ETV Bharat / state

প্রধানমন্ত্রী খোঁজ নেননি আহত মমতার, সাংবাদিক সম্মেলনে সরব পার্থ - নরেন্দ্র মোদি

এ দিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে পার্থবাবু বলেন, " দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আহত হওয়ার পরেও দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে তার কোন খোঁজ নেওয়া হয়নি । এ থেকেই বোঝা যায় তাদের শিষ্টাচার ।"

সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায়
সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Mar 12, 2021, 5:34 PM IST

কলকাতা, 12 মার্চ : নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কলকাতার এস এস কে এম হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন । অথচ দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখনও অবধি তার কোনও খোঁজ নেন নি । এই ঘটনায় প্রশ্নের মুখে প্রধানমন্ত্রীর শিষ্টাচার ।

মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের অনন্য নিদর্শন দেখিয়েছেন বারবার । সে বিরোধী দলের কোন নেতা বা নেত্রীর অসুস্থতা হোক অথবা প্রয়োজনে তাকে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে বারবার ।

আরও পড়ুন : বিজেপিকে রুখতে বামেদের পাশে লিবারেশনও

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে গিয়ে আহত হন । তার আহত হওয়ার পিছনে প্রকৃত কারণ কি তার অনুসন্ধান চলছে এখনও । এই অবস্থায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার কোনও নিলেন না । আর এই নিয়েই সরব তৃণমূল ।

সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায়

এ দিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে পার্থবাবু বলেন, " দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আহত হওয়ার পরেও দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে তার কোন খোঁজ নেওয়া হয়নি । এ থেকেই বোঝা যায় তাদের শিষ্টাচার ।" উল্লেখ্য, ঘটনার পর একই বিষয় নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন । তিনি বলেন, "বাংলার যে কোনও ঘটনায় প্রতিক্রিয়া দেন দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। অথচ নন্দীগ্রামে আহত হওয়ার পর তাদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া গেল না। এই ঘটনা যথেষ্টই দুর্ভাগ্যের ।"

আরও পড়ুন : মুখ্যমন্ত্রী আহত, তদন্তের দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের

গতকালের পর এদিন পার্থ চট্টোপাধ্যায়ের একই বিষয় নিয়ে সরব হওয়া একটা জিনিস স্পষ্ট করে দিয়েছে। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে এই ব্যবহারকে অসৌজন্য হিসাবেই দেখছে তৃণমূল ।

কলকাতা, 12 মার্চ : নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কলকাতার এস এস কে এম হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন । অথচ দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখনও অবধি তার কোনও খোঁজ নেন নি । এই ঘটনায় প্রশ্নের মুখে প্রধানমন্ত্রীর শিষ্টাচার ।

মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের অনন্য নিদর্শন দেখিয়েছেন বারবার । সে বিরোধী দলের কোন নেতা বা নেত্রীর অসুস্থতা হোক অথবা প্রয়োজনে তাকে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে বারবার ।

আরও পড়ুন : বিজেপিকে রুখতে বামেদের পাশে লিবারেশনও

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে গিয়ে আহত হন । তার আহত হওয়ার পিছনে প্রকৃত কারণ কি তার অনুসন্ধান চলছে এখনও । এই অবস্থায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার কোনও নিলেন না । আর এই নিয়েই সরব তৃণমূল ।

সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায়

এ দিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে পার্থবাবু বলেন, " দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আহত হওয়ার পরেও দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে তার কোন খোঁজ নেওয়া হয়নি । এ থেকেই বোঝা যায় তাদের শিষ্টাচার ।" উল্লেখ্য, ঘটনার পর একই বিষয় নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন । তিনি বলেন, "বাংলার যে কোনও ঘটনায় প্রতিক্রিয়া দেন দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। অথচ নন্দীগ্রামে আহত হওয়ার পর তাদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া গেল না। এই ঘটনা যথেষ্টই দুর্ভাগ্যের ।"

আরও পড়ুন : মুখ্যমন্ত্রী আহত, তদন্তের দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের

গতকালের পর এদিন পার্থ চট্টোপাধ্যায়ের একই বিষয় নিয়ে সরব হওয়া একটা জিনিস স্পষ্ট করে দিয়েছে। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে এই ব্যবহারকে অসৌজন্য হিসাবেই দেখছে তৃণমূল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.