ETV Bharat / state

বাম-কংগ্রেসের ঘরে গেলেই কানে বাজে মান্নানের সেদিনের রিংটোন, ‘চিরদিন কাহারও সমান নাহি যায় ’ - বিধানসভায় নেই বাম-কংগ্রেস

2021-এর নির্বাচন অনেক কিছুকেই বদলে দিয়েছে । বিধানসভার চৌহদ্দি থেকে বাম - কংগ্রেসের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক শক্তিকে মুছে দিয়েছে ।

West Bengal Legislative Assembly
ছবি
author img

By

Published : Jul 2, 2021, 10:22 PM IST

কলকাতা, 2 জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বিধানসভার অধিবেশন । করোনা আবহে এই অধিবেশন হাজারো সর্তকতা অবলম্বন করে অনুষ্ঠিত হয়েছে । রাজ্যপালের ভাষণ দিয়ে বিধানসভায় এদিন বাজেট অধিবেশন শুরু হল । অধিবেশনের শুরুতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিরোধী দল বিজেপি । তাদের বিক্ষোভের চিত্র অতীতের দিনগুলি ফিরিয়ে দিল ।

এবার বিধানসভায় নেই বাম ও কংগ্রেস । তাই আব্দুল মান্নানের 40 নম্বর আসনটি পেয়েছেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর আসন করোনার দূরত্ব বিধি মানতে গিয়ে ফাঁকা । এদিন বিধানসভায় ঢুকে সৈয়দ নওশার আলি কক্ষ পার করে ডানদিকে গেলে বুকটা কেমন হু হু করে ওঠে । গত 5 বছরে যে ঘরটাকে কেন্দ্র করে বামেদের লড়াই-সংগ্রাম দেখা গিয়েছে, সেই ঘরটাই আজ বন্ধ ।

চপ মুড়ি আর লাল চায়ের আসর, একইভাবে বদলে গিয়েছে । আপাতত পাঁচ বছরের জন্য হারিয়ে গিয়েছে এতদিনের চেনা দুটি রং। সুখবিলাস বর্মার অর্থনীতির আলোচনা এখন আর এখানে হয় না । প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের কাঁচের টেবিল জুড়ে নিত্যনতুন বিস্কুট, ডিম-টোস্ট আর মুড়ি-বাদাম জিলিপির আসরও বসে না । ছোট-বড় সংবাদমাধ্যমের জন্য সেখানে অবারিত দ্বার । বিরোধী দলনেতা থাকুন অথবা না থাকুন অঘোষিত মিডিয়া সেন্টার হয়ে গিয়েছিল প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের ঘর । সঙ্গে অবশ্যই বাড়তি পাওনা ছিল, বিধানসভা পরিচালনা নিয়ে তৎকালীন বিরোধী দলনেতার অগাধ পাণ্ডিত্য ।

আরও পড়ুন : গর্জন অনুযায়ী বর্ষণ নয়, বিজেপির চিৎকারে মুখ বন্ধ ধনকড়ের

2021-এর নির্বাচন অনেক কিছুকেই বদলে দিয়েছে । বিধানসভার চৌহদ্দি থেকে যেমন বাম - কংগ্রেসের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক শক্তিকে মুছে দিয়েছে । একইভাবে দক্ষ পরিষদীয় নেতাদের অভাব প্রকট । এই মুহূর্তে বিধানসভায় দাঁড়িয়ে সদনের কোনও রুলিং নিয়ে প্রশ্ন তুলবেন, এমন নেতার বড় অভাব ।

পরিষদীয় রাজনীতিতে আব্দুল মান্নান একটা পরিচিত নাম । তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে এই প্রবীণ নেতা বলেন, "রাজনীতিতে জনতা জনার্দন । জনগণ যে রায় দেবে তো মাথা পেতে নিতেই হবে । এটাই রাজনীতির নিয়ম ।"

একই কথা শোনা গিয়েছে, সদ্য প্রাক্তন হওয়া বাম পরিষদীয় দলনেতার কথায় । তিনি বলেন, "মানুষ আমাদের নির্বাচিত করেছিলেন । আবার মানুষই আমাদের প্রত্যাখ্যান করেছেন । আমরা মানুষের রায় মেনে নিয়েছি । তাই বলে মানুষের পাশ থেকে সরে যাইনি । বিধানসভায় না থাকলেও, আমরা শ্রমজীবী ক্যান্টিনে আছি, রেড ভলান্টিয়ার হয়ে করোনা আক্রান্ত মানুষদের পরিষেবা দেওয়ায় আছি । আজ মানুষ আমাদের বিধানসভার বাইরে বের করে দিয়েছেন । আবার যখন তাঁরা বুঝবেন বিধানসভায় আমাদের প্রয়োজন রয়েছে, তাঁরা আমাদের ঠিক নিয়ে যাবেন ।"

