ETV Bharat / state

আর্থিক বৃদ্ধির হারে শীর্ষে পশ্চিমবঙ্গ, ফেসবুক পোস্ট মমতার

আর্থিক বৃদ্ধির হারে দেশে প্রথম স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গ । এই তথ্য জানিয়ে তিনি রাজ্যবাসীকে অভিনন্দন জানান ।

author img

By

Published : Aug 11, 2019, 2:51 PM IST

মমতা

কলকাতা, 11 অগাস্ট : আর্থিক বৃদ্ধির হারে দেশে প্রথম স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গ । আজ এক ফেসবুক পোস্টে একথা লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, "ভারত সরকারের রিপোর্ট অনুযায়ী 2018-19 আর্থিক বর্ষে পশ্চিমবঙ্গের বৃদ্ধি হার ছিল 12.58 শতাংশ । ভারতের রাজ্যগুলির মধ্যে এটা সর্বোচ্চ ।" এই তথ্য জানিয়ে তিনি সকল রাজ্যবাসীকে অভিনন্দন জানান ।

তিনি আজ আরও লেখেন, "সারা দেশে মন্দার মধ্যেও আমাদের এই কৃতিত্ব সত্যি উল্লেখযোগ্য ।" পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা বন্দ্যপাধ্যায় জানান, 2014 থেকে 2019 সালের মধ্যে ত্রৈমাসিক GDP-র হার সব থেকে কম ছিল । পাশাপাশি তাঁর দাবি, দেশে শিল্প উৎপাদনের বৃদ্ধির হার 7 শতাংশ থেকে 2 শতাংশে নেমে গেছে । 45 বছরের মধ্যে বেকারত্বের হার সব থেকে বেশি ।

কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের নীতির সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড থেকে BSNL, এয়ার ইন্ডিয়া থেকে রেলওয়ে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে অ্যালো স্টিল প্ল্যান্ট । তাছাড়া আরও প্রায় 45টি সরকারি খাতের উদ্যোগকে কেন্দ্রীয় সরকার সক্রিয়ভাবে বেসরকারিকরণের পথে হাঁটছে । এর ফলে লাখা লাখ যুবক বেকার হবে । সাম্প্রতিককালে ভারতে চর্ম ও গাড়ি উৎপাদন শিল্প খাতে তিন লাখ কর্মী বেকার হয়েছে ।"

CMIE-র রিপোর্টকে উদ্ধৃত করে 13 ট্রিলিয়ন টাকার বিনিয়োগ স্থগিত হয়ে আছে বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "প্রত্যেকেরই দেশের বর্তমান বাস্তব পরিস্থিতিটি দেখার ও অনুধাবন করা প্রয়োজন । বর্তমানে সরকারের অ্যাজেন্ডা দেশের উন্নতি ও অর্থনীতির থেকে সরে কেবল মাত্র রাজনীতির উপর গিয়ে পড়েছে । "

কলকাতা, 11 অগাস্ট : আর্থিক বৃদ্ধির হারে দেশে প্রথম স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গ । আজ এক ফেসবুক পোস্টে একথা লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, "ভারত সরকারের রিপোর্ট অনুযায়ী 2018-19 আর্থিক বর্ষে পশ্চিমবঙ্গের বৃদ্ধি হার ছিল 12.58 শতাংশ । ভারতের রাজ্যগুলির মধ্যে এটা সর্বোচ্চ ।" এই তথ্য জানিয়ে তিনি সকল রাজ্যবাসীকে অভিনন্দন জানান ।

তিনি আজ আরও লেখেন, "সারা দেশে মন্দার মধ্যেও আমাদের এই কৃতিত্ব সত্যি উল্লেখযোগ্য ।" পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা বন্দ্যপাধ্যায় জানান, 2014 থেকে 2019 সালের মধ্যে ত্রৈমাসিক GDP-র হার সব থেকে কম ছিল । পাশাপাশি তাঁর দাবি, দেশে শিল্প উৎপাদনের বৃদ্ধির হার 7 শতাংশ থেকে 2 শতাংশে নেমে গেছে । 45 বছরের মধ্যে বেকারত্বের হার সব থেকে বেশি ।

কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের নীতির সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড থেকে BSNL, এয়ার ইন্ডিয়া থেকে রেলওয়ে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে অ্যালো স্টিল প্ল্যান্ট । তাছাড়া আরও প্রায় 45টি সরকারি খাতের উদ্যোগকে কেন্দ্রীয় সরকার সক্রিয়ভাবে বেসরকারিকরণের পথে হাঁটছে । এর ফলে লাখা লাখ যুবক বেকার হবে । সাম্প্রতিককালে ভারতে চর্ম ও গাড়ি উৎপাদন শিল্প খাতে তিন লাখ কর্মী বেকার হয়েছে ।"

CMIE-র রিপোর্টকে উদ্ধৃত করে 13 ট্রিলিয়ন টাকার বিনিয়োগ স্থগিত হয়ে আছে বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "প্রত্যেকেরই দেশের বর্তমান বাস্তব পরিস্থিতিটি দেখার ও অনুধাবন করা প্রয়োজন । বর্তমানে সরকারের অ্যাজেন্ডা দেশের উন্নতি ও অর্থনীতির থেকে সরে কেবল মাত্র রাজনীতির উপর গিয়ে পড়েছে । "

New Delhi, Aug 11 (ANI): Makers of the much-awaited thriller drama 'Saaho' dropped a power-packed trailer on Saturday which will surely keep you glued to your seats. The two-minute-47-second trailer showcases South Indian superstar Prabhas playing the role of an undercover agent whose only goal is to catch the people who are responsible for a massive robbery involving millions. He has to deal with a "dangerous city of powerful gangsters" which includes Neil Nitin Mukesh, Jackie Shroff, Mandira Bedi, Chunky Panday and Arun Vijay. The trailer showcasing larger than life visuals gives a glimpse of the colossal scale on which the movie has been made. Prabhas' life takes a drastic turn when crime branch officer Amrita Nair (played by Shraddha Kapoor) enters his life and the powerful duo is able to fight with the gangsters. The trailer is a perfect amalgamation of dynamic action and romantic sequences between the film's lead pair. The high-octane action has been brilliantly choreographed which just proves to be a visual treat for the viewers. Film critic and trade analyst Taran Adarsh shared the trailer on his Twitter handle. The movie has been shot in Telugu, Tamil, and Hindi simultaneously at a number of stunning locations in and out of the country and is slated to hit the theatres on August 30.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.