ETV Bharat / state

দিল্লিতে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক, ডাক পেলেন শুভেন্দু-রাজীবও - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহার কী কী বিষয় থাকবে, তৃণমূলকে টেক্কা দিতে 2021 এর বিধানসভা ইস্তাহার কীভাবে সাজানো হবে, সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হতে পারে আজকের বৈঠকে । বিজেপি সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে ।

West Bengal BJP
ছবি
author img

By

Published : Feb 2, 2021, 7:43 PM IST

Updated : Feb 2, 2021, 11:05 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি : 2021 এর বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে আজ দিল্লিতে বঙ্গ বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক । বৈঠকে ডাক পেলেন শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় ।

মূলত, এই বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সাধারণত সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ উপস্থিত থাকবেন । দিল্লিতে এই ধরনের সভায় এই প্রথম ডাক পেলেন শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় ।

দিল্লি যাওয়ার আগে কী বললেন রাজীব-মুকুলরা ?

আরও পড়ুন : 'তৃণমূল এখন টিকা চোর', বারুইপুরে বিস্ফোরক শুভেন্দু

রাজ্যের বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়েও পর্যালোচনা হবে । বিজেপি সূত্রে খবর, 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহার কী কী বিষয় থাকবে, তৃণমূলকে টেক্কা দিতে 2021 এর বিধানসভা ইস্তাহার কীভাবে সাজানো হবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে । 6 ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে রথযাত্রা (পরিবর্তন যাত্রা) কর্মসূচি নিয়েছে বিজেপি । বিজেপি সূত্রে খবর, উত্তরবঙ্গে বিজেপির সংগঠন মজবুত হলেও দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা ও কলকাতার শহরতলির 51 টি বিধানসভা কেন্দ্রে বিজেপি রথযাত্রা করলে কোনও বাধার সম্মুখীন হতে পারে কি না সেই নিয়েও আলোচনা হবে । তবে 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা তৈরি করার বিষয়ে কী গাইড-লাইন মানা হবে, সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হতে পারে এই বৈঠকে।

বৈঠকের বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, " এটা আমাদের রুটিং বৈঠক । বি এল সন্তোষ বেশ কিছু রুটিং কাজ দিয়ে গিয়েছিলেন । সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে ।"

কলকাতা, 2 ফেব্রুয়ারি : 2021 এর বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে আজ দিল্লিতে বঙ্গ বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক । বৈঠকে ডাক পেলেন শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় ।

মূলত, এই বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সাধারণত সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ উপস্থিত থাকবেন । দিল্লিতে এই ধরনের সভায় এই প্রথম ডাক পেলেন শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় ।

দিল্লি যাওয়ার আগে কী বললেন রাজীব-মুকুলরা ?

আরও পড়ুন : 'তৃণমূল এখন টিকা চোর', বারুইপুরে বিস্ফোরক শুভেন্দু

রাজ্যের বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়েও পর্যালোচনা হবে । বিজেপি সূত্রে খবর, 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহার কী কী বিষয় থাকবে, তৃণমূলকে টেক্কা দিতে 2021 এর বিধানসভা ইস্তাহার কীভাবে সাজানো হবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে । 6 ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে রথযাত্রা (পরিবর্তন যাত্রা) কর্মসূচি নিয়েছে বিজেপি । বিজেপি সূত্রে খবর, উত্তরবঙ্গে বিজেপির সংগঠন মজবুত হলেও দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা ও কলকাতার শহরতলির 51 টি বিধানসভা কেন্দ্রে বিজেপি রথযাত্রা করলে কোনও বাধার সম্মুখীন হতে পারে কি না সেই নিয়েও আলোচনা হবে । তবে 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা তৈরি করার বিষয়ে কী গাইড-লাইন মানা হবে, সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হতে পারে এই বৈঠকে।

বৈঠকের বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, " এটা আমাদের রুটিং বৈঠক । বি এল সন্তোষ বেশ কিছু রুটিং কাজ দিয়ে গিয়েছিলেন । সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে ।"

Last Updated : Feb 2, 2021, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.