কলকাতা, 14 মে: বিভিন্ন সময়ে দেখা যায় সরকারি উদ্যোগে তৈরি হওয়ার রাস্তা বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে চৌচির । খুব স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন ওঠে সরকারি প্রকল্পের কাজের মান নিয়ে । এবার এই বিষয়ে সতর্ক নবান্ন ৷ শনিবার নবান্নে অনুষ্ঠিত হওয়া এক বৈঠক থেকে বিভিন্ন প্রকল্পে হওয়া উন্নয়নের কাজের মান নিয়ে জেলাগুলির জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওদের সতর্ক করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।
শনিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব । জানা গিয়েছে সেখানেই এই সতর্কবার্তা দিয়েছেন তিনি । আসলে এই মুহূর্তে কথায় কথায় রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল । নজরদারি চালানো হচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজে ৷ কাজের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে ৷ রাজ্য সরকার মনে করছে, এক্ষেত্রে কেন্দ্রীয় অর্থে সম্পাদিত কাজের গুণগত মান সঠিক না থাকলে আগামী দিনে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হয়ে যেতে পারে । এই অবস্থায় রাজ্য কেন্দ্রের হাতে এমন সুযোগ দিতে চাইছে না । আর সে কারণেই মুখ্যসচিবের এই সতর্কবার্তা বলে মনে করা হচ্ছে ।
প্রসঙ্গত, জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মূলত পঞ্চায়েত দফরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় ওই বৈঠকে । এই দফতরের অন্তর্ভুক্ত 100 দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা-সহ একাধিক প্রকল্পে এদিন জেলা প্রশাসনকে সতর্ক করেছেন মুখ্যসচিব । এদিন মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারের বিভিন্ন কাজে শ্রমিক প্রয়োজন হলে এক্ষেত্রে 100 দিনের জব হোল্ডারদের কাজে নিয়োগ করতে হবে ৷
প্রসঙ্গত কয়েকদিন আগে নবান্নে হওয়া প্রশাসনিক বৈঠকে ঠিক এই নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যেহেতু দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে তাই রাজ্য সরকার জব কার্ড হোল্ডারদের বিকল্প কর্মসংস্থানের কথা মাথায় রেখেই এই পথে হাঁটছে । জানা গিয়েছে, এই বৈঠক থেকেই রাজ্যের মুখ্য সচিব রাস্তাশ্রী এবং পথশ্রী প্রকল্পের অগ্রগতি নিয়েও খোঁজ নিয়েছেন । গ্রামীণ রাস্তা নির্মাণের সরকারি লক্ষ্যমাত্রা কতটা কাছাকাছি পৌঁছানো গিয়েছে এই বৈঠক থেকে তা যেমন খোঁজ নেওয়া হয়েছে, তেমনই আগামী তিন মাসের লক্ষ্যমাত্রাও বেঁধে দেওয়া হয়েছে বলেই খবর ।
আরও পড়ুন : প্রেমিকার ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি, ধৃত দিলীপ ঘোষের ভাইপো