ETV Bharat / state

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ - মাধ্যমিকের ফলাফল ২০২০

সকাল সাড়ে 10 টা থেকে www.wbbse.org, http://wbresults.nic.in, www.exametc.com ও www.indiaresults.com -এই ওয়েবসাইটগুলিতে জানা যাবে ফলাফল ।

Class 10 result
মাধ্যমিক
author img

By

Published : Jul 15, 2020, 4:56 AM IST

কলকাতা, 15 জুলাই : মাধ্যমিকের ফলপ্রকাশ । আজ সকাল 10 টা নাগাদ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৷ তবে কোরোনার কারণে আজই মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবে না ছাত্র-ছাত্রীরা ৷

চলতি বছরে মাধ‍্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 18 ফেব্রুয়ারি । শেষ হয়েছিল 27 ফেব্রুয়ারি‌ । রাজ্যজুড়ে মোট 10 লাখ 15 হাজার 888 জন‌‌ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল । কোরোনা আবহে দীর্ঘদিন ধরে থমকে ছিল ফলপ্রকাশের প্রক্রিয়া । অবশেষে পরীক্ষা শেষ হওয়ার প্রায় সাড়ে চার মাস পর প্রকাশিত হচ্ছে ফলাফল । ''গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মাধ্যমিকের সবকটি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছিল । তাই মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা প্রকাশ করা হবে আগামীকাল ।''

আজ ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । সাড়ে 10টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট-সহ বিভিন্ন ওয়েবসাইটে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা । এই বিষয়ে গতকাল পর্যদ সভাপতি জানান, "কাল আমরা ফলপ্রকাশ করব । কিন্তু, এখনই মার্কশিট, সার্টিফিকেট ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিতে পারব না । আমাদের একটু সময় দিতে হবে । মার্কশিট বিতরণের আগে প্রত্যেকটা স্কুল জীবাণুমুক্ত করা দরকার। মিড-ডে মিলের খাদ্যসামগ্রী যেমন অভিভাবকরা এসে নিয়ে যান, সেভাবে তাঁরা পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখিয়ে মার্কশিট ও সার্টিফিকেট নিয়ে যাবেন ।"

কোন কোন ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা তার তালিকাও দিয়ে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। www.wbbse.org, http://wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com -এ গিয়ে নিজেদের রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা । SMS-এর মাধ্যমেও ফলাফল জানা যাবে । তার জন্য 5676750 নম্বরে WB10 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে । www.exametc.com -এ গিয়ে মোবাইল নম্বর ও রোল নম্বর দিয়ে আগে থেকে রেজিস্টার করে নিলে ফল প্রকাশের পর বিনামূল্যে SMS-এর মাধ্যমেও ফলাফল জানা যাবে । এছাড়া অ্যাপের মাধ্যমে ফলাফল দেখার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে 'Madhyamik Results 2020' অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারে পরীক্ষার্থীরা ।

কলকাতা, 15 জুলাই : মাধ্যমিকের ফলপ্রকাশ । আজ সকাল 10 টা নাগাদ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৷ তবে কোরোনার কারণে আজই মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবে না ছাত্র-ছাত্রীরা ৷

চলতি বছরে মাধ‍্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 18 ফেব্রুয়ারি । শেষ হয়েছিল 27 ফেব্রুয়ারি‌ । রাজ্যজুড়ে মোট 10 লাখ 15 হাজার 888 জন‌‌ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল । কোরোনা আবহে দীর্ঘদিন ধরে থমকে ছিল ফলপ্রকাশের প্রক্রিয়া । অবশেষে পরীক্ষা শেষ হওয়ার প্রায় সাড়ে চার মাস পর প্রকাশিত হচ্ছে ফলাফল । ''গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মাধ্যমিকের সবকটি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছিল । তাই মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা প্রকাশ করা হবে আগামীকাল ।''

আজ ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । সাড়ে 10টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট-সহ বিভিন্ন ওয়েবসাইটে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা । এই বিষয়ে গতকাল পর্যদ সভাপতি জানান, "কাল আমরা ফলপ্রকাশ করব । কিন্তু, এখনই মার্কশিট, সার্টিফিকেট ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিতে পারব না । আমাদের একটু সময় দিতে হবে । মার্কশিট বিতরণের আগে প্রত্যেকটা স্কুল জীবাণুমুক্ত করা দরকার। মিড-ডে মিলের খাদ্যসামগ্রী যেমন অভিভাবকরা এসে নিয়ে যান, সেভাবে তাঁরা পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখিয়ে মার্কশিট ও সার্টিফিকেট নিয়ে যাবেন ।"

কোন কোন ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা তার তালিকাও দিয়ে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। www.wbbse.org, http://wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com -এ গিয়ে নিজেদের রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা । SMS-এর মাধ্যমেও ফলাফল জানা যাবে । তার জন্য 5676750 নম্বরে WB10 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে । www.exametc.com -এ গিয়ে মোবাইল নম্বর ও রোল নম্বর দিয়ে আগে থেকে রেজিস্টার করে নিলে ফল প্রকাশের পর বিনামূল্যে SMS-এর মাধ্যমেও ফলাফল জানা যাবে । এছাড়া অ্যাপের মাধ্যমে ফলাফল দেখার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে 'Madhyamik Results 2020' অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারে পরীক্ষার্থীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.