দুটি স্তরে পুলিশ নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গে। সাব ইন্সপেক্টর (আর্মড শাখা) এবং সাব ইন্সপেক্টর (আনআর্মড শাখা) পদে হবে নিয়োগ।
যোগ্যতামান :
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে প্রার্থীকে ।
০১.০১.২০১৯-এ প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ২০ এবং সর্বোচ্চ ২৭। SC/ST/OBC প্রার্থীদের জন্য নিয়মানুযায়ী ছাড় থাকছে।
পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় বিশেষ ছাড় ।
প্রার্থীকে বাংলায় বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে। তবে দার্জিলিং ও কালিম্পং জেলার হিল সাব ডিভিশন এলাকার স্থায়ী বাসিন্দাদের জন্য এটি প্রযোজ্য নয় ।
১০ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর (বিকেল ৫টা) পর্যন্ত আবেদন (অনলাইন ও অফলাইন) করা যাবে। পূরণ করা আবেদনপত্র ডাক মারফত পাঠানোর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর ।
নিয়োগ সম্পর্কিত বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা wbpolice.gov.in -এ নজর রাখুন।
বিশেষ দ্রষ্টব্য : চাকরি সংক্রান্ত খবরটুকু শুধু দেয় ETV ভারত বাংলা। এর বেশি কিছু না। প্রার্থীদের কাছে অনুরোধ, আবেদন করার আগে নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে খুঁটিয়ে দেখুন ও তা অনুসরণ করুন ।