কলকাতা, 10 জুন : আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে । মাঝেমধ্যেই হচ্ছে বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে । তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা । আলিপুরদুয়ার, কোচবিহার ও তরাই-ডুয়ার্স এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 48 ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম থাকবে ।
কলকাতায় আগামী 24 ঘণ্টা আকাশ মেঘলা থাকবে । আগামী 24 ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতায় আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 93 শতাংশ ও সর্বনিম্ন 56 শতাংশ । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর কষ্টদায়ক গরম থাকবে ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ক্রমশ গতিবেগ বৃদ্ধি করছে । উত্তর বঙ্গোপসাগরের বেশ কিছুটা অংশে ইতিমধ্যেই প্রবেশ করেছে মৌসুমি বায়ু । বর্তমানে মায়ানমারের বেশ কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমি বায়ু । এবার ক্রমশ উত্তর-পূর্ব ভারতের মধ্যে দিয়ে উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা । আগামী 48-72 ঘণ্টার মধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু ।