ETV Bharat / state

Corona Update in Bengal : সংক্রমণ নামল আড়াইশোর নিচে, কমল মৃত্যুও - পশ্চিমবঙ্গের করোনা আপডেট

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 6 জনের ৷ আগের দিনের চেয়ে 1 জন কম ৷ তার মধ্যে শহর কলকাতায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি 3 জন ৷

corona
corona
author img

By

Published : Feb 24, 2022, 8:23 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি : করোনা সংক্রমণ ও মৃত্যু, উভয় দিক থেকেই স্বস্তিতে পশ্চিমবঙ্গ ৷ দৈনিক সংক্রমণের সংখ্যা নেমে গিয়েছে আড়াইশোর নিচে ৷ আগের দিনের থেকে কম মৃত্যুর সংখ্যাও ৷ শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 246 ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 272 ৷ বর্তমানে বাংলায় দৈনিক সংক্রমণের হার 0.80 শতাংশ ৷

মৃত্যুর সংখ্যাও ক্রমশ নিম্নমুখী ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 6 জনের ৷ আগের দিনের চেয়ে 1 জন কম ৷ তার মধ্যে শহর কলকাতায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি 3 জন ৷ এছাড়া হাওড়া, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে একজন করে প্রাণ হারিয়েছেন ৷ এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা 21 হাজার 165 জন ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা 20 লাখ 14 হাজার 307 জন ৷ একদিনে সুস্থ হয়েছেন 726 জন ৷ এই নিয়ে রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন 19 লাখ 90 হাজার 980 জন ৷

আরও পড়ুন : Indian Army Uses Drones to Supply Corona Booster Dose : ভূস্বর্গের দুর্গমস্থলে জওয়ানদের জন্য বুস্টার ডোজ নিয়ে গেল ড্রোন

তবে বর্তমানে রাজ্যে নমুনা পরীক্ষার হার অনেকটাই কম ৷ আজ 30 হাজার 808 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত 2 কোটি 41 লাখ 07 হাজার 052 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ গত 24 ঘণ্টায় টিকা পেয়েছেন 2 লাখ 61 হাজার 830 জন ৷ তার মধ্যে প্রথম ডোজ পেয়েছেন 19 হাজার 429 জন ৷ দ্বিতীয় ডোজ প্রাপকদের সংখ্যা 2 লাখ 27 হাজার 914 ৷ বুস্টার ডোজ পেয়েছেন 15 লাখ 82 হাজার 591 জন ৷

কলকাতা, 24 ফেব্রুয়ারি : করোনা সংক্রমণ ও মৃত্যু, উভয় দিক থেকেই স্বস্তিতে পশ্চিমবঙ্গ ৷ দৈনিক সংক্রমণের সংখ্যা নেমে গিয়েছে আড়াইশোর নিচে ৷ আগের দিনের থেকে কম মৃত্যুর সংখ্যাও ৷ শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 246 ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 272 ৷ বর্তমানে বাংলায় দৈনিক সংক্রমণের হার 0.80 শতাংশ ৷

মৃত্যুর সংখ্যাও ক্রমশ নিম্নমুখী ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 6 জনের ৷ আগের দিনের চেয়ে 1 জন কম ৷ তার মধ্যে শহর কলকাতায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি 3 জন ৷ এছাড়া হাওড়া, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে একজন করে প্রাণ হারিয়েছেন ৷ এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা 21 হাজার 165 জন ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা 20 লাখ 14 হাজার 307 জন ৷ একদিনে সুস্থ হয়েছেন 726 জন ৷ এই নিয়ে রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন 19 লাখ 90 হাজার 980 জন ৷

আরও পড়ুন : Indian Army Uses Drones to Supply Corona Booster Dose : ভূস্বর্গের দুর্গমস্থলে জওয়ানদের জন্য বুস্টার ডোজ নিয়ে গেল ড্রোন

তবে বর্তমানে রাজ্যে নমুনা পরীক্ষার হার অনেকটাই কম ৷ আজ 30 হাজার 808 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত 2 কোটি 41 লাখ 07 হাজার 052 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ গত 24 ঘণ্টায় টিকা পেয়েছেন 2 লাখ 61 হাজার 830 জন ৷ তার মধ্যে প্রথম ডোজ পেয়েছেন 19 হাজার 429 জন ৷ দ্বিতীয় ডোজ প্রাপকদের সংখ্যা 2 লাখ 27 হাজার 914 ৷ বুস্টার ডোজ পেয়েছেন 15 লাখ 82 হাজার 591 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.