ETV Bharat / state

একাধিক পরীক্ষার দিন ঘোষণা রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ডের

author img

By

Published : Mar 22, 2021, 5:49 PM IST

সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্সে ভরতির প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য দিন 14 অগাস্ট ।

WBJEE
প্রতীকী ছবি

কলকাতা, 22 মার্চ : একাধিক প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড । সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সে ভরতির প্রবেশিকা পরীক্ষা, কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা-সহ অন্যান্য কয়েকটি পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে । পাশাপাশি, বর্তমানে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা-সহ মোট তিনটি প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়াও চলছে ।

ফেব্রুয়ারি মাসের প্রথমেই 2021 সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করেছিল । সেই ঘোষণা অনুযায়ী, 11 জুলাই হবে পরীক্ষা । তারপরই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের কোর্সগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ করেছিল বোর্ড । যদিও প্রথমে দেওয়া সম্ভাব্য সূচি পরে পরিবর্তন করা হয় । জানানো হয়, 31 জুলাই এবং 1 অগাস্টের পরিবর্তে পরীক্ষা হবে 7 এবং 8 অগাস্ট।

এরপর একে একে একাধিক পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করেছে বোর্ড । সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্সে ভরতির প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য দিন 14 অগাস্ট ।

আরও পড়ুন : 4 মে-10 জুন সিবিএসই বোর্ডের পরীক্ষা, ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

এই পরীক্ষার জন্য এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে । রাজ্যের প্রতিষ্ঠানগুলিতে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সে ভরতির জন্য কমন প্রবেশিকা পরীক্ষা 2021-এর দিন ঘোষণা করা হয়েছে । বোর্ডের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে, 28 অগাস্ট পরীক্ষার সম্ভাব্য দিন । এই পরীক্ষার জন্য এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহ থেকে শুরু হবে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া । এ ছাড়া, জেইএনপিএএস-ইউজি, জেইএলইট, জেইপিএএস (পিজি), জেইএমএসসিএন-সহ বহু পরীক্ষার দিন ও আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরুর সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে।

ইতিমধ্যেই তিনটি প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে । 19 মার্চ থেকে শুরু হয়েছে পিইউবিডিইটি-র অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া । চলবে 8 এপ্রিল বিকেল 5টা পর্যন্ত। জেইএনপিএএস-ইউজি-র অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে 12 মার্চ । চলবে 15 এপ্রিল পর্যন্ত । চলছে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া । যা 23 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 23 মার্চ পর্যন্ত চলার কথা । অর্থাৎ, আগামীকাল 2021 সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য অনলাইন আবেদন করার শেষ দিন ।

কলকাতা, 22 মার্চ : একাধিক প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড । সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সে ভরতির প্রবেশিকা পরীক্ষা, কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা-সহ অন্যান্য কয়েকটি পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে । পাশাপাশি, বর্তমানে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা-সহ মোট তিনটি প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়াও চলছে ।

ফেব্রুয়ারি মাসের প্রথমেই 2021 সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করেছিল । সেই ঘোষণা অনুযায়ী, 11 জুলাই হবে পরীক্ষা । তারপরই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের কোর্সগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ করেছিল বোর্ড । যদিও প্রথমে দেওয়া সম্ভাব্য সূচি পরে পরিবর্তন করা হয় । জানানো হয়, 31 জুলাই এবং 1 অগাস্টের পরিবর্তে পরীক্ষা হবে 7 এবং 8 অগাস্ট।

এরপর একে একে একাধিক পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করেছে বোর্ড । সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্সে ভরতির প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য দিন 14 অগাস্ট ।

আরও পড়ুন : 4 মে-10 জুন সিবিএসই বোর্ডের পরীক্ষা, ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

এই পরীক্ষার জন্য এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে । রাজ্যের প্রতিষ্ঠানগুলিতে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সে ভরতির জন্য কমন প্রবেশিকা পরীক্ষা 2021-এর দিন ঘোষণা করা হয়েছে । বোর্ডের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে, 28 অগাস্ট পরীক্ষার সম্ভাব্য দিন । এই পরীক্ষার জন্য এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহ থেকে শুরু হবে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া । এ ছাড়া, জেইএনপিএএস-ইউজি, জেইএলইট, জেইপিএএস (পিজি), জেইএমএসসিএন-সহ বহু পরীক্ষার দিন ও আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরুর সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে।

ইতিমধ্যেই তিনটি প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে । 19 মার্চ থেকে শুরু হয়েছে পিইউবিডিইটি-র অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া । চলবে 8 এপ্রিল বিকেল 5টা পর্যন্ত। জেইএনপিএএস-ইউজি-র অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে 12 মার্চ । চলবে 15 এপ্রিল পর্যন্ত । চলছে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া । যা 23 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 23 মার্চ পর্যন্ত চলার কথা । অর্থাৎ, আগামীকাল 2021 সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য অনলাইন আবেদন করার শেষ দিন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.