ETV Bharat / state

প্রাক্তন খেলোয়াড়দের পেনশন, ক্লাবগুলিকে অনুদান ; ঘোষণা মুখ্যমন্ত্রীর - প্রাক্তন খেলোয়াড়দের সাম্মানিক পেনশন, ক্লাবগুলিকে অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

"আমি তো মনে করি, যাঁরা ট্রেনিং নিয়ে যুদ্ধে যায় তাঁদের থেকে বেশি ভালো যুদ্ধ করতে পারেন খেলোয়াড়রা ৷ তার কারণ তাঁরা এতটাই শারীরিকভাবে ফিট ৷" খেলাশ্রী সম্মান প্রদান অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী ৷

মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Feb 8, 2021, 3:59 PM IST

Updated : Feb 8, 2021, 6:13 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি : আগেই বিধানসভায় 'ভোট অন অ্যাকাউন্ট' 2021 বাজেট অধিবেশনে ভোটমুখী রাজ্যের বাসিন্দাদের খুশি করতে কোনও কসুর করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যবাসীর জন্য বাজেটে ঘোষণা করেছেন একাধিক প্রকল্প ৷ এবার রাজ্যের ক্রীড়া জগতকেও ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্যের বিভিন্ন ক্লাব থেকে প্রাক্তন খেলোয়াড়, মুখ্যমন্ত্রীর অনুদানের তালিকা থেকে বাদ যায়নি কেউই৷ আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে খেলাশ্রী সম্মান প্রদানের অনুষ্ঠানমঞ্চে ভাষণ রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রায় 25 মিনিটের ভাষণে 16 জন ক্রীড়াবিদকে 'খেল সম্মান', 26 জনকে 'বাংলার গৌরব', সাত জনকে ক্রীড়া গুরু ও একজনকে জীবনকৃতি সম্মান প্রদান করেন মমতা ৷

পাশাপাশি, সভামঞ্চ থেকে 8 হাজার 229টি ক্লাবকে 82 কোটি 89 লাখ টাকা অনুদান প্রদান ৷ রাজ্যে 947টি স্পোর্টস কোচিং ক্যাম্পকে এক লাখ টাকা করে আর্থিক সাহায্য ৷ রাজ্যস্তরের 34টি স্পোর্টস অ্যাসোসিয়েশনকে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদান ৷ হকির জন্য 20 কোটি টাকা অনুমোদন ৷ রাজ্যে 17টি নতুন যুব আবাস ৷ 34টি স্টেডিয়াম ৷ 703টি মিনি ইনডোর স্টিডিয়াম ৷ 26 হাজার ক্লাবকে আর্থিক সাহায্য করার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপরই মমতা বলেন, "রাজ্যের ক্লাবগুলিকে সাহায্য করা নিয়ে অনেক বাবুদের অনেক রাগ আছে৷ আমি শুধু বলব ক্লাবগুলিকে সাহায্য করলে রাগের কারণ থাকতে পারে না ৷" স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, "এই ক্লাবগুলিই মানুষের বিপদে পাশে দাঁড়ায় ৷ যখন আমফানে তোলপাড় সারা রাজ্য, তখন আমি নবান্নে, বাড়িটা হিলছিল ৷ তখন ক্লাবগুলিকে সঙ্গে নিয়েই পুলিশ, প্রশাসন এই মানুষগুলির সাহায্য করেছে৷"

আরও পড়ুন : জয় নিয়ে নিশ্চিত মমতা, বিধানসভায় নিশানা কেন্দ্রকে

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যজুড়ে 53টি উদ্বোধন অনুষ্ঠান হয়েছে৷ এই উদ্বোধনগুলির সঙ্গে ইন্ডাস্ট্রি, শিল্প, কর্মসংস্থানের সঙ্গে একটা বিরাট সম্পর্ক রয়েছে৷ এই উদ্বোধনগুলি শুধুমাত্র বাসস্ট্যান্ড নয়৷ পুরুলিয়ার রঘুনাথপুরে নতুন শিল্পনগরী হচ্ছে ৷ 'জঙ্গলমহল শিল্পনগরী' ৷ সেখানে প্রায় 62 হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে খেলাশ্রী মঞ্চ থেকে৷" পাশাপাশি আজকের মঞ্চ থেকে 72 হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে বলেও জানান তিনি ৷ এই প্রকল্পগুলিতে 3 লাখ 29 হাজার যুবক-যুবতির চাকরি, কর্মসংস্থান তৈরি হবে বলেও আজ দাবি করেন মমতা৷ পাশাপাশি তিনি বলেন, "সমস্ত রকমের বিনিয়োগের জন্য সব থেকে বড় দরজা বাংলা ৷ বাংলায় আজকে সারা পৃথিবীর গন্তব্যস্থল ৷"

