ETV Bharat / state

গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হলে শান্তিপূর্ণ প্রতিবাদ, স্বাধীনতা দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর - India Celebrates Independence Day

দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দেশ ভাগ না করার শপথ নিতে আহ্বান জানান তিনি ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Aug 15, 2019, 9:49 AM IST

কলকাতা, 15 অগাস্ট : স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে দেশ ভাগ না করার জন্য শপথ নিতে সকলকে আহ্বান জানান তিনি ৷

আজ একাধিক টুইট করেন মুখ্যমন্ত্রী ৷ শুভেচ্ছা জানিয়ে লেখেন, "স্বাধীনতা দিবসে আমাদের মহান দেশকে প্রণাম । সকল দেশবাসী ও মহিলাদের জানাই শুভেচ্ছা ।" এরপরই অধিকার সম্পর্কে সচেতন করে দিয়ে লিখেছেন প্রতিবাদের কথা ৷ লিখেছেন, "রাজনৈতিক, অর্থনৈতিক ও মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার আমাদের সকলকে রক্ষা করতে হবে । এই অধিকার কেড়ে নেওয়া হলে তা ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হবে ৷"

  • স্বাধীনতা দিবসে আমাদের মহান দেশকে প্রণাম। সকল দেশবাসী ও মহিলাদের জানাই শুভেচ্ছা। রাজনৈতিক, অর্থনৈতিক ও মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার আমাদের সকলকে রক্ষা করতে হবে।এই অধিকার যদি কেড়ে নেওয়া হয়, আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হবে তা ফিরিয়ে নেওয়ার জন্য ১/২

    — Mamata Banerjee (@MamataOfficial) August 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ গণতন্ত্র যে অমূল্য সম্পদ তা মনে করিয়ে দিয়ে লিখেছেন, "আসুন আমরা শপথ নিই যে দেশকে ভাগ করব না ৷ বরং ঐক্য বজায় রাখব । জাতি-ধর্ম নির্বিশেষে আমরা সকলে ভারতীয় । আমাদের সংবিধানের প্রণেতারা ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন ৷"

  • গণতন্ত্র আমাদের এক অমূল্য সম্পদ। আসুন আমরা শপথ নিই যে আমরা দেশকে ভাগ করব না, বরং ঐক্য বজায় রাখবো। জাতি-ধর্ম নির্বিশেষে আমরা সকলে ভারতীয়। আমাদের সংবিধানের প্রণেতারা ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন ২/২

    — Mamata Banerjee (@MamataOfficial) August 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : তিন বাহিনীর সমন্বয়ে নতুন পদ চিফ অফ ডিফেন্স স্টাফ, ঘোষণা প্রধানমন্ত্রী

কলকাতা, 15 অগাস্ট : স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে দেশ ভাগ না করার জন্য শপথ নিতে সকলকে আহ্বান জানান তিনি ৷

আজ একাধিক টুইট করেন মুখ্যমন্ত্রী ৷ শুভেচ্ছা জানিয়ে লেখেন, "স্বাধীনতা দিবসে আমাদের মহান দেশকে প্রণাম । সকল দেশবাসী ও মহিলাদের জানাই শুভেচ্ছা ।" এরপরই অধিকার সম্পর্কে সচেতন করে দিয়ে লিখেছেন প্রতিবাদের কথা ৷ লিখেছেন, "রাজনৈতিক, অর্থনৈতিক ও মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার আমাদের সকলকে রক্ষা করতে হবে । এই অধিকার কেড়ে নেওয়া হলে তা ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হবে ৷"

  • স্বাধীনতা দিবসে আমাদের মহান দেশকে প্রণাম। সকল দেশবাসী ও মহিলাদের জানাই শুভেচ্ছা। রাজনৈতিক, অর্থনৈতিক ও মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার আমাদের সকলকে রক্ষা করতে হবে।এই অধিকার যদি কেড়ে নেওয়া হয়, আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হবে তা ফিরিয়ে নেওয়ার জন্য ১/২

    — Mamata Banerjee (@MamataOfficial) August 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ গণতন্ত্র যে অমূল্য সম্পদ তা মনে করিয়ে দিয়ে লিখেছেন, "আসুন আমরা শপথ নিই যে দেশকে ভাগ করব না ৷ বরং ঐক্য বজায় রাখব । জাতি-ধর্ম নির্বিশেষে আমরা সকলে ভারতীয় । আমাদের সংবিধানের প্রণেতারা ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন ৷"

  • গণতন্ত্র আমাদের এক অমূল্য সম্পদ। আসুন আমরা শপথ নিই যে আমরা দেশকে ভাগ করব না, বরং ঐক্য বজায় রাখবো। জাতি-ধর্ম নির্বিশেষে আমরা সকলে ভারতীয়। আমাদের সংবিধানের প্রণেতারা ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন ২/২

    — Mamata Banerjee (@MamataOfficial) August 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : তিন বাহিনীর সমন্বয়ে নতুন পদ চিফ অফ ডিফেন্স স্টাফ, ঘোষণা প্রধানমন্ত্রী

New Delhi, Aug 15 (ANI): Union Defence Minister Rajnath Singh hoisted tricolour in the national capital on August 15. The event took place at his residence. He unfurled the national flag on the occasion of Independence Day. The nation is celebrating its 73rd Independence Day on August 15. A horizontal rectangular tricolour of saffron, white and green with the Ashoka Chakra at its centre, the Indian flag is described in the constitution as a symbol of hopes and aspirations of the people of India.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.