কলকাতা, 27 এপ্রিল : কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আজ প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, প্রায় 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া ,পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আগামী 24 ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ।
কলকাতাতে আজও আকাশ মেঘলা রয়েছে । বিকেলে শহর ও শহরতলীতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 91%, সর্বনিম্ন 43% । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে সামান্য ।
বর্তমানে বঙ্গোপসাগরের উপর একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত রয়েছে । সেই সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে অসম থেকে পঞ্জাব পর্যন্ত । নিম্নচাপ অক্ষরেখাটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশের উপর দিয়ে পঞ্জাব পর্যন্ত বিস্তৃত রয়েছে । বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত থাকার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে । সেইসঙ্গে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত থাকায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে । ফলে রাজ্যে ঝড়-বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে । আগামী 30 এপ্রিল বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে । এর ফলে সমুদ্র উত্তাল থাকবে কয়েক দিন । তাই আগামী 24 ঘণ্টাতেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।
দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস - কলকাতা
আগামী 24 ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সর্তকতা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।
কলকাতা, 27 এপ্রিল : কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আজ প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, প্রায় 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া ,পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আগামী 24 ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ।
কলকাতাতে আজও আকাশ মেঘলা রয়েছে । বিকেলে শহর ও শহরতলীতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 91%, সর্বনিম্ন 43% । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে সামান্য ।
বর্তমানে বঙ্গোপসাগরের উপর একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত রয়েছে । সেই সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে অসম থেকে পঞ্জাব পর্যন্ত । নিম্নচাপ অক্ষরেখাটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশের উপর দিয়ে পঞ্জাব পর্যন্ত বিস্তৃত রয়েছে । বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত থাকার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে । সেইসঙ্গে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত থাকায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে । ফলে রাজ্যে ঝড়-বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে । আগামী 30 এপ্রিল বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে । এর ফলে সমুদ্র উত্তাল থাকবে কয়েক দিন । তাই আগামী 24 ঘণ্টাতেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।