কলকাতা, 4 অগস্ট: বাংলা পেতে চলেছে চতুর্থ সেমি হাই-স্পিড বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একটি বিজ্ঞপ্তি ৷ যেখানে জানানো হয়েছে, আগামিকালই পটনা-হাওড়া-পটনার মধ্যে বন্দে ভারতের মহড়া দৌড় শুরু হবে। যদিও এই বিষয় পূর্ব রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও। সূত্রের খবর সব কিছু ঠিকঠাক এগোলে দ্রুত এই ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাজ্যে ইতিমধ্যেই চলছে তিনটি বন্দে ভারত সেমি সুপার ফাস্ট বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। প্রথমটি শুরু হয়েছিল হাওড়া নিউ জলপাইগুড়ির মধ্যে। দ্বিতীয়টি হাওড়া-পুরী এবং তৃতীয়টি নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটির মধ্যে যাতায়াত করে। এবার হাওড়া এবং পটনার মধ্যে এই পরিষেবা চালু হলে আরও একটি অন্যতম দ্রুত বুলেট ট্রেন পাবে বাংলা।
সূচনা অনুসারে, আগামিকাল পরীক্ষামূলকভাবে প্রথমবার দৌড়বে হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেস। প্রস্তাবিত সময়সূচি অনুসারে আগামিকাল ঠিক সকাল 8টা র সময় ট্রেনটি পটনা থেকে ছাড়বে এবং হাওড়া এসে পৌঁছবে বেলা 2.30 মিনিটে। ঠিক একই ভাবে বিকেল 3.55 মিনিটে ট্রেনটি হাওড়া থেকে পুনরায় পটনার উদ্দেশ্যে রওনা দেবে। এরপর ট্রেনটি আবার ওইদিন রাত 9.30 নাগাদ পটনা স্টেশনে পৌঁছবে।
আগামিকাল আপ ও ডাউন লাইনে ট্রেনটি ছয়টি স্টেশনে থামবে। পটনার থেকে ছেড়ে ট্রেনটি থামবে পটনা সাহেব, লাকেসারাই, ঝাঝা, জসিডি এবং আসানসোলে। হাওড়া থেকে পটনা মোট 536 কিলোমিটার পৌঁছতে এবার সময় লাগবে মাত্র 6 ঘণ্টা। প্রাথমিক খবর অনুসারে, সপ্তাহে ছ'টি বন্দে ভারত এক্সপ্রেস চলবে। তবে ট্রেনটির ভাড়া কত হবে তা নিয়ে এখনও কিছু স্পষ্ট করে জানায়নি রেল মন্ত্রক।
আরও পড়ুন: আরও যাত্রীবান্ধব বন্দে ভারত, ‘স্লিপার’ ট্রেন তৈরির বরাত পেল বাংলা
যদিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় এই ট্রেনটির ভাড়া কত হতে পারে কিংবা সম্ভাব্য মেনুই বা কি তা নিয়ে চলছে চর্চা। সূত্র মারফত, বাণিজ্যিকভাবে এই ট্রেনের পরিষেবা চালু হলে সাধারণ এসি চেয়ার কারের জন্য 1450 টাকা ভাড়া নেওয়া হতে পারে। অন্যদিকে এক্সিকিউটিভ চেয়ার কারের জন্য 2650 টাকা ভাড়া হতে পরে। খাবারের জন্য আলাদা টাকা দিতে হবে না।