কলকাতা, 26 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । সর্বস্তরের ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে । কিন্তু, ভোট কর্মীদের পূর্বনির্ধারিত দ্বিপ্রহরিক আহারের টাকা দেওয়া হচ্ছে না । এই অভিযোগ তুলে গতকাল একাধিক দাবি নিয়ে নির্বাচন কমিশনে ডেপুটেশন জমা দিল ভোট কর্মী ঐক্য মঞ্চ ।
ভোট কর্মী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক স্বপন মণ্ডল বলেন, "প্রশিক্ষণের দিন ভোট কর্মীদের জন্য নির্ধারিত দ্বিপ্রহরিক আহার বাবদ যে 170 টাকা বরাদ্দ করা হয়েছে সেটা দেওয়া হচ্ছে না । কোথাও পাঁচ টাকার চা-বিস্কুট আবার কোথাও 10 টাকা দিয়ে দায় সারা হচ্ছে । ভোট কর্মীরা এই বিষয়ে জানতে গেলে কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে আপনারা প্রশিক্ষণ নিতে এসেছেন না খেতে এসেছেন । এই ধরনের দৃষ্টিভঙ্গির ফলে ভোট কর্মীদের মধ্যে ক্ষোভ চরমে উঠেছে ।"
আরও পড়ুন, সওয়ারি থেকে সারথি, ই-স্কুটারে মমতার প্রতিবাদ যাত্রা
আরও একাধিক দাবি নিয়ে ডেপুটেশন জমা দেয় তারা । তাদের সেই দাবিগুলি হল টিফিন বাবদ নির্ধারিত অর্থ প্রশিক্ষণ গ্রহণকারী ভোট কর্মীদের অ্যাকাউন্টে পাঠাতে হবে। কয়েকজন রাজনৈতিক ব্যক্তি 'খেলা হবে' স্লোগান তুলে রাজ্যের রাজনৈতিক পরিবেশকে কলুষিত করছে । এই ধরনের ব্যক্তিদের নিয়ন্ত্রণ করতে ব্যবস্থা নিতে হবে । ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তাকর্মীদের সঠিকভাবে ব্যবহার করতে হবে । ভোট কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এছাড়া, ভোট কর্মীদের ন্যূনতম 40 লাখ টাকা দুর্ঘটনা বিমার ব্যবস্থা করতে হবে । তাঁদের সাম্মানিক ভাতা বৃদ্ধি করতে হবে ।