ETV Bharat / state

আইন অমান্য করতে গিয়ে গ্রেফতার সিপিআইএম নেত্রী - West Bengal Assembly Election 2021

বামপন্থী মহিলার সংগঠন ও জাতীয় কংগ্রেসের মহিলা সংগঠনের তরফে কলকাতা পৌরনিগমের সামনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চলছিল । সেখানেই লাঠিচার্জ করে পুলিশ ।

CPIM leader arrested
ছবি
author img

By

Published : Feb 9, 2021, 10:32 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি : বাম এবং কংগ্রেস মহিলাদের অবস্থান বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে ফের উত্তপ্ত হল মধ্য কলকাতা । দাবি জানাতে গিয়ে গ্রেফতার হলেন সিপিআইএম কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কনীনিকা বোস ঘোষ । কর্মসংস্থানের দাবিতে আজ আইন অমান্য এবং ধর্না কর্মসূচি পালন করল বামপন্থী গণতান্ত্রিক মহিলা সংগঠনের কর্মীরা । মূলত সমকাজে সমবেতন, শুন্য পদে নিয়োগ, নারী প্রতিহিংসার বিরুদ্ধে , অপরাধীদের শাস্তির দাবিতে ভুখা পেটে রেশন চাই। জাত ধর্মের বিভেদ নাই । এই ছিল তাঁদের দাবি ।

কলকাতা পৌরনিগমের সামনে বিক্ষোভ দেখানোর সময় বহু মহিলা কর্মীকে গ্রেফতার করা হয় । সমগ্র ঘটনায় নিন্দা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ধিক্কার জানিয়েছেন রাজ্য প্রশাসনকে ।

মহিলাদের ওপর পুলিশের আক্রমণের চরম নিন্দা করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এক বিবৃতিতে জানিয়েছেন, আজ বামপন্থী মহিলার সংগঠন ও জাতীয় কংগ্রেসের মহিলা সংগঠনগুলির পক্ষ থেকে কলকাতা পৌরনিগমের সামনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি করা হয়েছিল । অবস্থান থেকে তারা মিছিলের চেষ্টা করলে কলকাতা পুলিশ তাদের ওপর যে হামলা সংগঠিত করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছে রাজ্য বামফ্রন্ট । পুলিশের অতর্কিত হামলায় দেড়শোর বেশি মহিলা আহত হয়েছেন । কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । 205 জনকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন : 'মনুবাদ মেনে তৈরি হয়েছে এবারের বাজেট', নিন্দায় সিপিআইএম রাজ্য কমিটি

এই ঘটনার প্রতিবাদে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে আগামীকাল রাজ্যব্যাপী ধিক্কার মিছিল সংগঠিত করার আহ্বান জানানো হয়েছে । মহিলা সংগঠন সহ সমস্ত গণতান্ত্রিক সংগঠনকেএই প্রতিবাদে সামিল হওয়ার আবেদন জানানো হয়েছে ।

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান জানান, কেন্দ্র এবং রাজ্যের সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে বাম এবং কংগ্রেসের মহিলারা আজ আইন অমান্য আন্দোলন করেছেন । শান্তিপূর্ণ আন্দোলনের পুলিশ লাঠিচার্জ করেছে । মহিলা পুলিশ না থাকায় মহিলাদের ওপর আক্রমণ চালায় পুরুষ পুলিশরা । মহিলাদের প্রতি অশালীন আচরণ করার অভিযোগ করেছেন আবদুল মান্নান ।

তিনি বলেন," রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কিভাবে শান্তিপূর্ণ মহিলাদের অবস্থান বিক্ষোভে পুলিশ লেলিয়ে দিলেন। আগামীকাল এর প্রতিবাদে রাজ্যজুড়ে কংগ্রেসের মহিলারা মহিলাদের সঙ্গে নিয়ে যৌথভাবে ধিক্কার মিছিল করবে।"

কলকাতা, 9 ফেব্রুয়ারি : বাম এবং কংগ্রেস মহিলাদের অবস্থান বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে ফের উত্তপ্ত হল মধ্য কলকাতা । দাবি জানাতে গিয়ে গ্রেফতার হলেন সিপিআইএম কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কনীনিকা বোস ঘোষ । কর্মসংস্থানের দাবিতে আজ আইন অমান্য এবং ধর্না কর্মসূচি পালন করল বামপন্থী গণতান্ত্রিক মহিলা সংগঠনের কর্মীরা । মূলত সমকাজে সমবেতন, শুন্য পদে নিয়োগ, নারী প্রতিহিংসার বিরুদ্ধে , অপরাধীদের শাস্তির দাবিতে ভুখা পেটে রেশন চাই। জাত ধর্মের বিভেদ নাই । এই ছিল তাঁদের দাবি ।

কলকাতা পৌরনিগমের সামনে বিক্ষোভ দেখানোর সময় বহু মহিলা কর্মীকে গ্রেফতার করা হয় । সমগ্র ঘটনায় নিন্দা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ধিক্কার জানিয়েছেন রাজ্য প্রশাসনকে ।

মহিলাদের ওপর পুলিশের আক্রমণের চরম নিন্দা করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এক বিবৃতিতে জানিয়েছেন, আজ বামপন্থী মহিলার সংগঠন ও জাতীয় কংগ্রেসের মহিলা সংগঠনগুলির পক্ষ থেকে কলকাতা পৌরনিগমের সামনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি করা হয়েছিল । অবস্থান থেকে তারা মিছিলের চেষ্টা করলে কলকাতা পুলিশ তাদের ওপর যে হামলা সংগঠিত করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছে রাজ্য বামফ্রন্ট । পুলিশের অতর্কিত হামলায় দেড়শোর বেশি মহিলা আহত হয়েছেন । কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । 205 জনকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন : 'মনুবাদ মেনে তৈরি হয়েছে এবারের বাজেট', নিন্দায় সিপিআইএম রাজ্য কমিটি

এই ঘটনার প্রতিবাদে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে আগামীকাল রাজ্যব্যাপী ধিক্কার মিছিল সংগঠিত করার আহ্বান জানানো হয়েছে । মহিলা সংগঠন সহ সমস্ত গণতান্ত্রিক সংগঠনকেএই প্রতিবাদে সামিল হওয়ার আবেদন জানানো হয়েছে ।

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান জানান, কেন্দ্র এবং রাজ্যের সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে বাম এবং কংগ্রেসের মহিলারা আজ আইন অমান্য আন্দোলন করেছেন । শান্তিপূর্ণ আন্দোলনের পুলিশ লাঠিচার্জ করেছে । মহিলা পুলিশ না থাকায় মহিলাদের ওপর আক্রমণ চালায় পুরুষ পুলিশরা । মহিলাদের প্রতি অশালীন আচরণ করার অভিযোগ করেছেন আবদুল মান্নান ।

তিনি বলেন," রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কিভাবে শান্তিপূর্ণ মহিলাদের অবস্থান বিক্ষোভে পুলিশ লেলিয়ে দিলেন। আগামীকাল এর প্রতিবাদে রাজ্যজুড়ে কংগ্রেসের মহিলারা মহিলাদের সঙ্গে নিয়ে যৌথভাবে ধিক্কার মিছিল করবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.