কলকাতা, 5 মে : হাওড়া, হুগলি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘণ্টাতেও কালবৈশাখি-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা । হতে পারে শিলাবৃষ্টিও । পাশাপাশি আজও রাজ্যের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি ।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । একইসঙ্গে হরিয়ানার উপরেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । এই দুই ঘূর্ণাবর্তের মধ্যে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে । তার ফলে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে । দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ও আগামীকাল বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে । বৃষ্টির সময় ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে প্রায় 60 কিলোমিটার প্রতি ঘণ্টায় ।
শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । অন্যদিকে আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এখনও একটি নিম্নচাপ অবস্থান করছে । আগামী তিন দিন এই নিম্নচাপটি একই জায়গায় থাকবে । চতুর্থ দিন থেকে এই নিম্নচাপের গতি বৃদ্ধি পাবে । তবে, আপাতত এই নিম্নচাপের ফলে রাজ্যে কোনও প্রভাব পড়বে না ।