কলকাতা, 23 এপ্রিল : কোভিশিল্ডের আরও 5 লাখ ডোজ় আসছে রাজ্যে ৷ বাগবাজার সেন্ট্রাল স্টোরেজে রাখা হবে এই ভ্যাকসিন ৷
মমতা যখন বার বার এইভাবে অভিযোগ তুলছেন, তখন কেন্দ্রের থেকে আরও 5 লাখ কোভিশিল্ডের ডোজ় পাঠানো হচ্ছে রাজ্যকে ৷ কেন্দ্রের তরফে সম্প্রতি ঘোষণা করা হয়েছে, দেশে যে পরিমাণ করোনার টিকা তৈরি হবে, তার 50 শতাংশ কেন্দ্রকে দেওয়া হবে এবং বাকি 50 শতাংশ অন্যত্র দেওয়া হবে ৷
এছাড়া বাইরে থেকে আমদানি করা সম্পূর্ণভাবে প্রস্তুত টিকাও খোলা বাজারে ব্যবহার করা যাবে ৷ এই খোলা বাজারে বিক্রি হওয়া টিকা রাজ্যগুলিও কিনতে পারবে ৷