ETV Bharat / state

WB Advocate General Resigns: রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদে ইস্তফা সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের - কলকাতা হাইকোর্ট

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে পদত্যাগ করলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷ বিদেশ থেকে তিনি রাজ্যপালকে পদত্যাগপত্র পাঠিয়েছেন ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 9:58 PM IST

কলকাতা, 10 নভেম্বর: রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ইস্তফা ঘিরে জল্পনা তুঙ্গে হাইকোর্টে। গত বেশ কয়েকদিন ধরে অ্যাডভোকেট জেনারেলের ইস্তফাকে ঘিরে হাইকোর্ট পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল। শুক্রবার তা সত্যি হল ৷ এদিন বিদেশ থেকেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ই-মেলের মাধ্যমে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। যদিও তাঁর পদত্যাগ পত্র এখনও পর্যন্ত গৃহীত হয়নি বলেই সূত্রের খবর । রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকেও এই বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি বলে খবর ৷

সূত্রের খবর পরবর্তী অ্যাডভোকেট জেনারেল হতে পারেন আইনজীবী কিশোর দত্ত। যিনি আগেও এই দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, গত 7 নভেম্বর রাজ্যের পাবলিক প্রসিকিউটর শাশ্বত গোপাল মুখোপাধ্যায়কে সরিয়ে সেই পদে নিয়ে আসা হয় আইনজীবী দেবাশিস রায়কে। তখন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় পদত্যাগ করতে পারেন। এদিন বিদেশ থেকে তিনি ই-মেইল মারফৎ তাঁর পদত্যাগ পাঠিয়েছেন শুধুমাত্র রাজ্যপালকে। জানা গিয়েছে এই চিঠিতে পদত্যাগের কারণ কিছু উল্লেখ করেননি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷

এর আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন কিশোর দত্ত । কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনের পর হঠাৎ করে তিনি পদত্যাগ করেন। মূলত রাজ্যের ভোট পরবর্তী হিংসার মামলায় রাজ্য সরকারের পরাজিত হওয়া, একের পর এক মামলায় রাজ্যের উপর চাপও বেড়েছিল সে সময়ে ৷ মনে করা হয়, ফলে সে সময় বাধ্য হয়েই পদত্যাগ করেন তিনি । যদিও তারপরেও রাজ্যের প্রচুর মামলায় তিনি আইনজীবী হিসাবে সওয়াল করতেন ।

আরও পড়ুন:

1. টানা 16 দিন পুজোর ছুটি, আগামী বছর সরকারি ছুটি 45 দিন; খুশির খবর শোনাল নবান্ন

2. বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সদ্য পাওয়া ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন প্রাক্তন উপাচার্যদের

কলকাতা, 10 নভেম্বর: রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ইস্তফা ঘিরে জল্পনা তুঙ্গে হাইকোর্টে। গত বেশ কয়েকদিন ধরে অ্যাডভোকেট জেনারেলের ইস্তফাকে ঘিরে হাইকোর্ট পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল। শুক্রবার তা সত্যি হল ৷ এদিন বিদেশ থেকেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ই-মেলের মাধ্যমে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। যদিও তাঁর পদত্যাগ পত্র এখনও পর্যন্ত গৃহীত হয়নি বলেই সূত্রের খবর । রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকেও এই বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি বলে খবর ৷

সূত্রের খবর পরবর্তী অ্যাডভোকেট জেনারেল হতে পারেন আইনজীবী কিশোর দত্ত। যিনি আগেও এই দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, গত 7 নভেম্বর রাজ্যের পাবলিক প্রসিকিউটর শাশ্বত গোপাল মুখোপাধ্যায়কে সরিয়ে সেই পদে নিয়ে আসা হয় আইনজীবী দেবাশিস রায়কে। তখন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় পদত্যাগ করতে পারেন। এদিন বিদেশ থেকে তিনি ই-মেইল মারফৎ তাঁর পদত্যাগ পাঠিয়েছেন শুধুমাত্র রাজ্যপালকে। জানা গিয়েছে এই চিঠিতে পদত্যাগের কারণ কিছু উল্লেখ করেননি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷

এর আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন কিশোর দত্ত । কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনের পর হঠাৎ করে তিনি পদত্যাগ করেন। মূলত রাজ্যের ভোট পরবর্তী হিংসার মামলায় রাজ্য সরকারের পরাজিত হওয়া, একের পর এক মামলায় রাজ্যের উপর চাপও বেড়েছিল সে সময়ে ৷ মনে করা হয়, ফলে সে সময় বাধ্য হয়েই পদত্যাগ করেন তিনি । যদিও তারপরেও রাজ্যের প্রচুর মামলায় তিনি আইনজীবী হিসাবে সওয়াল করতেন ।

আরও পড়ুন:

1. টানা 16 দিন পুজোর ছুটি, আগামী বছর সরকারি ছুটি 45 দিন; খুশির খবর শোনাল নবান্ন

2. বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সদ্য পাওয়া ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন প্রাক্তন উপাচার্যদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.