কলকাতা, 14 ফেব্রুয়ারি : আশা জাগিয়ে রাজ্যে আরও কমল করোনা সংক্রমণ ৷ সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 320 জন ৷ রবিবার এই সংখ্যা ছিল 512 ৷ সংক্রমণের হার কমে হয়েছে 1.29 শতাংশ ৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এরাজ্যে মৃত্যু হয়েছে 23 জনের (Died of Corona in Bengal) ৷
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 40 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 11 হাজার 221 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 1 হাজার 314 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 78 হাজার 555 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 11 হাজার 626 জন ৷
আরও পড়ুন : দৈনিক করোনা সংক্রমণ একধাক্কায় 10 হাজার নামল
রাজ্যে নতুন নমুনা পরীক্ষা হয়েছে সংখ্যা 24 হাজার 776 জনের৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 37 লাখ 88 হাজার 421৷
ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে আরও 1 হাজার 439 জনকে ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 20 হাজার 292 জন ৷ বুস্টার ডোজ নিয়েছেন 3 হাজার 8 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 94 লাখ 07 হাজার 198 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 5 কোটি 46 লাখ 85 হাজার 656 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 13 লাখ 80 হাজার 886 জন ৷