ETV Bharat / state

বাংলায় জয়েন্টের জন্য আবেদনই করেনি রাজ্য, জানাল NTA - West Bengal did not request to make JEE paper in Bengali

বাংলা ভাষায় কেন হবে না জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ? এই নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ আজ এর উত্তরে প্রেস বিবৃতি জারি করল NTA ৷ জানালো, বাংলায় পরীক্ষা হওয়ার জন্য আবেদনই করেনি রাজ্য ৷ যদিও মুখ্যমন্ত্রীর দাবি বাংলায় জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষা চালুর জন্য দু'মাস আগে রাজ্য শিক্ষাদপ্তর NTA-র কাছে আবেদন করেছিল ৷ কিন্তু কোনও উত্তর আসেনি ৷

dd
author img

By

Published : Nov 7, 2019, 7:00 PM IST

Updated : Nov 7, 2019, 8:48 PM IST

দিল্লি ও কলকাতা , 7 নভেম্বর : জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষায় বাংলায় প্রশ্নপত্র কেন হবে না, তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সরব হয়েছেন । এই প্রসঙ্গে আজ NTA (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) পালটা দাবি করে জানাল, বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে কোনও আবেদন করা হয়নি ।

ইংরেজি ও হিন্দির পর গুজরাতি ভাষায় জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষা হচ্ছে ৷ এই বিষয়ে কয়েক দিন আগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেছিলেন , "শুধু গুজরাতি কেন ? অন্য আঞ্চলিক ভাষাগুলিকে কেন উপেক্ষা করা হচ্ছে? " আজ প্রেস বিবৃতি জারি করেছে NTA (ন্যাশানাল টেস্টিং এজেন্সি) জানায়, বাংলা ভাষায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য রাজ্য সরকার আবেদনই করেনি ৷ যদিও মুখ্যমন্ত্রীর দাবি বাংলায় জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষা চালুর জন্য দু'মাস আগে রাজ্য শিক্ষাদপ্তর NTA-র কাছে আবেদন করেছিল ৷ কিন্তু কোনও উত্তর আসেনি ৷

আজ প্রেস বিবৃতিতে NTA জানিয়েছে, "2013 সাল থেকে আঞ্চলিক ভাষায় জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষা চালুর পরিকল্পনা করা হয় ৷ এই বার্তা প্রত্যেক রাজ্যকেই পাঠানো হয়েছিল ৷ গুজরাত প্রথমে বিষয়টিতে সম্মতি জানিয়ে অনুরোধ করে যাতে পরীক্ষার প্রশ্নপত্র সেই রাজ্যের ভাষায় করা হয় ৷ 2013 সালে মহারাষ্ট্র একই আবেদন জানায় ৷ মহারাষ্ট্র তাদের আবেদনে অনুরোধ করেছিল পরীক্ষার প্রশ্নপত্র যেন মারাঠির পাশাপাশি উর্দুতেও করা হয় ৷

nta
NTA-র প্রেস বিবৃতি

পরবর্তীতে 2016 সালে এই দুই রাজ্যই তাদের আবেদন ফিরিয়ে নেয় ৷ তাই মারাঠি ও উর্দু ভাষায় প্রশ্নপত্র তৈরি বন্ধ হয়ে যায় ৷ কিন্তু আবেদন ফিরিয়ে নিলেও গুজরাত সরকারের বিশেষ অনুরোধে প্রশ্নপত্র গুজরাতিতে করার প্রক্রিয়া জারি রয়েছে । এছাড়া অন্য কোনও রাজ্য এই প্রস্তাবে আগ্রহ দেখায়নি ৷ "

মুখ্যমন্ত্রী আজ সাংবাদিক বৈঠকে বলেন, "বাংলায় জয়েন্ট এন্ট্রান্স চালু করা হোক ৷ এই বিষয়ে রাজ্যের শিক্ষাদপ্তর থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে চিঠি পাঠানো হয়েছিল ৷ কিন্তু কোনও উত্তর আসেনি ৷ "

মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল টুইটারে লিখেছিলেন, "আমি গুজরাতি ভাষা ভালোবাসি ৷ কিন্তু অন্য আঞ্চলিক ভাষাগুলি এত উপেক্ষিত কেন ? কেন তাঁদের উপর এই অবিচার ৷ যদি জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ক্ষেত্রে গুজরাতিতে প্রশ্ন করা হয়, তাহলে বাংলা সহ সমস্ত আঞ্চলিক ভাষাতেও প্রশ্নপত্র তৈরি করতে হবে ৷"

