ETV Bharat / state

West Bengal Corona Update : আজও সাতশোর ঘরে দৈনিক সংক্রমণ, কলকাতাতেই আক্রান্ত 100-র বেশি - West Bengal Corona Update

গত সপ্তাহে নিম্নমুখী ছিল করোনার গ্রাফ ৷ কিন্তু মঙ্গলবার থেকে বাড়তে শুরু করে আক্রান্তের সংখ্যা ৷ গতকালের তুলনায় আজ সামান্য বাড়ল সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 717 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 717 ৷

করোনাভাইরাস
করোনাভাইরাস
author img

By

Published : Aug 26, 2021, 8:28 PM IST

কলকাতা, 26 অগস্ট : রাজ্যে বেড়েই চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 717 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 708 ৷ তবে কমছে মৃতের সংখ্যা ৷

গত সপ্তাহে নিম্নমুখী ছিল করোনার গ্রাফ ৷ কিন্তু মঙ্গলবার থেকে বাড়তে শুরু করে আক্রান্তের সংখ্যা ৷ গতকালের তুলনায় আজ সামান্য বাড়ল সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 717 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 717 ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 15 লাখ 45 হাজার 534 ৷ মৃতের সংখ্যা কমেছে ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 18 হাজার 402 ৷ জেলাগুলির মধ্যে সবথেকে বেশি সংক্রমণ কলকাতায় ৷ একদিনে 118 জন আক্রান্ত হয়েছেন ৷

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ঠিকই ৷ তবে সুস্থও হচ্ছে অনেকে ৷ রাজ্যে সুস্থতার হার 98.22 শতাংশ ৷ একদিনে সুস্থ হয়েছে 726 জন ৷ রাজ্যে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন 15 লাখ 17 হাজার 965 ৷ এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 9 হাজার 167 ৷

আরও পড়ুন, Bakkhali: বকখালিতে মাস্ক না পড়লে টেনে নিয়ে যাচ্ছেন 'যমদূত'

গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 41 হাজার 498 ৷ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 1 কোটি 68 লাখ 14 হাজার 817 ৷ এদিকে, আজ 2 লাখ 83 হাজার 168 জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় দেওয়া হয়েছে 1 লাখ 86 হাজার 763 জনকে ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত 2 কোটি 71 লাখ 26 হাজার 799 জনকে প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় পেয়েছে 1 কোটি 4 লাখ 92 হাজার 819 জন ৷

কলকাতা, 26 অগস্ট : রাজ্যে বেড়েই চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 717 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 708 ৷ তবে কমছে মৃতের সংখ্যা ৷

গত সপ্তাহে নিম্নমুখী ছিল করোনার গ্রাফ ৷ কিন্তু মঙ্গলবার থেকে বাড়তে শুরু করে আক্রান্তের সংখ্যা ৷ গতকালের তুলনায় আজ সামান্য বাড়ল সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 717 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 717 ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 15 লাখ 45 হাজার 534 ৷ মৃতের সংখ্যা কমেছে ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 18 হাজার 402 ৷ জেলাগুলির মধ্যে সবথেকে বেশি সংক্রমণ কলকাতায় ৷ একদিনে 118 জন আক্রান্ত হয়েছেন ৷

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ঠিকই ৷ তবে সুস্থও হচ্ছে অনেকে ৷ রাজ্যে সুস্থতার হার 98.22 শতাংশ ৷ একদিনে সুস্থ হয়েছে 726 জন ৷ রাজ্যে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন 15 লাখ 17 হাজার 965 ৷ এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 9 হাজার 167 ৷

আরও পড়ুন, Bakkhali: বকখালিতে মাস্ক না পড়লে টেনে নিয়ে যাচ্ছেন 'যমদূত'

গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 41 হাজার 498 ৷ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 1 কোটি 68 লাখ 14 হাজার 817 ৷ এদিকে, আজ 2 লাখ 83 হাজার 168 জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় দেওয়া হয়েছে 1 লাখ 86 হাজার 763 জনকে ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত 2 কোটি 71 লাখ 26 হাজার 799 জনকে প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় পেয়েছে 1 কোটি 4 লাখ 92 হাজার 819 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.