কলকাতা, 13 অক্টোবর: এবার পুজোয় প্যাঁচ প্যাঁচে কাদা নয় ৷ বেরোতে হবে না ছাতা নিয়েও ৷ বাংলা থেকে বিদায় নিয়েঠে বর্ষা, জানিয়েছে আবহাওয়া দফতর ৷ ফলে খুশির এই খবরে স্বস্তিতে রাজ্যবাসী ৷ রোদ ঝলমলে আবহাওয়াতেই এবার পুজোর আনন্দে মেতে উঠতে পারবে আপামর বঙ্গবাসী ৷
হাওয়া অফিসের ক্যালেণ্ডার অনুসারে 10 অক্টোবর রাজ্য থেকে বর্ষা বিদায়ের নির্ধারিত সময়। 13 অক্টোবর দক্ষিনবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছুটা অংশ থেকে বর্ষা ধরেছে বলে শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়। তবে উত্তরবঙ্গের যে অংশ থেকে বর্ষা এখনও বিদায় নেয়নি সেখানে হালকা বৃষ্টি হবে এবং তা বিদায়ের নামান্তর।
পুজোয় বৃষ্টি আনন্দের কাঁটা হবে না বলে জানিয়ে দিলেন আবহাওয়াবিদ সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আরও জানিয়েছেন, কুড়ি তারিখের পর থেকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রীর নিচে নেমে যাবে। জেলায় তা আরও নামবে। ফলে রাতের দিকে আবহাওয়া অনেকটাই মনোরম হবে। অবশ্য বর্ষা বিদায় নিলেও চলতি বছরে 23 শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এল নিনোর বছর বলে এই ঘাটতিকে বিশেষ পাত্তা দিচ্ছেন না আবহবিদরা।
তিনি বলেন, "উত্তরবঙ্গের ক্ষেত্রে 17-20 তারিখ দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি ৷ বাকি জেলা শুকনো থাকবে ৷ পুজোর সময় 21 থেকে 24 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ দক্ষিণ বঙ্গের ক্ষেত্রে 17-20 তারিখ আংশিক কোনও জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ৷ 21 থেকে 24 তারিখের মধ্যে 21 ও 22 তারিখ শুকনো থাকবে ৷ 23 ও 24 তারিখ সমুদ্রতীরবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷"
রাত পোহালেই মহালয়া ৷ দেবীপক্ষের শুরু ৷ একসপ্তাহ পরেই মর্ত্যে উমার আগমন ৷ রাজ্যে পুজোয় আবহাওয়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আগামী তিন-চার দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে ৷ শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোর আকাশ মেঘলা থাকতে পারে ৷ তবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বিশেষত দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে দক্ষিণে বৃষ্টি কম হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: মহালয়ায় বৃষ্টি নেই, স্বস্তির পূর্বাভাস হাওয়া অফিসের, পুজোয় কী হবে ?