কলকাতা, 16 জানুয়ারি : 24 ঘণ্টায় বেড়েছে তাপমাত্রা ৷ গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় আরও বাড়বে তাপমাত্রা ৷ পৌঁছাতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসে ৷ পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দ্রুত পরিবর্তন ঘটছে আবহাওয়ার ৷ বাড়ছে তাপমাত্রা ৷ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷
আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই ৷ তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৷ আজ থেকে কালিম্পং ও দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামীকাল ও শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামাকীল থেকে সিকিম ও দার্জিলিঙে হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে ৷ আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই ৷ তবে, কুয়াশার প্রভাব থাকবে ৷ দুই পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ৷ আগামী রবিবার পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে ৷ জম্মু ও কাশ্মীর উপত্যকায় নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়ায় আজ ও আগামীকাল জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৷ বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টিও হতে পারে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে ৷