ETV Bharat / state

Amit Mitra : রাজ্যের বকেয়া 5 হাজার কোটি মিটিয়ে দিন, নির্মলাকে 4 পাতার চিঠি অমিত মিত্রর - নির্মলা সীতারমনকে চিঠি অমিত মিত্রর

জিএসটি বাবদ রাজ্য প্রায় 4 হাজার 911 কোটি টাকা পায় কেন্দ্রের কাছে । অবিলম্বে সেই টাকা রাজ্যেকে দিয়ে দেওয়া হোক । চিঠিতে নির্মলা সীতারমনকে এই বার্তাই দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ।

অমিত মিত্র
অমিত মিত্র
author img

By

Published : Jun 5, 2021, 1:07 PM IST

Updated : Jun 5, 2021, 11:06 PM IST

কলকাতা, 5 জুন : একদিকে করোনা, অন্যদিকে যশ । জোড়া ধাক্কায় বেসামাল রাজ্য । চাপ পড়ছে রাজ্যের অর্থনীতির উপরেও । এই পরিস্থিতি রাজ্যের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমনকে (Nirmala Sitharaman) চার পাতার চিঠি পাঠালেন অমিত মিত্র (Amit Mitra) ।

গতবছরের এপ্রিল মাস থেকে চলতি বছরে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রাজ্য মিলিয়ে জিএসটি বাবদ প্রায় 63 হাজার কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে । এর মধ্যে শুধু আমাদের রাজ্যেরই বকেয়া টাকার পরিমাণ 4 হাজার 911 কোটি টাকা । অবিলম্বে সেই টাকা রাজ্যেকে দিয়ে দেওয়া হোক । চিঠিতে নির্মলা সীতারমনকে এই বার্তাই দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ।

একইসঙ্গে রাজ্যগুলিকে জিএসটি তহবিল থেকে সংশ্লিষ্ট রাজ্যগুলি জিডিপির 5 শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার পক্ষেও সওয়াল করেন তিনি । পাশাপাশি, করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ও অন্যান্য পণ্যগুলির ক্ষেত্রে জিএসটি মকুবেরও আবেদন করেছেন তিনি চিঠিতে ।

কলকাতা, 5 জুন : একদিকে করোনা, অন্যদিকে যশ । জোড়া ধাক্কায় বেসামাল রাজ্য । চাপ পড়ছে রাজ্যের অর্থনীতির উপরেও । এই পরিস্থিতি রাজ্যের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমনকে (Nirmala Sitharaman) চার পাতার চিঠি পাঠালেন অমিত মিত্র (Amit Mitra) ।

গতবছরের এপ্রিল মাস থেকে চলতি বছরে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রাজ্য মিলিয়ে জিএসটি বাবদ প্রায় 63 হাজার কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে । এর মধ্যে শুধু আমাদের রাজ্যেরই বকেয়া টাকার পরিমাণ 4 হাজার 911 কোটি টাকা । অবিলম্বে সেই টাকা রাজ্যেকে দিয়ে দেওয়া হোক । চিঠিতে নির্মলা সীতারমনকে এই বার্তাই দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ।

একইসঙ্গে রাজ্যগুলিকে জিএসটি তহবিল থেকে সংশ্লিষ্ট রাজ্যগুলি জিডিপির 5 শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার পক্ষেও সওয়াল করেন তিনি । পাশাপাশি, করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ও অন্যান্য পণ্যগুলির ক্ষেত্রে জিএসটি মকুবেরও আবেদন করেছেন তিনি চিঠিতে ।

Last Updated : Jun 5, 2021, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.