কলকাতা, 26 ডিসেম্বর : সময় যত এগোচ্ছে আধুনিক প্রযুক্তি, ইন্টারনেট পরিষেবা, স্মার্ট ফোন, অ্যাপ ইত্যাদির হাত ধরে তত বাড়ছে সাইবার অপরাধের নানা ঘটনা ৷ সামাজিক মাধ্যমে কারও অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিয়ো ছড়িয়ে দিয়ে তাঁকে হেনস্থা করার ঘটনা এই অপরাধগুলির মধ্যে অন্যতম ৷ কোনও মহিলা বা তরুণীকে কালিমালিপ্ত করতে তাঁর একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডায়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, বা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এই ঘটনাও নতুন নয় ৷ মাঝে মাঝেই সংবাদ শিরোনামে উঠে আসে এরকম কোনও না কোনও ঘটনা ৷ সোশ্য়াল মিডিয়ায় এরকম হেনস্থা বা সাইবার বুলিং থেকে বাদ যান না ছেলেরাও ৷
এই বিষয়টি নিয়েই এবার সতর্ক থাকার পরামর্শ দিল রাজ্য পুলিশ (Message From WB police) ৷ রবিবার এই নিয়ে এক টুইট বার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে ৷ ভিডিও বার্তায় বলে হয়েছে, "নিজের অন্তরঙ্গ বা নগ্ন ছবি কখনও কারও সঙ্গে শেয়ার করবেন না ৷ আপনার খুব ঘনিষ্ঠ বা কাছের কেউ হলেও তাঁকে এরকম ছবি পাঠাবেন না ৷ কারণ, ভবিষ্যতে সেগুলোই আপনাকে অপদস্ত করতে ব্যবহার হতে পারে ৷ "
-
Never share your nudity with anybody. He/she may be nearest and dearest one because there is high chance that the same will be used to extort you in future.https://t.co/m3O6ofgrqx#FraudAlert #Sextortion #Extortion #Nudity #Nudephoto #Nudevideo #Nudepic #Badvideo #Badpic
— West Bengal Police (@WBPolice) December 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Never share your nudity with anybody. He/she may be nearest and dearest one because there is high chance that the same will be used to extort you in future.https://t.co/m3O6ofgrqx#FraudAlert #Sextortion #Extortion #Nudity #Nudephoto #Nudevideo #Nudepic #Badvideo #Badpic
— West Bengal Police (@WBPolice) December 26, 2021Never share your nudity with anybody. He/she may be nearest and dearest one because there is high chance that the same will be used to extort you in future.https://t.co/m3O6ofgrqx#FraudAlert #Sextortion #Extortion #Nudity #Nudephoto #Nudevideo #Nudepic #Badvideo #Badpic
— West Bengal Police (@WBPolice) December 26, 2021
আরও পড়ুন : বর্ধমানে কিশোর খুনের নেপথ্যে প্রেমিকার বাবা ! আটক অভিযুক্ত
এই ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেটের ডেপুটি পুলিশ সুপার বিদিত মণ্ডল বলেছেন, "নেট মাধ্যমে নতুন সম্পর্ক গভীর হলে অনেকেই নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি অন্য কারও সঙ্গে শেয়ার করে ফেলেন ৷ কিন্তু পরিণতির কথা না ভেবে পাঠানো এই ছবি বা ভিডিও পরে আপনাকে ব্ল্যাকমেল করতে ব্যবহার হতে পারে ৷ তাই সতর্ক হন ৷"