দিল্লি ও কলকাতা , 7 নভেম্বর : জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষায় বাংলায় প্রশ্নপত্র কেন হবে না, তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সরব হয়েছেন । এই প্রসঙ্গে আজ NTA (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) পালটা দাবি করে জানাল, বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে কোনও আবেদন করা হয়নি ।
ইংরেজি ও হিন্দির পর গুজরাতি ভাষায় জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষা হচ্ছে ৷ এই বিষয়ে কয়েক দিন আগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেছিলেন , "শুধু গুজরাতি কেন ? অন্য আঞ্চলিক ভাষাগুলিকে কেন উপেক্ষা করা হচ্ছে? " আজ প্রেস বিবৃতি জারি করেছে NTA (ন্যাশানাল টেস্টিং এজেন্সি) জানায়, বাংলা ভাষায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য রাজ্য সরকার আবেদনই করেনি ৷ যদিও মুখ্যমন্ত্রীর দাবি বাংলায় জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষা চালুর জন্য দু'মাস আগে রাজ্য শিক্ষাদপ্তর NTA-র কাছে আবেদন করেছিল ৷ কিন্তু কোনও উত্তর আসেনি ৷
আজ প্রেস বিবৃতিতে NTA জানিয়েছে, "2013 সাল থেকে আঞ্চলিক ভাষায় জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষা চালুর পরিকল্পনা করা হয় ৷ এই বার্তা প্রত্যেক রাজ্যকেই পাঠানো হয়েছিল ৷ গুজরাত প্রথমে বিষয়টিতে সম্মতি জানিয়ে অনুরোধ করে যাতে পরীক্ষার প্রশ্নপত্র সেই রাজ্যের ভাষায় করা হয় ৷ 2013 সালে মহারাষ্ট্র একই আবেদন জানায় ৷ মহারাষ্ট্র তাদের আবেদনে অনুরোধ করেছিল পরীক্ষার প্রশ্নপত্র যেন মারাঠির পাশাপাশি উর্দুতেও করা হয় ৷
পরবর্তীতে 2016 সালে এই দুই রাজ্যই তাদের আবেদন ফিরিয়ে নেয় ৷ তাই মারাঠি ও উর্দু ভাষায় প্রশ্নপত্র তৈরি বন্ধ হয়ে যায় ৷ কিন্তু আবেদন ফিরিয়ে নিলেও গুজরাত সরকারের বিশেষ অনুরোধে প্রশ্নপত্র গুজরাতিতে করার প্রক্রিয়া জারি রয়েছে । এছাড়া অন্য কোনও রাজ্য এই প্রস্তাবে আগ্রহ দেখায়নি ৷ "
মুখ্যমন্ত্রী আজ সাংবাদিক বৈঠকে বলেন, "বাংলায় জয়েন্ট এন্ট্রান্স চালু করা হোক ৷ এই বিষয়ে রাজ্যের শিক্ষাদপ্তর থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে চিঠি পাঠানো হয়েছিল ৷ কিন্তু কোনও উত্তর আসেনি ৷ "
মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল টুইটারে লিখেছিলেন, "আমি গুজরাতি ভাষা ভালোবাসি ৷ কিন্তু অন্য আঞ্চলিক ভাষাগুলি এত উপেক্ষিত কেন ? কেন তাঁদের উপর এই অবিচার ৷ যদি জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ক্ষেত্রে গুজরাতিতে প্রশ্ন করা হয়, তাহলে বাংলা সহ সমস্ত আঞ্চলিক ভাষাতেও প্রশ্নপত্র তৈরি করতে হবে ৷"