বিরোধী দলনেতার আসনে বসে মান্নান সাহেবের রিংটোন নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই । মান্নানদা সে সময় শুধুই হাসতেন । বলতেন, সময়ে বুঝবে । আজ যেন সেই রিংটোনই বিধানসভায় ছেড়ে যাওয়া কংগ্রেস-বামেদের ঘরে প্রতিধ্বনীত হয়ে বলছে, ‘চিরদিন কাহারও সমান নাহি যায় ।’

কলকাতা, 2 জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বিধানসভার অধিবেশন । করোনা আবহে এই অধিবেশন হাজারো সর্তকতা অবলম্বন করে অনুষ্ঠিত হয়েছে । রাজ্যপালের ভাষণ দিয়ে বিধানসভায় এদিন বাজেট অধিবেশন শুরু হল । অধিবেশনের শুরুতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিরোধী দল বিজেপি । তাদের বিক্ষোভের চিত্র অতীতের দিনগুলি ফিরিয়ে দিল ।

এবার বিধানসভায় নেই বাম ও কংগ্রেস । তাই আব্দুল মান্নানের 40 নম্বর আসনটি পেয়েছেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর আসন করোনার দূরত্ব বিধি মানতে গিয়ে ফাঁকা । এদিন বিধানসভায় ঢুকে সৈয়দ নওশার আলি কক্ষ পার করে ডানদিকে গেলে বুকটা কেমন হু হু করে ওঠে । গত 5 বছরে যে ঘরটাকে কেন্দ্র করে বামেদের লড়াই-সংগ্রাম দেখা গিয়েছে, সেই ঘরটাই আজ বন্ধ ।

চপ মুড়ি আর লাল চায়ের আসর, একইভাবে বদলে গিয়েছে । আপাতত পাঁচ বছরের জন্য হারিয়ে গিয়েছে এতদিনের চেনা দুটি রং। সুখবিলাস বর্মার অর্থনীতির আলোচনা এখন আর এখানে হয় না । প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের কাঁচের টেবিল জুড়ে নিত্যনতুন বিস্কুট, ডিম-টোস্ট আর মুড়ি-বাদাম জিলিপির আসরও বসে না । ছোট-বড় সংবাদমাধ্যমের জন্য সেখানে অবারিত দ্বার । বিরোধী দলনেতা থাকুন অথবা না থাকুন অঘোষিত মিডিয়া সেন্টার হয়ে গিয়েছিল প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের ঘর । সঙ্গে অবশ্যই বাড়তি পাওনা ছিল, বিধানসভা পরিচালনা নিয়ে তৎকালীন বিরোধী দলনেতার অগাধ পাণ্ডিত্য ।

আরও পড়ুন : গর্জন অনুযায়ী বর্ষণ নয়, বিজেপির চিৎকারে মুখ বন্ধ ধনকড়ের

2021-এর নির্বাচন অনেক কিছুকেই বদলে দিয়েছে । বিধানসভার চৌহদ্দি থেকে যেমন বাম - কংগ্রেসের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক শক্তিকে মুছে দিয়েছে । একইভাবে দক্ষ পরিষদীয় নেতাদের অভাব প্রকট । এই মুহূর্তে বিধানসভায় দাঁড়িয়ে সদনের কোনও রুলিং নিয়ে প্রশ্ন তুলবেন, এমন নেতার বড় অভাব ।

পরিষদীয় রাজনীতিতে আব্দুল মান্নান একটা পরিচিত নাম । তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে এই প্রবীণ নেতা বলেন, "রাজনীতিতে জনতা জনার্দন । জনগণ যে রায় দেবে তো মাথা পেতে নিতেই হবে । এটাই রাজনীতির নিয়ম ।"

একই কথা শোনা গিয়েছে, সদ্য প্রাক্তন হওয়া বাম পরিষদীয় দলনেতার কথায় । তিনি বলেন, "মানুষ আমাদের নির্বাচিত করেছিলেন । আবার মানুষই আমাদের প্রত্যাখ্যান করেছেন । আমরা মানুষের রায় মেনে নিয়েছি । তাই বলে মানুষের পাশ থেকে সরে যাইনি । বিধানসভায় না থাকলেও, আমরা শ্রমজীবী ক্যান্টিনে আছি, রেড ভলান্টিয়ার হয়ে করোনা আক্রান্ত মানুষদের পরিষেবা দেওয়ায় আছি । আজ মানুষ আমাদের বিধানসভার বাইরে বের করে দিয়েছেন । আবার যখন তাঁরা বুঝবেন বিধানসভায় আমাদের প্রয়োজন রয়েছে, তাঁরা আমাদের ঠিক নিয়ে যাবেন ।"

বিরোধী দলনেতার আসনে বসে মান্নান সাহেবের রিংটোন নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই । মান্নানদা সে সময় শুধুই হাসতেন । বলতেন, সময়ে বুঝবে । আজ যেন সেই রিংটোনই বিধানসভায় ছেড়ে যাওয়া কংগ্রেস-বামেদের ঘরে প্রতিধ্বনীত হয়ে বলছে, ‘চিরদিন কাহারও সমান নাহি যায় ।’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.