ETV Bharat / state

অন্তর্দেশীয় বিমান পরিষেবা বন্ধের আবেদন, মোদিকে চিঠি মমতার - corona news update

কোরোনা সংক্রমণ প্রতিরোধে এবার অন্তর্দেশীয় বিমান পরিষেবা বন্ধ করার দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 23, 2020, 2:19 PM IST

Updated : Mar 23, 2020, 4:26 PM IST

কলকাতা, 23 মার্চ : কোরোনা পরিস্থিতির মোকাবিলায় ত্রাণ তহবিল থেকে চিকিৎসকদের পুজোর পরে বাড়তি ছুটির প্রস্তাব সহ একাধিক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী । এবার অন্তর্দেশীয় বিমান চলাচল বন্ধের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

রাজ্যে এপর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 7 । কোরোনা সন্দেহে অনেককেই আইসোলেশনে রাখা হয়েছে । বিদেশ থেকে আগতদের মধ্যেই সংক্রমণের আশঙ্কা বেশি দেখা যাচ্ছে । তাই প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের সময়ই আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করার দাবি জানিয়েছিলেন মমতা । ইতিমধ্যেই বন্ধ হয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা । আজ বিকেল থেকে লকডাউন শুরু রাজ্যে । বন্ধ ট্রেন-বাস পরিষেবা । কোরোনা সংক্রমণ এড়াতে এবার অন্তর্দেশীয় বিমান পরিষেবা বন্ধের দাবি জানালেন মমতা ।

রাজ্যের প্রচুর মানুষজন কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে ভিনরাজ্য থাকেন । অনেকে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন । বিশেষ করে মহারাষ্ট্র, দিল্লি, তেলেঙ্গানা, কেরালা, রাজস্থানে পশ্চিমবঙ্গের বহু মানুষ রয়েছে । এই রাজ্যগুলিতে প্রবল হারে বাড়ছে সংক্রমণ । এই পরিস্থিতিতে অন্তর্দেশীয় বিমান পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী । প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে তিনি লেখেন, সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক অন্তর্দেশীয় বিমান পরিষেবা ।

কলকাতা, 23 মার্চ : কোরোনা পরিস্থিতির মোকাবিলায় ত্রাণ তহবিল থেকে চিকিৎসকদের পুজোর পরে বাড়তি ছুটির প্রস্তাব সহ একাধিক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী । এবার অন্তর্দেশীয় বিমান চলাচল বন্ধের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

রাজ্যে এপর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 7 । কোরোনা সন্দেহে অনেককেই আইসোলেশনে রাখা হয়েছে । বিদেশ থেকে আগতদের মধ্যেই সংক্রমণের আশঙ্কা বেশি দেখা যাচ্ছে । তাই প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের সময়ই আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করার দাবি জানিয়েছিলেন মমতা । ইতিমধ্যেই বন্ধ হয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা । আজ বিকেল থেকে লকডাউন শুরু রাজ্যে । বন্ধ ট্রেন-বাস পরিষেবা । কোরোনা সংক্রমণ এড়াতে এবার অন্তর্দেশীয় বিমান পরিষেবা বন্ধের দাবি জানালেন মমতা ।

রাজ্যের প্রচুর মানুষজন কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে ভিনরাজ্য থাকেন । অনেকে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন । বিশেষ করে মহারাষ্ট্র, দিল্লি, তেলেঙ্গানা, কেরালা, রাজস্থানে পশ্চিমবঙ্গের বহু মানুষ রয়েছে । এই রাজ্যগুলিতে প্রবল হারে বাড়ছে সংক্রমণ । এই পরিস্থিতিতে অন্তর্দেশীয় বিমান পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী । প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে তিনি লেখেন, সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক অন্তর্দেশীয় বিমান পরিষেবা ।

Last Updated : Mar 23, 2020, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.