দিল্লি ও কলকাতা , 7 নভেম্বর : জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষায় বাংলায় প্রশ্নপত্র কেন হবে না, তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সরব হয়েছেন । এই প্রসঙ্গে আজ NTA (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) পালটা দাবি করে জানাল, বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে কোনও আবেদন করা হয়নি ।

ইংরেজি ও হিন্দির পর গুজরাতি ভাষায় জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষা হচ্ছে ৷ এই বিষয়ে কয়েক দিন আগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেছিলেন , "শুধু গুজরাতি কেন ? অন্য আঞ্চলিক ভাষাগুলিকে কেন উপেক্ষা করা হচ্ছে? " আজ প্রেস বিবৃতি জারি করেছে NTA (ন্যাশানাল টেস্টিং এজেন্সি) জানায়, বাংলা ভাষায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য রাজ্য সরকার আবেদনই করেনি ৷ যদিও মুখ্যমন্ত্রীর দাবি বাংলায় জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষা চালুর জন্য দু'মাস আগে রাজ্য শিক্ষাদপ্তর NTA-র কাছে আবেদন করেছিল ৷ কিন্তু কোনও উত্তর আসেনি ৷

আজ প্রেস বিবৃতিতে NTA জানিয়েছে, "2013 সাল থেকে আঞ্চলিক ভাষায় জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষা চালুর পরিকল্পনা করা হয় ৷ এই বার্তা প্রত্যেক রাজ্যকেই পাঠানো হয়েছিল ৷ গুজরাত প্রথমে বিষয়টিতে সম্মতি জানিয়ে অনুরোধ করে যাতে পরীক্ষার প্রশ্নপত্র সেই রাজ্যের ভাষায় করা হয় ৷ 2013 সালে মহারাষ্ট্র একই আবেদন জানায় ৷ মহারাষ্ট্র তাদের আবেদনে অনুরোধ করেছিল পরীক্ষার প্রশ্নপত্র যেন মারাঠির পাশাপাশি উর্দুতেও করা হয় ৷

nta
NTA-র প্রেস বিবৃতি

পরবর্তীতে 2016 সালে এই দুই রাজ্যই তাদের আবেদন ফিরিয়ে নেয় ৷ তাই মারাঠি ও উর্দু ভাষায় প্রশ্নপত্র তৈরি বন্ধ হয়ে যায় ৷ কিন্তু আবেদন ফিরিয়ে নিলেও গুজরাত সরকারের বিশেষ অনুরোধে প্রশ্নপত্র গুজরাতিতে করার প্রক্রিয়া জারি রয়েছে । এছাড়া অন্য কোনও রাজ্য এই প্রস্তাবে আগ্রহ দেখায়নি ৷ "

মুখ্যমন্ত্রী আজ সাংবাদিক বৈঠকে বলেন, "বাংলায় জয়েন্ট এন্ট্রান্স চালু করা হোক ৷ এই বিষয়ে রাজ্যের শিক্ষাদপ্তর থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে চিঠি পাঠানো হয়েছিল ৷ কিন্তু কোনও উত্তর আসেনি ৷ "

মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল টুইটারে লিখেছিলেন, "আমি গুজরাতি ভাষা ভালোবাসি ৷ কিন্তু অন্য আঞ্চলিক ভাষাগুলি এত উপেক্ষিত কেন ? কেন তাঁদের উপর এই অবিচার ৷ যদি জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ক্ষেত্রে গুজরাতিতে প্রশ্ন করা হয়, তাহলে বাংলা সহ সমস্ত আঞ্চলিক ভাষাতেও প্রশ্নপত্র তৈরি করতে হবে ৷"

Mumbai, Nov 07 (ANI): While addressing a press conference in Mumbai, Maharashtra Finance Minister Sudhir Mungantiwar on Thursday said that the party want to run a strong and stable government in Maharashtra and party wish to form the government with Shiv Sena. On being asked if BJP will stake claim to form the government in Maharashtra, Mungantiwar said, "As of now we have no such plan." He further said, "Uddhav Thackeray had himself earlier said that Devendra Fadnavis is also a Shiv Sainik."
Last Updated : Nov 7, 2019, 8:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.