"ঝড় উঠেছে । এটাকে ধরে রাখতে হবে । সেই জন্য আমরা আজ একসঙ্গে মিলিত হয়েছিল ।" দেশ বিক্রির বিরুদ্ধের লড়াইয়ে একজোট হওয়ার বার্তা দিয়ে বললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম । বললেন, "যাঁরা সোনার বাংলা গড়ার কথা বলছে, তাঁরা তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, আর বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে । আর মানুষের কাছে এসে ফুটানি করছে ।" ধর্মের নামে ভাগাভাগি নিয়েও শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি । বললেন, "আমার হাত কাটলে রক্ত বেরোবে, তার রঙ লাল, মহম্মদ সেলিমের হাত কাটলে যে রক্ত বেরোবে, তারও রঙ লাল ।"
তিনি আরও বলেন, "সমাজের মধ্যে ভাইরাস বাসা বেধেছে । এই ভাইরাসের মোকাবিলা করতে একজোট হতে হবে । সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে । আর এরা বলছে সব ঠিক আছে । মানুষকে ভুল বোঝাচ্ছে । ধর্মের নামের ভেদাভেদ করা হচ্ছে । বিভেদকামী শক্তি হারাতে হবে ।"
ভোটের ময়দানে বিজেপি আদিবাসী ও দলিতদের টোপ দিচ্ছে বলেও ব্রিগেড থেকে নাড্ডা-শাহদের আক্রমণ করলেন দেবলীনা হেমব্রম ।