আগামী 5 বছরে রাজ্যে আরও দেড় কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "সারা ভারতের যখন 40 শতাংশ বেকারত্ব বেড়েছে তখন বাংলায় 40 শতাংশ দারিদ্রতা কমেছে ৷" তথ্যের সত্যতা প্রমাণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এই তথ্য রাজ্য সরকারের নয় ৷ ভারত সরকারের ৷" পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন মমতা ৷ বলেন, "যাঁরা বাংলায় এসে মিথ্যা কথা বলে তোতাপাখির বুলি বলেন, তাঁদের একথা জানা উচিত, এগুলি কাগজে-কলমে বাস্তবায়িত ৷"

আরও পড়ুন : কাল জনসভা মমতার, প্রস্তুতি চলছে বহরমপুরে

মুখ্যমন্ত্রী আজ বলেন, "আমরা চাই বাংলার ফুটবলগুলি সারা বিশ্বকে নাড়া দিক ৷ আজকে জার্মান, ব্রাজ়িল, অস্ট্রেলিয়া একদিনে তৈরি হয়নি ৷ আমাদের ছেলে-মেয়েদের দক্ষতা আছে৷ খেলাধুলোটা একটা ছাতা৷ এই ছাতার মাথাটা খুব বড় ৷" এরপরই সভামঞ্চ থেকে বলেন, "আমি তো মনে করি, যাঁরা ট্রেনিং নিয়ে যুদ্ধে যায় তাঁদের থেকে বেশি ভালো যুদ্ধ করতে পারেন খেলোয়াড়রা ৷ তার কারণ তাঁরা এতটাই শারীরিকভাবে ফিট ৷ তাঁরা আগামী পা কী করে চলবে সেটাও পা ফেলতে ফেলতে দেখে নেয় ৷ তা সে ফুটবলেই হোক বা ক্রিকেটে ৷ কারোর হাত চলে বা কারোর পা ৷" পাশাপাশি, মঞ্চ থেকেই 2 হাজারের উপর রাজ্যের প্রাক্তন খেলোয়াড়দের 1 হাজার টাকা করে পেনশন দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "এটা টাকা না ৷ সম্মান ৷"

কলকাতা, 8 ফেব্রুয়ারি : আগেই বিধানসভায় 'ভোট অন অ্যাকাউন্ট' 2021 বাজেট অধিবেশনে ভোটমুখী রাজ্যের বাসিন্দাদের খুশি করতে কোনও কসুর করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যবাসীর জন্য বাজেটে ঘোষণা করেছেন একাধিক প্রকল্প ৷ এবার রাজ্যের ক্রীড়া জগতকেও ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্যের বিভিন্ন ক্লাব থেকে প্রাক্তন খেলোয়াড়, মুখ্যমন্ত্রীর অনুদানের তালিকা থেকে বাদ যায়নি কেউই৷ আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে খেলাশ্রী সম্মান প্রদানের অনুষ্ঠানমঞ্চে ভাষণ রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রায় 25 মিনিটের ভাষণে 16 জন ক্রীড়াবিদকে 'খেল সম্মান', 26 জনকে 'বাংলার গৌরব', সাত জনকে ক্রীড়া গুরু ও একজনকে জীবনকৃতি সম্মান প্রদান করেন মমতা ৷

