ETV Bharat / state

"রাম কার্ড" নয়, বাংলায় শেষ কথা "মমতা কার্ড"; পালটা পার্থর

"বাংলার মানুষ বুঝিয়ে দেবেন এখানে মমতা কার্ডই আছে ।" নরেন্দ্র মোদির রাম কার্ড দেখানোর পালটা দিলেন পার্থ চট্টোপাধ্যায় ।

পার্থ চট্টোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Feb 14, 2021, 8:59 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি : খেলা জমে উঠেছে বাংলায় । এ খেলা যে সে খেলা নয়... ভোটের খেলা । রোজই স্লোগান উঠছে... খেলা হবে । অনুব্রতর "খেলা হবে" এখন আর শুধু তৃণমূলের না... সমান ভাবে বিজেপিরও স্লোগান হয়ে উঠেছে । বঙ্গ ভোটের এই খেলায় তৃণমূলকে রাম কার্ড দেখানোর হুংকার আগেই দিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদি । এবার তার পালটা মমতা কার্ডের হুংকার ঘাসফুলের ।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আজ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক চলাকালীন এইভাবেই বিজেপিকে আক্রমণ করলেন । দিল্লি থেকে আসা বিজেপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, "যাঁরা চার্টার্ড বিমানে করে আসছেন, তাঁদের বাংলার মানুষ জনতা কার্ড দেখাবে । উন্নয়ন কার্ড দেখাবে । বাংলার মানুষ বুঝিয়ে দেবে যে এখানে মমতা কার্ডই আছে ।"

তিনি বলেন, "প্রধানমন্ত্রী রাম কার্ড দেখানোর কথা বলছেন । কিন্তু বাংলার মানুষ তাঁদের বুঝিয়ে দেবেন জনতা কার্ড, উন্নয়ন কার্ড, মমতা কার্ডই আছে ।"

আরও পড়ুন : বাংলা এবার তৃণমূলকে রাম কার্ড দেখাতে চলেছে : মোদি

উল্লেখ্য এর আগে হলদিয়ায়ে এসে নরেন্দ্র মোদি বলেছিলেন, বিগত 10 বছরে তৃণমূল অনেক ফাউল করে ফেলেছে । এবার তৃণমূলকে "রামকার্ড" দেখানোর সময় এসেছে । সেই প্রসঙ্গ টেনেই আজ বিজেপিকে আক্রমণ করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

কলকাতা, 14 ফেব্রুয়ারি : খেলা জমে উঠেছে বাংলায় । এ খেলা যে সে খেলা নয়... ভোটের খেলা । রোজই স্লোগান উঠছে... খেলা হবে । অনুব্রতর "খেলা হবে" এখন আর শুধু তৃণমূলের না... সমান ভাবে বিজেপিরও স্লোগান হয়ে উঠেছে । বঙ্গ ভোটের এই খেলায় তৃণমূলকে রাম কার্ড দেখানোর হুংকার আগেই দিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদি । এবার তার পালটা মমতা কার্ডের হুংকার ঘাসফুলের ।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আজ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক চলাকালীন এইভাবেই বিজেপিকে আক্রমণ করলেন । দিল্লি থেকে আসা বিজেপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, "যাঁরা চার্টার্ড বিমানে করে আসছেন, তাঁদের বাংলার মানুষ জনতা কার্ড দেখাবে । উন্নয়ন কার্ড দেখাবে । বাংলার মানুষ বুঝিয়ে দেবে যে এখানে মমতা কার্ডই আছে ।"

তিনি বলেন, "প্রধানমন্ত্রী রাম কার্ড দেখানোর কথা বলছেন । কিন্তু বাংলার মানুষ তাঁদের বুঝিয়ে দেবেন জনতা কার্ড, উন্নয়ন কার্ড, মমতা কার্ডই আছে ।"

আরও পড়ুন : বাংলা এবার তৃণমূলকে রাম কার্ড দেখাতে চলেছে : মোদি

উল্লেখ্য এর আগে হলদিয়ায়ে এসে নরেন্দ্র মোদি বলেছিলেন, বিগত 10 বছরে তৃণমূল অনেক ফাউল করে ফেলেছে । এবার তৃণমূলকে "রামকার্ড" দেখানোর সময় এসেছে । সেই প্রসঙ্গ টেনেই আজ বিজেপিকে আক্রমণ করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.