ETV Bharat / state

কৈলাস-ঘনিষ্ঠ নেতা ফাঁসাচ্ছেন ? সিআইডি তদন্তের আর্জি পামেলার - রাকেশ সিং

কৈলাস-ঘনিষ্ঠ রাকেশ সিং তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করছেন পামেলা গোস্বামী ।

আদালত থেকে লক-আপে নিয়ে যাওয়ার সময় কী বললেন পামেলা ?
আদালত থেকে লক-আপে নিয়ে যাওয়ার সময় কী বললেন পামেলা ?
author img

By

Published : Feb 20, 2021, 7:15 PM IST

Updated : Feb 20, 2021, 10:28 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি : প্রায় 90 গ্রাম কোকেনসহ গতকালই বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী ও তাঁর সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ । এরপর থেকেই শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর । তবে এবার দলেরই এক সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ তুললেন পামেলা । বিজেপি নেতা রাকেশ সিং নাকি তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন । এই বিষয়ে সিআইডির হস্তক্ষেপের দাবি করেছেন তিনি ।

দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে পামেলার হ্যান্ডব্যাগ ও গাড়ি থেকে যে পরিমাণ কোকেন পাওয়া গিয়েছে, তার বাজারমূল্য প্রায় কয়েক লাখ টাকা । আজ যখন তাঁকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সাংবাদিকদের উদ্দেশে পামেলা বলেন, "আমি ঘটনার সিআইডি তদন্ত চাই । কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ রাকেশ সিংকে গ্রেপ্তার করা উচিত । আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে ।"

তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য রাকেশ সিং । তাঁর দাবি, রাজ্যের শাসকদল ও কলকাতা পুলিশ ষড়যন্ত্র করছে এবং তাঁকে ফাঁসানোর জন্য পামেলার মগজধোলাই করেছে । রাকেশ সিং আরও জানান, বিগত প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে পামেলার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই । যে কোনওরকম তদন্তের জন্যও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন ।

আদালত থেকে লক-আপে নিয়ে যাওয়ার সময় কী বললেন পামেলা ?

আরও পড়ুন : গ্রেপ্তার সংগঠনের নেত্রী, দায় এড়ালেন তেজস্বী

মাদক মামলায় গ্রেপ্তার পামেলা প্রসঙ্গে সেভাবে কিছু বলতে চাননি কৈলাস বিজয়বর্গীয় । তিনি বলেন, "যদি কোন দোষই থাকে তবে আইন তার ব্যবস্থা নেবে । আইনের উপর ভরসা রাখা উচিত । বিজেপি দেড় হাজার কার্যকর্তার উপর কেস দেওয়া হয়েছে ।" রাকেশ সিংয়ের বিরুদ্ধে পামেলার অভিযোগ নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও । তাঁর কথায়, "অনেককেই মিথ্যা মামলা করেছেন, এটাও দেখতে মিথ্যা কি না ।"

এদিকে গোটা ঘটনায় বিজেপিকে দুষছে রাজ্যের শাসকদল । বিজেপির আসল চরিত্র প্রকাশ্যে এসে গিয়েছে বলে মনে করছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । জানিয়েছেন, "এর আগে বিজেপির এক নেতা শিশুপাচারে যুক্ত থাকার কারণে গ্রেপ্তার হয়েছিলেন । এবার মাদক সংক্রান্ত মামলায় আরও একজন গ্রেপ্তার হলেন । এটাই প্রমাণ করে বিজেপি এবং তার নেতারা কী ।"

পামেলা ও তাঁর সঙ্গীকে আজ আদালত 25 ফেব্রুয়ারি পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে ।

কলকাতা, 20 ফেব্রুয়ারি : প্রায় 90 গ্রাম কোকেনসহ গতকালই বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী ও তাঁর সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ । এরপর থেকেই শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর । তবে এবার দলেরই এক সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ তুললেন পামেলা । বিজেপি নেতা রাকেশ সিং নাকি তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন । এই বিষয়ে সিআইডির হস্তক্ষেপের দাবি করেছেন তিনি ।

দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে পামেলার হ্যান্ডব্যাগ ও গাড়ি থেকে যে পরিমাণ কোকেন পাওয়া গিয়েছে, তার বাজারমূল্য প্রায় কয়েক লাখ টাকা । আজ যখন তাঁকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সাংবাদিকদের উদ্দেশে পামেলা বলেন, "আমি ঘটনার সিআইডি তদন্ত চাই । কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ রাকেশ সিংকে গ্রেপ্তার করা উচিত । আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে ।"

তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য রাকেশ সিং । তাঁর দাবি, রাজ্যের শাসকদল ও কলকাতা পুলিশ ষড়যন্ত্র করছে এবং তাঁকে ফাঁসানোর জন্য পামেলার মগজধোলাই করেছে । রাকেশ সিং আরও জানান, বিগত প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে পামেলার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই । যে কোনওরকম তদন্তের জন্যও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন ।

আদালত থেকে লক-আপে নিয়ে যাওয়ার সময় কী বললেন পামেলা ?

আরও পড়ুন : গ্রেপ্তার সংগঠনের নেত্রী, দায় এড়ালেন তেজস্বী

মাদক মামলায় গ্রেপ্তার পামেলা প্রসঙ্গে সেভাবে কিছু বলতে চাননি কৈলাস বিজয়বর্গীয় । তিনি বলেন, "যদি কোন দোষই থাকে তবে আইন তার ব্যবস্থা নেবে । আইনের উপর ভরসা রাখা উচিত । বিজেপি দেড় হাজার কার্যকর্তার উপর কেস দেওয়া হয়েছে ।" রাকেশ সিংয়ের বিরুদ্ধে পামেলার অভিযোগ নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও । তাঁর কথায়, "অনেককেই মিথ্যা মামলা করেছেন, এটাও দেখতে মিথ্যা কি না ।"

এদিকে গোটা ঘটনায় বিজেপিকে দুষছে রাজ্যের শাসকদল । বিজেপির আসল চরিত্র প্রকাশ্যে এসে গিয়েছে বলে মনে করছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । জানিয়েছেন, "এর আগে বিজেপির এক নেতা শিশুপাচারে যুক্ত থাকার কারণে গ্রেপ্তার হয়েছিলেন । এবার মাদক সংক্রান্ত মামলায় আরও একজন গ্রেপ্তার হলেন । এটাই প্রমাণ করে বিজেপি এবং তার নেতারা কী ।"

পামেলা ও তাঁর সঙ্গীকে আজ আদালত 25 ফেব্রুয়ারি পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে ।

Last Updated : Feb 20, 2021, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.