পাশাপাশি, সভামঞ্চ থেকে 8 হাজার 229টি ক্লাবকে 82 কোটি 89 লাখ টাকা অনুদান প্রদান ৷ রাজ্যে 947টি স্পোর্টস কোচিং ক্যাম্পকে এক লাখ টাকা করে আর্থিক সাহায্য ৷ রাজ্যস্তরের 34টি স্পোর্টস অ্যাসোসিয়েশনকে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদান ৷ হকির জন্য 20 কোটি টাকা অনুমোদন ৷ রাজ্যে 17টি নতুন যুব আবাস ৷ 34টি স্টেডিয়াম ৷ 703টি মিনি ইনডোর স্টিডিয়াম ৷ 26 হাজার ক্লাবকে আর্থিক সাহায্য করার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপরই মমতা বলেন, "রাজ্যের ক্লাবগুলিকে সাহায্য করা নিয়ে অনেক বাবুদের অনেক রাগ আছে৷ আমি শুধু বলব ক্লাবগুলিকে সাহায্য করলে রাগের কারণ থাকতে পারে না ৷" স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, "এই ক্লাবগুলিই মানুষের বিপদে পাশে দাঁড়ায় ৷ যখন আমফানে তোলপাড় সারা রাজ্য, তখন আমি নবান্নে, বাড়িটা হিলছিল ৷ তখন ক্লাবগুলিকে সঙ্গে নিয়েই পুলিশ, প্রশাসন এই মানুষগুলির সাহায্য করেছে৷"

আরও পড়ুন : জয় নিয়ে নিশ্চিত মমতা, বিধানসভায় নিশানা কেন্দ্রকে

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যজুড়ে 53টি উদ্বোধন অনুষ্ঠান হয়েছে৷ এই উদ্বোধনগুলির সঙ্গে ইন্ডাস্ট্রি, শিল্প, কর্মসংস্থানের সঙ্গে একটা বিরাট সম্পর্ক রয়েছে৷ এই উদ্বোধনগুলি শুধুমাত্র বাসস্ট্যান্ড নয়৷ পুরুলিয়ার রঘুনাথপুরে নতুন শিল্পনগরী হচ্ছে ৷ 'জঙ্গলমহল শিল্পনগরী' ৷ সেখানে প্রায় 62 হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে খেলাশ্রী মঞ্চ থেকে৷" পাশাপাশি আজকের মঞ্চ থেকে 72 হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে বলেও জানান তিনি ৷ এই প্রকল্পগুলিতে 3 লাখ 29 হাজার যুবক-যুবতির চাকরি, কর্মসংস্থান তৈরি হবে বলেও আজ দাবি করেন মমতা৷ পাশাপাশি তিনি বলেন, "সমস্ত রকমের বিনিয়োগের জন্য সব থেকে বড় দরজা বাংলা ৷ বাংলায় আজকে সারা পৃথিবীর গন্তব্যস্থল ৷"

আগামী 5 বছরে রাজ্যে আরও দেড় কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "সারা ভারতের যখন 40 শতাংশ বেকারত্ব বেড়েছে তখন বাংলায় 40 শতাংশ দারিদ্রতা কমেছে ৷" তথ্যের সত্যতা প্রমাণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এই তথ্য রাজ্য সরকারের নয় ৷ ভারত সরকারের ৷" পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন মমতা ৷ বলেন, "যাঁরা বাংলায় এসে মিথ্যা কথা বলে তোতাপাখির বুলি বলেন, তাঁদের একথা জানা উচিত, এগুলি কাগজে-কলমে বাস্তবায়িত ৷"

আরও পড়ুন : কাল জনসভা মমতার, প্রস্তুতি চলছে বহরমপুরে

মুখ্যমন্ত্রী আজ বলেন, "আমরা চাই বাংলার ফুটবলগুলি সারা বিশ্বকে নাড়া দিক ৷ আজকে জার্মান, ব্রাজ়িল, অস্ট্রেলিয়া একদিনে তৈরি হয়নি ৷ আমাদের ছেলে-মেয়েদের দক্ষতা আছে৷ খেলাধুলোটা একটা ছাতা৷ এই ছাতার মাথাটা খুব বড় ৷" এরপরই সভামঞ্চ থেকে বলেন, "আমি তো মনে করি, যাঁরা ট্রেনিং নিয়ে যুদ্ধে যায় তাঁদের থেকে বেশি ভালো যুদ্ধ করতে পারেন খেলোয়াড়রা ৷ তার কারণ তাঁরা এতটাই শারীরিকভাবে ফিট ৷ তাঁরা আগামী পা কী করে চলবে সেটাও পা ফেলতে ফেলতে দেখে নেয় ৷ তা সে ফুটবলেই হোক বা ক্রিকেটে ৷ কারোর হাত চলে বা কারোর পা ৷" পাশাপাশি, মঞ্চ থেকেই 2 হাজারের উপর রাজ্যের প্রাক্তন খেলোয়াড়দের 1 হাজার টাকা করে পেনশন দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "এটা টাকা না ৷ সম্মান ৷"

Last Updated : Feb 8, 2021, 6:13 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.