কলকাতা, 3 মার্চ : রাজ্য আরও 650 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যে ভোটের আগে আসছে তা আগেই জানিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন ৷ ধাপে ধাপে সেই বাহিনীকে রাজ্য পাঠানো হবে ৷ সেই মতো এ সপ্তাহেই রাজ্যে আরও 170 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে ৷ যার অধিকাংশটাই মোতায়েন করা হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৷ নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী এমনটাই জানা গিয়েছে ৷
পশ্চিমবঙ্গে ভোট মানেই অশান্তি ৷ আর সেই অশান্তি যে সে অশান্তি নয় ৷ যেখানে বোমাবাজি, গুলি, বুথ দখল খুবই সাধারণ চিত্র বলেই যেনে এসেছে বঙ্গবাসী ৷ আর সেই ছবিই এবার বদলাতে চাইছে নির্বাচন কমিশন ৷ আর তাই কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন ৷ প্রসঙ্গত, পূর্ব ঘোষণা মতো 650 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে 170 কোম্পানি বাহিনী এই সপ্তাহেই রাজ্যে পাঠানো হচ্ছে ৷ প্রসঙ্গত, জানুয়ারি মাসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে সব রাজনৈতিক দলের সঙ্গে শহরের একটি পাঁচতারা হোটেলে বৈঠক করেছিল ৷ সেখানে বিরোধী দল বিজেপির তরফে কমিশনের কাছে আবেদন করা হয়েছিল, রাজ্য বিধানসভা ভোট সম্পূর্ণটাই কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবোধনে করানো হোক ৷ তবে, শুধু বিজেপি নয়, শান্তিপূর্ণ ভোটের জন্য একই আরজি রেখেছিল বাম ও কংগ্রেসও ৷ বিরোধীদের সেই আরজি কার্যত মেনে নিল নির্বাচন কমিশন ৷
প্রথম দফায় 125 কোম্পানি বাহিনীর পর, দ্বিতীয় দফায় 650 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্য পাঠাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন ৷ সেই বাহিনীর 170 কোম্পানি এই সপ্তাহেই রাজ্যে আসতে চলেছে ৷ কমিশন সূত্র খবর, এই 170 কোম্পানি বাহিনীকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মোতায়েন করা হবে ৷ প্রথম দফায় বাহিনীর অধিকাংশই উত্তর ও দক্ষিণ 24 পরগনায় মোতায়েন করেছিল নির্বাচন কমিশন ৷ এবার গুরুত্ব দেওয়া হচ্ছে দুই মেদিনীপুরকে ৷ যেই মেদিনীপুর তথা জঙ্গলমহলকে হাতিয়ার করে বাংলার ক্ষমতা দখল করেছিল তৃণমূল ৷ এবার সেই জঙ্গলমহলই তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ ৷ যেখানে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ তাঁর এক সময়ের অন্যতম পেয়াদা শুভেন্দু অধিকারী ৷ আর তাই সেই জঙ্গলমহল যে এবার তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে বিধানসভা নির্বাচনের হটস্পট তা বলার অপেক্ষা রাখে না ৷ তাই জঙ্গলমহলকে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন ৷
আরও পড়ুন : রাজ্যে আসছে আরও 650 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরে 35 কোম্পানি এবং পশ্চিম মেদিনীপুরে 31 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ৷ পাশাপাশি বাঁকুড়ায় 24 কোম্পানি এবং পুরুলিয়ায় 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে নির্বাচন কমিশন ৷ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, জঙ্গলমহলকে এবার সবচেয়ে বেশি সংবেদনশীল বলে মনে করছে জাতীয় নির্বাচন কমিশন ৷