ETV Bharat / state

WBPTTA-র কর্মসূচিতে বাধা পুলিশের, ডেপুটেশন দেওয়া হল না মুখ্যমন্ত্রীকে - প্রাথমিক শিক্ষক

মিছিল করে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনা ছিল WBPTTA ৷ কিন্তু, বাধা দেয় পুলিশ ৷ গ্রেপ্তার 10 ৷

ডেপুটেশন
author img

By

Published : Sep 15, 2019, 11:57 AM IST

Updated : Sep 15, 2019, 3:21 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : আজ হাজরা মোড়ে জমায়েত হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেনড টিচার্স অ্যাসোসিয়েশনের (WBPTTA) সদস্যরা । উদ্দেশ্য ছিল, মিছিল করে মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে ডেপুটেশন দেওয়া । কিন্তু, তার আগেই 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার জন্য আজ সকাল থেকেই হাজরায় জমায়েত শুরু করেন প্রাথমিক শিক্ষক ও PTTI ছাত্রছাত্রীরা ৷ সকাল 11টা থেকে মিছিল করে মুখ্যমন্ত্রী বাড়ি যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের ৷ সেখানে তাঁকে জমা দিতেন ৷ পুলিশের তরফে বাধা আসতে পারে বলে আগে থেকেই আশঙ্কা ছিল জমায়েতকারীদের ৷ সকালেই সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা চাইব পুলিশ-প্রশাসন এবং দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) যা প্রশাসনিক ক্ষমতা আছে, তা দিয়ে বল প্রয়োগ না করে শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিনিধিদের নিয়ে যাক । শুধু কপিটা জমা দেবেন । এছাড়া, আমরা অন্য কোনও ঝামেলা করতে আসিনি । আর পুলিশ যদি মনে করে যে, আমাদের উপর বলপ্রয়োগ করবে, আমরা বৃহত্তর আন্দোলনে নামব । 23 সেপ্টেম্বর নবান্ন অভিযান করব আমরা । "

Agitation
আশুতোষ কলেজের সামনে জমায়েত

পরে সত্যি হয় সেই আশঙ্কা ৷ 11 টার আগেই পুলিশের তরফে বলা হয়, তাঁদের ডেপুটেশন দিতে যাওয়ার কোনও অনুমতি নেই । কিন্তু, ডেপুটেশন দেওয়ার জন্য WBPTTA-র তরফে বারবার অনুরোধ করা হয় ৷ তাতে কোনও লাভ হয়নি ৷ প্রায় 10 মিনিট আলোচনার পর WBPTTA-র রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই সহ 10 জনকে তুলে নিয়ে যায় পুলিশ ৷ পরে তাঁদের গ্রেপ্তার করা হয় ৷

দেখুন ভিডিয়ো

কলকাতা, 15 সেপ্টেম্বর : আজ হাজরা মোড়ে জমায়েত হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেনড টিচার্স অ্যাসোসিয়েশনের (WBPTTA) সদস্যরা । উদ্দেশ্য ছিল, মিছিল করে মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে ডেপুটেশন দেওয়া । কিন্তু, তার আগেই 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার জন্য আজ সকাল থেকেই হাজরায় জমায়েত শুরু করেন প্রাথমিক শিক্ষক ও PTTI ছাত্রছাত্রীরা ৷ সকাল 11টা থেকে মিছিল করে মুখ্যমন্ত্রী বাড়ি যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের ৷ সেখানে তাঁকে জমা দিতেন ৷ পুলিশের তরফে বাধা আসতে পারে বলে আগে থেকেই আশঙ্কা ছিল জমায়েতকারীদের ৷ সকালেই সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা চাইব পুলিশ-প্রশাসন এবং দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) যা প্রশাসনিক ক্ষমতা আছে, তা দিয়ে বল প্রয়োগ না করে শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিনিধিদের নিয়ে যাক । শুধু কপিটা জমা দেবেন । এছাড়া, আমরা অন্য কোনও ঝামেলা করতে আসিনি । আর পুলিশ যদি মনে করে যে, আমাদের উপর বলপ্রয়োগ করবে, আমরা বৃহত্তর আন্দোলনে নামব । 23 সেপ্টেম্বর নবান্ন অভিযান করব আমরা । "

Agitation
আশুতোষ কলেজের সামনে জমায়েত

পরে সত্যি হয় সেই আশঙ্কা ৷ 11 টার আগেই পুলিশের তরফে বলা হয়, তাঁদের ডেপুটেশন দিতে যাওয়ার কোনও অনুমতি নেই । কিন্তু, ডেপুটেশন দেওয়ার জন্য WBPTTA-র তরফে বারবার অনুরোধ করা হয় ৷ তাতে কোনও লাভ হয়নি ৷ প্রায় 10 মিনিট আলোচনার পর WBPTTA-র রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই সহ 10 জনকে তুলে নিয়ে যায় পুলিশ ৷ পরে তাঁদের গ্রেপ্তার করা হয় ৷

দেখুন ভিডিয়ো
Intro:কলকাতা, 15 সেপ্টেম্বর: আজ হাজরা মোড়ে জমায়েত হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন। তাঁদের পরিকল্পনা ছিল, মুখ্যমন্ত্রীর বাড়িতে মিছিল করে গিয়ে ডেপুটেশন দেওয়া। কিন্তু, তাঁদের ডেপুটেশন দিতে যাওয়ার কোনো অনুমতি নেই। বার বার বলা সত্ত্বেও WBPTTA-র তরফে বারবার পুলিশকে অনুরোধ করা হয় তাদের প্রতিনিধি দলকে ডেপুটেশন দিতে যেতে। প্রায় দশ মিনিট ধরে পুলিশের সঙ্গে আলোচনা চলার পর শেষ পর্যন্ত WBPTTA-র রাজ‍্য সভাপতি পিন্টু পাড়ুইকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি, আশুতোষ কলেজের সামনে জমায়েতকারীদেরও তুলে নিয়ে যাওয়া হয়।


Body:ঢ


Conclusion:
Last Updated : Sep 15, 2019, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.