্টলেক - 5 সেন্টিমিটার

আরও পড়ুন: Calcutta High Court : হিলি-বালুরঘাট রেলপথ সম্প্রসারণের কাজ স্থগিত, কেন্দ্র-রাজ্যের জবাব চাইল হাইকোর্ট

কলকাতা, 29 সেপ্টেম্বর : অবশেষে কাটতে চলেছে দুর্যোগ ৷ আজ থেকেই আবহাওয়ার (Bengal Weather) উন্নতি হতে শুরু করবে ৷ বৃষ্টিপাতের পরিমাণ কমবে । এমনই আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে বৃষ্টি (Rain Forecast) একেবারে বন্ধ হবে না । আগামিকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ।

কাল দুই মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । জল জমে চাষের ক্ষতিও হতে পারে । আগামিকাল পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে । তবে কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে । আকাশ আংশিক মেঘলা থাকবে । বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে । আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্ষা এখনও যায়নি, তাই বৃষ্টিপাত হবে । তবে শহরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । আগামিকাল ভবানীপুরে উপনির্বাচন (Bhabanipur Byelection)৷ এই দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷ বৃষ্টিপাত কমলেও শহরের তাপমাত্রা বিশেষ বৃদ্ধি পাবে না । তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

আরও পড়ুন: Bhabanipur Bye-Election : দুর্যোগের দিনে ভবানীপুরে নির্বিঘ্নে ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন

এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ পুরুলিয়ার পশ্চিম দিকে অবস্থান করছে । তাই আজ পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে । আজ থেকে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে । এ ছাড়াও উপকূলের দুই জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত চলবে । এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে ভারী বৃষ্টিপাতের রেশ থাকবে দক্ষিণ 24 পরগনাতেও । বাকি জেলা গুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ।

আরও পড়ুন: Babul Supriyo : বাঙালিদের বিশ্বাস করেন না প্রধানমন্ত্রী , বিস্ফোরক বাবুল

জলমগ্ন কলকাতার বিভিন্ন অঞ্চল

গত 24 ঘণ্টায় দুই মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কত পরিমাণ বৃষ্টি হয়েছে...

আরও পড়ুন : Luizinho Faleiro joins TMC : কংগ্রেস পরিবারকে এক করে বিজেপিকে হারাব, তৃণমূলে যোগ দিয়ে লক্ষ্য স্থির ফালেইরোর


হলদিয়া - 20 সেন্টিমিটার
মোহনপুর - 19 সেন্টিমিটার
খড়গপুর - 17 সেন্টিমিটার
কলাইকুণ্ডা - 17 সেন্টিমিটার
সাগরদ্বীপ - 15 সেন্টিমিটার
ডায়মন্ডহারবার - 15 সেন্টিমিটার
কাঁথি - 10 সেন্টিমিটার
কলকাতার আলিপুর - 9 সেন্টিমিটার
হাওড়া উলুবেরিয়া - 9 সেন্টিমিটার
ঝাড়গ্রাম - 7 সেন্টিমিটার
কাকদ্বীপ - 7 সেন্টিমিটার
দমদম - 5 সেন্টিমিটার
সল্টলেক - 5 সেন্টিমিটার

আরও পড়ুন: Calcutta High Court : হিলি-বালুরঘাট রেলপথ সম্প্রসারণের কাজ স্থগিত, কেন্দ্র-রাজ্যের জবাব চাইল হাইকোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.