ETV Bharat / state

লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি রাজ্য, বিভ্রান্তিকর গল্প রটছে; জানাল স্বরাষ্ট্রদপ্তর - West Bengal Government did not take any decision for lockdown

31 মে শেষ হতে চলেছে চতুর্থ দফার লকডাউন । লকডাউন 5.0 শুরু হবে কি না তা নিয়ে কেন্দ্রের বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফেও কিছু জানানো হয়নি । পঞ্চম দফার লকডাউন নিয়ে যে সমস্ত খবর সোশাল মিডিয়ায় বা বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়েছে, তা সবই মিথ্যে বলে আগেই জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । আজ একই কথা স্বরাষ্ট্র দপ্তরের তরফেও জানানো হল ।

নবান্ন
নবান্ন
author img

By

Published : May 28, 2020, 11:29 PM IST

কলকাতা, 28 মে : লকডাউন বাড়ানোর কোনও সিদ্ধান্ত রাজ্য সরকার নেয়নি । আজ একথা জানানো হল স্বরাষ্ট্র দপ্তরের তরফে । সঙ্গে জানিয়ে দেওয়া হয়, এ বিষয়ে কেন্দ্রের কাছে কোনওরকম সুপারিশও করা হয়নি রাজ্যের তরফে । এটা নিয়ে ভুয়ো, বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে ।

স্বরাষ্ট্র দপ্তরের তরফে আজ এই বিষয়ে টুইট করা হয় । লেখা হয়, "পশ্চিমবঙ্গ সরকার এর মাধ্যমে স্পষ্ট করছে যে, কিছু ভুয়ো/ বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে কিন্তু রাজ্য লকডাউন বাড়াতে বা বিধিনিষেধ জারি করতে কোনও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেনি বা সুপারিশও করেনি । রাজ্যের মুখ্যসচিবও কোনও জায়গায় এ বিষয়ে কোনও মতামত প্রকাশ করেনি ।"

  • GOWB hereby clarifies that,contrary to some fake/misleading gossips in circulation,State has not decided or recommended any particular measure regarding extension of lockdown or regarding any restrictions.State Chief Secy did not articulate any view in this regard at any platform

    — HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) May 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে গত দু'মাস ধরে লকডাউন চলছে । প্রথম তিন দফায় কড়াভাবে বিধিনিষেধ মানা হলেও চতুর্থ দফায় বেশ কিছু ছাড় দেওয়া হয় । ইতিমধ্যে বিশেষ ট্রেন পরিষেবা, বাস পরিষেবা ও অন্তর্দেশীয় বিমান পরিষেবাও চালু হয়েছে ।

রাজ্যে ইতিমধ্যে স্যালঁ বা বিউটি পার্লার, ছোটো ছোটো দোকান, কারখানা, মদের দোকান খুলেছে । কলকাতায় অটো, সরকারি বাস পরিষেবাও শুরু হয়েছে । আজ থেকে রাজ্যে বিমান পরিষেবাও চালু হয়েছে ।

এদিকে 31 মে শেষ হতে চলেছে চতুর্থ দফার লকডাউন । লকডাউন 5.0 শুরু হবে কি না তা নিয়ে কেন্দ্রের বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফেও কিছু জানানো হয়নি । পঞ্চম দফার লকডাউন নিয়ে যে সমস্ত খবর সোশাল মিডিয়ায় বা বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়েছে, তা সবই মিথ্যে বলে আগেই জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । আজ একই কথা স্বরাষ্ট্র দপ্তরের তরফেও জানানো হল ।

কলকাতা, 28 মে : লকডাউন বাড়ানোর কোনও সিদ্ধান্ত রাজ্য সরকার নেয়নি । আজ একথা জানানো হল স্বরাষ্ট্র দপ্তরের তরফে । সঙ্গে জানিয়ে দেওয়া হয়, এ বিষয়ে কেন্দ্রের কাছে কোনওরকম সুপারিশও করা হয়নি রাজ্যের তরফে । এটা নিয়ে ভুয়ো, বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে ।

স্বরাষ্ট্র দপ্তরের তরফে আজ এই বিষয়ে টুইট করা হয় । লেখা হয়, "পশ্চিমবঙ্গ সরকার এর মাধ্যমে স্পষ্ট করছে যে, কিছু ভুয়ো/ বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে কিন্তু রাজ্য লকডাউন বাড়াতে বা বিধিনিষেধ জারি করতে কোনও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেনি বা সুপারিশও করেনি । রাজ্যের মুখ্যসচিবও কোনও জায়গায় এ বিষয়ে কোনও মতামত প্রকাশ করেনি ।"

  • GOWB hereby clarifies that,contrary to some fake/misleading gossips in circulation,State has not decided or recommended any particular measure regarding extension of lockdown or regarding any restrictions.State Chief Secy did not articulate any view in this regard at any platform

    — HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) May 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে গত দু'মাস ধরে লকডাউন চলছে । প্রথম তিন দফায় কড়াভাবে বিধিনিষেধ মানা হলেও চতুর্থ দফায় বেশ কিছু ছাড় দেওয়া হয় । ইতিমধ্যে বিশেষ ট্রেন পরিষেবা, বাস পরিষেবা ও অন্তর্দেশীয় বিমান পরিষেবাও চালু হয়েছে ।

রাজ্যে ইতিমধ্যে স্যালঁ বা বিউটি পার্লার, ছোটো ছোটো দোকান, কারখানা, মদের দোকান খুলেছে । কলকাতায় অটো, সরকারি বাস পরিষেবাও শুরু হয়েছে । আজ থেকে রাজ্যে বিমান পরিষেবাও চালু হয়েছে ।

এদিকে 31 মে শেষ হতে চলেছে চতুর্থ দফার লকডাউন । লকডাউন 5.0 শুরু হবে কি না তা নিয়ে কেন্দ্রের বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফেও কিছু জানানো হয়নি । পঞ্চম দফার লকডাউন নিয়ে যে সমস্ত খবর সোশাল মিডিয়ায় বা বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়েছে, তা সবই মিথ্যে বলে আগেই জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । আজ একই কথা স্বরাষ্ট্র দপ্তরের তরফেও জানানো হল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.