ETV Bharat / state

West Bengal Weather Update: জাঁকিয়ে শীতে কাঁটা ঘূর্ণিঝড় মানদৌস, বঙ্গে বাড়বে তাপমাত্রা - Weather Update for West Bengal today

আজ থেকে তাপমাত্রা (Temperature) কয়েক ডিগ্রি বাড়তে পারে । ঘূর্ণিঝড় মানদৌস আছড়ে পড়ার শঙ্কা দেখা দিলেও বাংলায় তার প্রভাব নেই (West Bengal Weather Update) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 9, 2022, 6:54 AM IST

কলকাতা, 9 ডিসেম্বর: জাঁকিয়ে শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড় মানদৌস, আজ থেকে বাড়বে তাপমাত্রা । হাওয়া অফিসের এই পূর্বাভাসে শীতবিলাসীদের মুখ ভার (Weather Report) । ফের বৃষ্টি নামতে পারে ভেবে উঠিয়ে রাখা বর্ষাতির খোঁজ করছেন অনেকে । মানদৌস আছড়ে পড়ার শঙ্কা দেখা দিলেও বাংলায় তার প্রভাব নেই । হেমন্তের শেষে শীতের আগমনীতে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের প্রত্যাবর্তনে ভ্রু কোঁচকানোরই কথা (West Bengal Weather Update) ।

আন্দামান সাগরে (Andaman Sea) গভীর নিম্নচাপ (Deep Depression) ঘূর্ণিঝড় মানদৌসে পরিণত হয়েছে । আর সেই কারণে বাংলায় শীত সাময়িক ধাক্কা খেতে পারে । আজ 9 তারিখ শুক্রবার থেকে তাপমাত্রা (Temperature) কয়েক ডিগ্রি বাড়তে পারে । বৃহস্পতিবার শীত বজায় থাকলেও শুক্রবার থেকে তাপমাত্রা চড়বে (Weather Forecast) । আলিপুর আবহাওয়া দফতর (IMD Kolkata) জানিয়েছে, এই মুহূর্তে রাজ্যের উত্তরে হাওয়ার দাপট রয়েছে । ফলে শীতের আমেজ বজায় রয়েছে । 9 তারিখ থেকে তাপমাত্রা হালকা বাড়বে । আলিুপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী 24 ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না এবং পরবর্তী 3-4 দিন তাপমাত্রা 2-4 ডিগ্রি সেলসিয়াস বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ।

আজকের আবহাওয়া

বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ 25.8 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিক । শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে ।

হাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আমাদের আন্দামান সাগরে । সেটির অভিমুখ তামিলনাড়ু, পদুচেরী বা সাউথ কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে । এই আবহাওয়ার প্রভাব আংশিক পড়বে বাংলায় । ফলে কিছুটা মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা আছে । 9 তারিখ বা তারপর থেকে রাতের তাপমাত্রা সাময়িকভাবে বেড়ে যাবে ।

আরও পড়ুন: ব্যবসায়ীদের জন্য আজ দিনটি কেমন ? জানুন রাশিফলে

মেঘলা আকাশ থাকলেও রাজ্যে আগামী পাঁচদিন বৃষ্টির কোথাও কোনও সম্ভাবনা থাকছে না । দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের ক্ষেত্রে যে ঠান্ডাটা আমরা এখন অনুভূত হচ্ছে সেটা আজও থাকবে । বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কোথাও নেই । তাই মানদৌস ঘূর্ণিঝড় বঙ্গে প্রবেশ করুক বা না করুক শীতের যাত্রাপথে সে কাঁটা সাময়িকভাবে হলেও ছড়াচ্ছে ।

কলকাতা, 9 ডিসেম্বর: জাঁকিয়ে শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড় মানদৌস, আজ থেকে বাড়বে তাপমাত্রা । হাওয়া অফিসের এই পূর্বাভাসে শীতবিলাসীদের মুখ ভার (Weather Report) । ফের বৃষ্টি নামতে পারে ভেবে উঠিয়ে রাখা বর্ষাতির খোঁজ করছেন অনেকে । মানদৌস আছড়ে পড়ার শঙ্কা দেখা দিলেও বাংলায় তার প্রভাব নেই । হেমন্তের শেষে শীতের আগমনীতে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের প্রত্যাবর্তনে ভ্রু কোঁচকানোরই কথা (West Bengal Weather Update) ।

আন্দামান সাগরে (Andaman Sea) গভীর নিম্নচাপ (Deep Depression) ঘূর্ণিঝড় মানদৌসে পরিণত হয়েছে । আর সেই কারণে বাংলায় শীত সাময়িক ধাক্কা খেতে পারে । আজ 9 তারিখ শুক্রবার থেকে তাপমাত্রা (Temperature) কয়েক ডিগ্রি বাড়তে পারে । বৃহস্পতিবার শীত বজায় থাকলেও শুক্রবার থেকে তাপমাত্রা চড়বে (Weather Forecast) । আলিপুর আবহাওয়া দফতর (IMD Kolkata) জানিয়েছে, এই মুহূর্তে রাজ্যের উত্তরে হাওয়ার দাপট রয়েছে । ফলে শীতের আমেজ বজায় রয়েছে । 9 তারিখ থেকে তাপমাত্রা হালকা বাড়বে । আলিুপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী 24 ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না এবং পরবর্তী 3-4 দিন তাপমাত্রা 2-4 ডিগ্রি সেলসিয়াস বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ।

আজকের আবহাওয়া

বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ 25.8 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিক । শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে ।

হাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আমাদের আন্দামান সাগরে । সেটির অভিমুখ তামিলনাড়ু, পদুচেরী বা সাউথ কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে । এই আবহাওয়ার প্রভাব আংশিক পড়বে বাংলায় । ফলে কিছুটা মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা আছে । 9 তারিখ বা তারপর থেকে রাতের তাপমাত্রা সাময়িকভাবে বেড়ে যাবে ।

আরও পড়ুন: ব্যবসায়ীদের জন্য আজ দিনটি কেমন ? জানুন রাশিফলে

মেঘলা আকাশ থাকলেও রাজ্যে আগামী পাঁচদিন বৃষ্টির কোথাও কোনও সম্ভাবনা থাকছে না । দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের ক্ষেত্রে যে ঠান্ডাটা আমরা এখন অনুভূত হচ্ছে সেটা আজও থাকবে । বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কোথাও নেই । তাই মানদৌস ঘূর্ণিঝড় বঙ্গে প্রবেশ করুক বা না করুক শীতের যাত্রাপথে সে কাঁটা সাময়িকভাবে হলেও ছড়াচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.