ETV Bharat / state

Heavy Rain Forecast : আগামী তিন দিন ভারী বৃষ্টির সর্তকতা, নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা বঙ্গে - আলিপুর আবহাওয়া দফতর

আগামী তিনদিন রাজ্যজুড়ে বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

west-bengal-weather-heavy-rain-forecast-in-bengal-in-next-3-days
আগামী তিন দিন একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সর্তকতা
author img

By

Published : Aug 4, 2021, 8:31 PM IST

কলকাতা, 4 অগস্ট: আপাতত বৃষ্টি থেকে নিস্তার নেই শহরবাসীর ৷ শুধু কলকাতা নয়, আগামী তিনদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে ৷ এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷ উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির (Heavy Rain Forecast) সতর্কতা জারি করা হয়েছে ৷

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত । সেইসঙ্গে মৌসুমি অক্ষরেখা শ্রীনিকেতন ডায়মন্ডহারবার হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে । এই দুইয়ের প্রভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে ভূখণ্ডে । ফলে আগামী তিন দিন বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । আজ, কাল, পরশু তিন দিন ধরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

আরও পড়ুন: Mamata Banerjee : হাঁটু জলে দাঁড়িয়ে বন্যা কবলিত মানুষের খোঁজ নিলেন মমতা

আজ বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ৷ হাওড়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম ও কলকাতায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে মনে করছে আবহাওয়া দফতর ।

আগামিকাল, 5 তারিখ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে । দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে । আগামী 6 তারিখ পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া এই তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে সর্তক করা হয়েছে । বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ।

আরও পড়ুন: রাজ্যে বন্যা ম্যান-মেড, বললেন মুখ্যমন্ত্রী

তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ।

আরও পড়ুন: দফায় দফায় ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা

এই তিন দিন লাগাতার বৃষ্টির ফলে নদীতে জলস্তর বৃদ্ধি পাবে । নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে । শহরের নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । রাস্তায় জল জমলে যানজটের গতি রুদ্ধ হবে ৷ অতিবৃষ্টির ফলে ‌কৃষিকাজের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ।

কলকাতা, 4 অগস্ট: আপাতত বৃষ্টি থেকে নিস্তার নেই শহরবাসীর ৷ শুধু কলকাতা নয়, আগামী তিনদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে ৷ এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷ উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির (Heavy Rain Forecast) সতর্কতা জারি করা হয়েছে ৷

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত । সেইসঙ্গে মৌসুমি অক্ষরেখা শ্রীনিকেতন ডায়মন্ডহারবার হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে । এই দুইয়ের প্রভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে ভূখণ্ডে । ফলে আগামী তিন দিন বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । আজ, কাল, পরশু তিন দিন ধরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

আরও পড়ুন: Mamata Banerjee : হাঁটু জলে দাঁড়িয়ে বন্যা কবলিত মানুষের খোঁজ নিলেন মমতা

আজ বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ৷ হাওড়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম ও কলকাতায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে মনে করছে আবহাওয়া দফতর ।

আগামিকাল, 5 তারিখ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে । দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে । আগামী 6 তারিখ পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া এই তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে সর্তক করা হয়েছে । বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ।

আরও পড়ুন: রাজ্যে বন্যা ম্যান-মেড, বললেন মুখ্যমন্ত্রী

তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ।

আরও পড়ুন: দফায় দফায় ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা

এই তিন দিন লাগাতার বৃষ্টির ফলে নদীতে জলস্তর বৃদ্ধি পাবে । নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে । শহরের নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । রাস্তায় জল জমলে যানজটের গতি রুদ্ধ হবে ৷ অতিবৃষ্টির ফলে ‌কৃষিকাজের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.