ETV Bharat / state

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আরও বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা - Kolkata

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আবহাওয়ার দ্রুত পরিবর্তন ঘটছে ৷ বাড়ছে তাপমাত্রা ৷ জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়ায় আজ ও আগামীকাল জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৷ সিকিম ও দার্জিলিঙেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে ।

ফাইল ফোটো
ফাইল ফোটো
author img

By

Published : Jan 16, 2020, 11:50 AM IST

কলকাতা, 16 জানুয়ারি : 24 ঘণ্টায় বেড়েছে তাপমাত্রা ৷ গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় আরও বাড়বে তাপমাত্রা ৷ পৌঁছাতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসে ৷ পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দ্রুত পরিবর্তন ঘটছে আবহাওয়ার ৷ বাড়ছে তাপমাত্রা ৷ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই ৷ তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৷ আজ থেকে কালিম্পং ও দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামীকাল ও শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামাকীল থেকে সিকিম ও দার্জিলিঙে হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে ৷ আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই ৷ তবে, কুয়াশার প্রভাব থাকবে ৷ দুই পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ৷ আগামী রবিবার পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে ৷ জম্মু ও কাশ্মীর উপত্যকায় নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়ায় আজ ও আগামীকাল জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৷ বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টিও হতে পারে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে ৷

কলকাতা, 16 জানুয়ারি : 24 ঘণ্টায় বেড়েছে তাপমাত্রা ৷ গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় আরও বাড়বে তাপমাত্রা ৷ পৌঁছাতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসে ৷ পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দ্রুত পরিবর্তন ঘটছে আবহাওয়ার ৷ বাড়ছে তাপমাত্রা ৷ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই ৷ তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৷ আজ থেকে কালিম্পং ও দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামীকাল ও শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামাকীল থেকে সিকিম ও দার্জিলিঙে হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে ৷ আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই ৷ তবে, কুয়াশার প্রভাব থাকবে ৷ দুই পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ৷ আগামী রবিবার পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে ৷ জম্মু ও কাশ্মীর উপত্যকায় নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়ায় আজ ও আগামীকাল জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৷ বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টিও হতে পারে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে ৷

Intro:তাপমাত্রার পারদ আরও বেড়েছে গত 24 ঘন্টায়। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে 14 দশমিক 4 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। গত 24 ঘন্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রার পারদ বেড়ে হয়েছে 28 ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 24 ঘণ্টায় তাপমাত্রার পারদ আরো বেশ খানিকটা বাড়বে। আগামীকাল 17 তারিখ তাপমাত্রার পারদ বেড়ে 15 ডিগ্রী সেলসিয়াস পৌঁছতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দ্রুত পরিবর্তন ঘটছে আবহাওয়ার। এই পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বাড়ছে তাপমাত্রার পারদ। আজ কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% ও সর্বনিম্ন 39 শতাংশ। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয় নি।


Body:আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাবে উত্তরবঙ্গের জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকেই কালিংপং ও দার্জিলিঙে বৃষ্টি শুরু হবে। আগামীকাল ও পরশু উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র-শনিবার বৃষ্টির সঙ্গে হালকা তুষারপাতের পূর্বাভাস রয়েছে সিকিম ও দার্জিলিং এর পার্বত্য এলাকায়। আপাতত দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা নেই তবে কুয়াশার প্রভাব থাকবে। উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা নদিয়া হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী রবিবার পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Conclusion:পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রাজ্যে বৃষ্টি ও কুয়াশার তৈরি হচ্ছে। ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই একটি পশ্চিমী ঝঞ্ঝা ছিল জম্মু-কাশ্মীরে। গতকাল থেকে আরও একটি পশ্চিমী ঝঞ্জা ঢুকে পড়েছে জম্মু কাশ্মীর উপত্যকায়। এর ফলে আজ ও আগামীকাল জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখন্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টি হতে পারে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান চন্ডিগড় দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.