ETV Bharat / state

Fake Vaccination : নগরপালকে ফোন মমতার, নিরপেক্ষ তদন্তের নির্দেশ - impartial Investigation over fake vaccination drive

দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷

fake vaccination drive
ছবি
author img

By

Published : Jun 26, 2021, 10:11 PM IST

কলকাতা, 26 জুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে নিরপেক্ষ তদন্ত চান মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই এই ঘটনায় সুর চড়িয়েছে বিরোধীরা । বিশেষ করে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা । তাই বিরোধীদের হাতে নতুন করে অস্ত্র তুলে দিতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সামনেই পৌরভোট ৷ মূলত এই ভ্যাকসিন ইস্যুকে সামনে রেখেই বিরোধীরা নিজেদের সমর্থন ফিরে পেতে পারে । আর এটি খুব ভালই বোঝেন বাংলার প্রশাসনিক প্রধান ৷ তাই কলকাতার পুলিশ কমিশনারকে তিনি নির্দেশ দিয়েছেন ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে ।

তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নিজে ফোন করে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে নির্দেশ দিয়েছেন এই ঘটনায় ধৃত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করতে । একইভাবে দলের সমস্ত নেতা-মন্ত্রী, যাঁদের সঙ্গে দেবাঞ্জন দেবের ছবি প্রকাশ্যে দেখা গিয়েছে, তাঁদের দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এই প্রতারকের বিরুদ্ধে থানায় এফআইআর করতে । সেইমতো ইতিমধ্যেই শান্তনু সেন, লাভলী মৈত্র, তাপস রায়রা দেবাঞ্জনের বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন ।

তৃণমূল মুখপাত্র তাপস রায় স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দলের সঙ্গে প্রতারকের কোনও যোগ নেই । তিনি ব্যক্তিগতভাবে দেবাঞ্জন দেবকে কোনওদিন দেখেননি বলে দাবি করেছেন । তিনি বলেন, "যখনই জানতে পেরেছি আমার নাম ব্যবহার করা হয়েছে, তখনই আমি পুলিশের সাহায্য নিয়েছে । এবার যা করার পুলিশই করবে ।"

আরও পড়ুন : সারদার সুদীপ্ত সেনের পথে হেঁটেই কি প্রতারণার জাল বিস্তার দেবাঞ্জনের ?

এদিকে ভুয়ো ভ্যাকসিন বিতর্ক প্রকাশ্যে আসতেই কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । আজ স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, এখন থেকে আর যত্রতত্র ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজন করা যাবে না । যেখানে ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হবে, সেখানে আগে জেলাশাসক এবং জেলার সিএমওএইচের অনুমোদন নিতে হবে । একইসঙ্গে নিতে হবে পুলিশের অনুমতিও ।

এখানেই শেষ নয়, যেখানে ভ্যাকসিনেশন চলছে, সেখানে সেন্টারের বাইরে সরকারের দেওয়া সিসি নম্বর টাঙানো থাকতে হবে । আর শুধু তাই নয়, প্রত্যেককে ভ্যাকসিন দেওয়ার আগে তাঁর নাম কোউইন অ্যাপে অন্তর্ভুক্ত করতে হবে । মোটের উপর ভুয়ো ভ্যাকসিনের ঘটনা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার ।

কলকাতা, 26 জুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে নিরপেক্ষ তদন্ত চান মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই এই ঘটনায় সুর চড়িয়েছে বিরোধীরা । বিশেষ করে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা । তাই বিরোধীদের হাতে নতুন করে অস্ত্র তুলে দিতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সামনেই পৌরভোট ৷ মূলত এই ভ্যাকসিন ইস্যুকে সামনে রেখেই বিরোধীরা নিজেদের সমর্থন ফিরে পেতে পারে । আর এটি খুব ভালই বোঝেন বাংলার প্রশাসনিক প্রধান ৷ তাই কলকাতার পুলিশ কমিশনারকে তিনি নির্দেশ দিয়েছেন ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে ।

তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নিজে ফোন করে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে নির্দেশ দিয়েছেন এই ঘটনায় ধৃত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করতে । একইভাবে দলের সমস্ত নেতা-মন্ত্রী, যাঁদের সঙ্গে দেবাঞ্জন দেবের ছবি প্রকাশ্যে দেখা গিয়েছে, তাঁদের দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এই প্রতারকের বিরুদ্ধে থানায় এফআইআর করতে । সেইমতো ইতিমধ্যেই শান্তনু সেন, লাভলী মৈত্র, তাপস রায়রা দেবাঞ্জনের বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন ।

তৃণমূল মুখপাত্র তাপস রায় স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দলের সঙ্গে প্রতারকের কোনও যোগ নেই । তিনি ব্যক্তিগতভাবে দেবাঞ্জন দেবকে কোনওদিন দেখেননি বলে দাবি করেছেন । তিনি বলেন, "যখনই জানতে পেরেছি আমার নাম ব্যবহার করা হয়েছে, তখনই আমি পুলিশের সাহায্য নিয়েছে । এবার যা করার পুলিশই করবে ।"

আরও পড়ুন : সারদার সুদীপ্ত সেনের পথে হেঁটেই কি প্রতারণার জাল বিস্তার দেবাঞ্জনের ?

এদিকে ভুয়ো ভ্যাকসিন বিতর্ক প্রকাশ্যে আসতেই কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । আজ স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, এখন থেকে আর যত্রতত্র ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজন করা যাবে না । যেখানে ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হবে, সেখানে আগে জেলাশাসক এবং জেলার সিএমওএইচের অনুমোদন নিতে হবে । একইসঙ্গে নিতে হবে পুলিশের অনুমতিও ।

এখানেই শেষ নয়, যেখানে ভ্যাকসিনেশন চলছে, সেখানে সেন্টারের বাইরে সরকারের দেওয়া সিসি নম্বর টাঙানো থাকতে হবে । আর শুধু তাই নয়, প্রত্যেককে ভ্যাকসিন দেওয়ার আগে তাঁর নাম কোউইন অ্যাপে অন্তর্ভুক্ত করতে হবে । মোটের উপর ভুয়ো ভ্যাকসিনের ঘটনা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.