ETV Bharat / state

Biman Banerjee: অধ্যক্ষের টেবিল পোস্ট অফিস নয়, বিজেপির মুলতুবি প্রস্তাব নিয়ে পালটা বিমান - বিজেপি

Biman Banerjee on BJPs Adjournment Motion: নারী নির্যাতন পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি ৷ অধ্যক্ষের অনুমতি না মেলায় এই নিয়ে ওয়াক আউট করে তারা ৷ বিজেপি বিধায়কদের এই আচরণের সমালোচনা করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, অধ্যক্ষের টেবিল পোস্ট অফিস নয় ৷

Biman Banerjee
Biman Banerjee
author img

By

Published : Jul 26, 2023, 1:44 PM IST

কলকাতা, 26 জুলাই: নারী নির্যাতন নিয়ে বিধানসভায় আলোচনায় চায় বিজেপি ৷ তাই বুধবার তারা মুলতুবি প্রস্তাব আনে বিধানসভায় ৷ কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব পাঠ করতে না দেওয়ায় রুষ্ট হন বিজেপি বিধায়করা ৷ প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করে বিজেপি ৷ যা নিয়ে পরে অধ্যক্ষের প্রতিক্রিয়া, ‘‘অধ্যক্ষের টেবিল পোস্ট অফিস নয় ৷’’

গত সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হয়েছে বাদল অধিবেশন ৷ সপ্তাহ দুয়েকের এই অধিবেশনেই যে বিজেপি নারী নির্যাতন নিয়ে আলোচনার দাবিতে সরব হবে, তা মঙ্গলবার স্পষ্ট করে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি জানিয়েছিলেন যে বুধবার বিজেপির পরিষদীয় দলের মহিলা বিধায়করা নারী নির্যাতন নিয়ে আলোচনা চেয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনবে ৷

সেই মতো এ দিন মুলতুবি প্রস্তাব আনা হয় ৷ অধিবেশন শুরু হওয়ার পর প্রশ্নোত্তর পর্বের শেষে মঙ্গলাহাটের সাম্প্রতিক অগ্নিকাণ্ড নিয়ে আলোচনা শুরু হয় ৷ সেই আলোচনা চলাকালীন আসানসোল দক্ষিণের বিধায়ক বিজেপির অগ্নিমিত্রা পাল নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব উত্থাপন করেন ৷ কিন্তু অধ্যক্ষ তাঁকে সেই সময় মুলতুবি প্রস্তাব পড়তে দেননি ৷ অন্য বিষয় নিয়ে আলোচনা চলছিল বলেই অধ্যক্ষ তা পড়তে দেননি বলে জানা গিয়েছে ৷

কিন্তু এই নিয়ে হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা৷ তাঁরা ওয়াক আউট করেন ৷ বাইরে এসে বিক্ষোভ দেখান তাঁরা ৷ নারী নির্যাতন নিয়ে বিধানসভায় রাজ্য সরকার আলোচনা চাইছে না বলে বিজেপির তরফে বিধায়ক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন ৷ পরে এই নিয়ে অধিবেশন চলাকালীনই ক্ষোভ প্রকাশ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রত্যাশা করেছিলাম আলোচনায় ওঁরা নিশ্চয় কেউ অংশগ্রহণ করবেন ৷ নামও ওঁরা দিয়েছিলেন ৷ কিন্তু এই টেবিলটা তো আর পোস্ট অফিস নয় ৷ অধিবেশন শুরু হয়ে যাওয়ার পর একটা চিঠি ধরিয়ে দিয়ে গিয়ে বলবেন ওটা নিয়ে আলোচনা চাই ৷ এভাবে বিধানসভায় আলোচনা হতে পারে না ৷’’

এখানেই না থেমে তিনি জানান, আলোচনা চাইলে সঠিক নিয়ম মেনে তা চাওয়া উচিত ৷ তার পর বিষয়বস্তু দেখে আলোচনা হবে কি না, সেই নিয়ে সিদ্ধান্ত করা যেত ৷

আরও পড়ুন: নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে না পেরে বিধানসভায় বিজেপির ওয়াক আউট

কলকাতা, 26 জুলাই: নারী নির্যাতন নিয়ে বিধানসভায় আলোচনায় চায় বিজেপি ৷ তাই বুধবার তারা মুলতুবি প্রস্তাব আনে বিধানসভায় ৷ কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব পাঠ করতে না দেওয়ায় রুষ্ট হন বিজেপি বিধায়করা ৷ প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করে বিজেপি ৷ যা নিয়ে পরে অধ্যক্ষের প্রতিক্রিয়া, ‘‘অধ্যক্ষের টেবিল পোস্ট অফিস নয় ৷’’

গত সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হয়েছে বাদল অধিবেশন ৷ সপ্তাহ দুয়েকের এই অধিবেশনেই যে বিজেপি নারী নির্যাতন নিয়ে আলোচনার দাবিতে সরব হবে, তা মঙ্গলবার স্পষ্ট করে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি জানিয়েছিলেন যে বুধবার বিজেপির পরিষদীয় দলের মহিলা বিধায়করা নারী নির্যাতন নিয়ে আলোচনা চেয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনবে ৷

সেই মতো এ দিন মুলতুবি প্রস্তাব আনা হয় ৷ অধিবেশন শুরু হওয়ার পর প্রশ্নোত্তর পর্বের শেষে মঙ্গলাহাটের সাম্প্রতিক অগ্নিকাণ্ড নিয়ে আলোচনা শুরু হয় ৷ সেই আলোচনা চলাকালীন আসানসোল দক্ষিণের বিধায়ক বিজেপির অগ্নিমিত্রা পাল নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব উত্থাপন করেন ৷ কিন্তু অধ্যক্ষ তাঁকে সেই সময় মুলতুবি প্রস্তাব পড়তে দেননি ৷ অন্য বিষয় নিয়ে আলোচনা চলছিল বলেই অধ্যক্ষ তা পড়তে দেননি বলে জানা গিয়েছে ৷

কিন্তু এই নিয়ে হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা৷ তাঁরা ওয়াক আউট করেন ৷ বাইরে এসে বিক্ষোভ দেখান তাঁরা ৷ নারী নির্যাতন নিয়ে বিধানসভায় রাজ্য সরকার আলোচনা চাইছে না বলে বিজেপির তরফে বিধায়ক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন ৷ পরে এই নিয়ে অধিবেশন চলাকালীনই ক্ষোভ প্রকাশ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রত্যাশা করেছিলাম আলোচনায় ওঁরা নিশ্চয় কেউ অংশগ্রহণ করবেন ৷ নামও ওঁরা দিয়েছিলেন ৷ কিন্তু এই টেবিলটা তো আর পোস্ট অফিস নয় ৷ অধিবেশন শুরু হয়ে যাওয়ার পর একটা চিঠি ধরিয়ে দিয়ে গিয়ে বলবেন ওটা নিয়ে আলোচনা চাই ৷ এভাবে বিধানসভায় আলোচনা হতে পারে না ৷’’

এখানেই না থেমে তিনি জানান, আলোচনা চাইলে সঠিক নিয়ম মেনে তা চাওয়া উচিত ৷ তার পর বিষয়বস্তু দেখে আলোচনা হবে কি না, সেই নিয়ে সিদ্ধান্ত করা যেত ৷

আরও পড়ুন: নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে না পেরে বিধানসভায় বিজেপির ওয়াক আউট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.