ETV Bharat / state

West Bengal Weather Forecast: ঠান্ডা গরমে বিদায় শীতের, স্বাগত বসন্ত

দুয়ারে বসন্ত ৷ তার মধ্যে শিরশিরানি ঠান্ডার অস্তাচলে যাওয়ার সময় এসে গিয়েছে (IMD Weather Forecast For West Bengal) ৷ বলা যায় শীতের বিদায় ঘণ্টা প্রায় বেজেই গিয়েছে ৷ তবে প্রেমের সপ্তাহটা ঠান্ডা- গরমের মধ্য়ে দিয়েই বিদায় নেবে শীত ৷

West Bengal Weather Forecast
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 11, 2023, 7:01 AM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি: আজি বসন্ত জাগ্রত দ্বারে । শিরশিরানি ঠান্ডার অস্তাচলে যাওয়ার সঙ্গেই বাতাসে বসন্তের আগমনী। সে যাই হোক, সপ্তাহটা ভালোবাসার। বসন্ত কালেই তো ভালোবাসা গাঢ় হয় । বাতাসে প্রেম প্রেম গন্ধ থাকে । অনেকেই মনে করেন, হালকা ঠান্ডায় প্রেম বাড়ে। কিন্তু শীত তো গত কয়েকদিন ধরেই বিদায় নিয়েছে । বদলে দিনের বেলাতেও রোদের ছ্যাঁকা রীতিমত গায়ে লাগছে (West Bengal Weather Update) ।

গত দু'দিনের তুলনায় শুক্রবার দক্ষিণবঙ্গের পারদ প্রায় তিন ডিগ্রি নেমেছে । তাতেও শীতের কামড়ের অনুপস্থিতি । মাঘ মাসের শেষ লগ্নে তা আর মিলবে না বলেই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । বলতে দ্বিধা নেই, 'বিদায় শীত স্বাগত বসন্ত' । শুক্রবার কলকাতা এবং আশপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.8 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 90 শতাংশ ।

আরও পড়ুন: আজ প্রমিস ডে'তে প্রিয়তম'র সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে জানুন গ্রহের অবস্থা

হাওয়া অফিসের পক্ষ থেকে আগামি পাঁচদিনের আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে দক্ষিণবঙ্গে আগামী তিনদিন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে । পরবর্তী দু’দিন পারদ 2 থেকে 3 ডিগ্রি কমবে । অর্থাৎ গরম ঠান্ডার দোলাচল চলবে মঙ্গলবার পর্যন্ত । তারপর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ দু’টোই বাড়বে । ফলে ঠাণ্ডার ছিঁটেফোঁটা হয়তো সেভাবে মিলবে না । যদিও উত্তরবঙ্গের পরিস্থিতি একটু হলেও আলাদা ৷ আগামী দু’দিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই । পরবর্তী 3 দিন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে । অর্থাৎ দক্ষিণবঙ্গের তুলনায় ঠান্ডা ভাবটা উত্তরবঙ্গে অল্প হলেও থাকবে । শনিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও আকাশে রোদের দেখা মিলবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কলকাতা, 11 ফেব্রুয়ারি: আজি বসন্ত জাগ্রত দ্বারে । শিরশিরানি ঠান্ডার অস্তাচলে যাওয়ার সঙ্গেই বাতাসে বসন্তের আগমনী। সে যাই হোক, সপ্তাহটা ভালোবাসার। বসন্ত কালেই তো ভালোবাসা গাঢ় হয় । বাতাসে প্রেম প্রেম গন্ধ থাকে । অনেকেই মনে করেন, হালকা ঠান্ডায় প্রেম বাড়ে। কিন্তু শীত তো গত কয়েকদিন ধরেই বিদায় নিয়েছে । বদলে দিনের বেলাতেও রোদের ছ্যাঁকা রীতিমত গায়ে লাগছে (West Bengal Weather Update) ।

গত দু'দিনের তুলনায় শুক্রবার দক্ষিণবঙ্গের পারদ প্রায় তিন ডিগ্রি নেমেছে । তাতেও শীতের কামড়ের অনুপস্থিতি । মাঘ মাসের শেষ লগ্নে তা আর মিলবে না বলেই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । বলতে দ্বিধা নেই, 'বিদায় শীত স্বাগত বসন্ত' । শুক্রবার কলকাতা এবং আশপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.8 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 90 শতাংশ ।

আরও পড়ুন: আজ প্রমিস ডে'তে প্রিয়তম'র সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে জানুন গ্রহের অবস্থা

হাওয়া অফিসের পক্ষ থেকে আগামি পাঁচদিনের আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে দক্ষিণবঙ্গে আগামী তিনদিন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে । পরবর্তী দু’দিন পারদ 2 থেকে 3 ডিগ্রি কমবে । অর্থাৎ গরম ঠান্ডার দোলাচল চলবে মঙ্গলবার পর্যন্ত । তারপর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ দু’টোই বাড়বে । ফলে ঠাণ্ডার ছিঁটেফোঁটা হয়তো সেভাবে মিলবে না । যদিও উত্তরবঙ্গের পরিস্থিতি একটু হলেও আলাদা ৷ আগামী দু’দিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই । পরবর্তী 3 দিন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে । অর্থাৎ দক্ষিণবঙ্গের তুলনায় ঠান্ডা ভাবটা উত্তরবঙ্গে অল্প হলেও থাকবে । শনিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও আকাশে রোদের দেখা মিলবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.