কলকাতা, 5 মার্চ : জল্পনা আগে থেকেই ছিল । এবার তা আরও পরিষ্কার হল । রবিবার নরেন্দ্র মোদির ব্রিগেডে দেখা মিলবে অভিনেতা মিঠুন চক্রবর্তীর । বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এই বিষয়ে তাঁর সিদ্ধান্তের কথাও জানিয়ে দিয়েছেন অভিনেতা । তবে ব্রিগেডের সভায় থাকলেও এখনই বিজেপিতে যোগ দিচ্ছেন না মিঠুন ।
অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিজেপি-আরএসএস গোষ্ঠীর সখ্যতা নতুন নয় । গতমাসেও মিঠুনের মুম্বইয়ের বাড়িতে গিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত । বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথাবার্তা হয়েছিল । আরএসএস প্রধানের সঙ্গে 'ডিস্কো ড্যান্সার'-এর এই হৃদ্যতা এর আগেও সামনে এসেছিল । 2019 সালের অক্টোবর মাসেও সাক্ষাৎ হয়েছিল দু'জনের । সেইবার ছিল নাগপুরে আরএসএস-এর মুখ্য কার্যালয়ে । প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক হয়েছিল সেদিন ।
ভোটে-গরম বাংলায় যেভাবে রাজনৈতিক দলগুলিতে তারকা-সমাবেশ হচ্ছে, সেখান থেকে দেখতে গেলে রবিবারের ব্রিগেডে মিঠুন চক্রবর্তীর উপস্থিতি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে । কিন্তু 'মহাগুরু' নিজেই বলে দিচ্ছেন এখনই পদ্মশিবিরে যোগ দিচ্ছেন না তিনি ।
রাজনীতিতে ফিরতে কেন অনিহা মিঠুনের?
আরও পড়ুন : মোদির ব্রিগেড সভায় থাকছেন না সৌরভ, থাকতে পারেন মিঠুন-প্রসেনজিৎ
রাজনীতির আঙিনায় মিঠুনের প্রথম হাতেখড়ি মমতার বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে । রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তিনি তৃণমূলের হাত ধরে । পরে চিটফান্ডকাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন মিঠুন । তারপর থেকে আর সেভাবে সরাসরি কোনও রাজনীতির ময়দানে দেখা যায়নি অভিনেতাকে । এরপর ধীরে ধীরে মোহন ভাগবতের সঙ্গে তাঁর সখ্যতা বাড়ে । বিভিন্ন সময়ে আরএসএস প্রধানের সঙ্গে মিঠুনের সখ্যতা নিয়ে চর্চাও হয়েছে ।
কিন্তু মিঠুন চক্রবর্তী বরাবর দাবি করে এসেছেন, তাঁর সঙ্গে মোহন ভাগবতের রাজনৈতিক কোনও কথা হয়নি । আরএসএস প্রধানের সঙ্গে তাঁর সম্পর্কটা আধ্যাত্মিক... রাজনৈতিক নয় । আর এই আধ্যাত্মিক সম্পর্ক বেশ গভীর ৷ তিনি (মোহন ভাগবত) যখন মুম্বই আসবেন, তখন তাঁর (মিঠুন) বাড়িতে আসবেন এমন কথা আগেই হয়েছিল ৷ সেই মতোই সেদিন সকালে তাঁর মাড আইল্যান্ডের বাড়িতে হাজির হয়েছিলেন আরএসএস প্রধান ।
গতমাসে মোহন ভাগবত মিঠুনের বাড়িতে যাওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল মিঠুনের বিজেপির যোগ নিয়ে । আরএসএস সূত্রে খবর, মিঠুনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে নেতৃত্ব । আজই আরএসএস নেতৃত্বকে রবিবারের সভায় থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন অভিনেতা ।
এই বিষয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, " এই বিষয়ে আমার কিছু জানা নেই । তবে তাঁর মতো মানুষ মোদির সভায় এলে আমরা খুবই খুশি হব ।"
টলিপাড়ায় এখন রাজনৈতিক বিভাজনরেখা স্পষ্ট । রবিবার মোদির ব্রিগেডেও বেশ কিছু তারকা সমাবেশ হতে পারে বলে জানা যাচ্ছে বিজেপি সূত্রে । থাকতে পারেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও । এই পরিস্থিতিতে দলে যোগ না দিলেও ব্রিগেডের মাঠে মহাগুরু মিঠুনের উপস্থিতি বাড়তি অক্সিজেন জোগাবে বিজেপির কর্মী ও সমর্থকদের মধ্যে ।