ETV Bharat / state

Azad Kashmir in WBBSE Test Paper: মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নে 'আজাদ কাশ্মীর' - আজাদ কাশ্মীর

মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নে লেখা 'আজাদ কাশ্মীর' (Azad Kashmir in WBBSE Test Paper)। মালদার রামকৃষ্ণ মিশনের প্রশ্ন নিয়ে বিতর্কের সৃষ্টি হল ৷

Azad Kashmir in WBBSE Test Paper ETV Bharat
টেস্ট পেপারের প্রশ্নে আজাদ কাশ্মীর
author img

By

Published : Jan 17, 2023, 4:17 PM IST

Updated : Jan 17, 2023, 5:28 PM IST

টেস্ট পেপারের প্রশ্নে 'আজাদ কাশ্মীর'

কলকাতা, 17 জানুয়ারি: মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নে জ্বলজ্বল করছে 'আজাদ কাশ্মীর' লেখাটি (Azad Kashmir in WBBSE Test Paper)। এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ৷ মালদার একটি স্কুলের এই প্রশ্নপত্র নিয়ে তোপ দেগে রাজ্যের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ এনেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার ৷ তবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের দাবি, এ ক্ষেত্রে ইতিহাসের একটি তথ্যকে তুলে ধরা হয়েছে ৷

মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর': সামনেই মাধ্যমিক পরীক্ষা । আর সে ক্ষেত্রে প্রতিবারের মতো এ বারও প্রকাশিত হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার (WBBSE test paper)। সেখানে প্রশ্ন দেখে চক্ষু চড়ক গাছ ছাত্রছাত্রী ও অভিভাবকদের । টেস্ট পেপারের একটি প্রশ্ন ঘিরে দানা বেঁধেছে বিতর্ক । 132 নম্বর পাতায় মানচিত্র শনাক্তকরণের প্রশ্নে লেখা রয়েছে 'আজাদ কাশ্মীর'।

Azad Kashmir in WBBSE Test Paper ETV Bharat
টেস্ট পেপারের প্রশ্নে 'আজাদ কাশ্মীর'

মালদার রামকৃষ্ণ মিশনের প্রশ্ন: মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের স্তম্ভ 'খ'-এ উপবিভাগ 2.4 -এর প্রশ্নে বলা আছে, 'প্রদত্ত ভারতবর্ষে রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর'। সেখানেই এক নম্বরে লেখা রয়েছে 'আজাদ কাশ্মীর'। কাশ্মীরের আগে কেন 'আজাদ' কথাটি ব্যবহার করা হল ? সেই নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে ।

রাজ্যের বিরুদ্ধে তোষণের অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর: এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার । তিনি জানান, "এই ধরনের যে নেগেটিভ ন্যারেটিভ ছাত্রদের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তা অত্যন্ত ভুল । এই ধরনের নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা ঠিক নয় । যে রাজ্যে এগুলি দেখা যায়, সেখানকার মানসিকতাকে বুঝে শিক্ষকও সেই একই চিন্তাভাবনা তৈরি করার চেষ্টা করেন । এখানকার রাজ্য সরকারের একটা তোষণমূলক মনোবৃত্তি রয়েছে । সেটিকে প্রশ্রয় দেওয়ার জন্যই এই ধরনের কাজ করা হচ্ছে ।"

আরও পড়ুন: কাশ্মীর শুধরে গিয়েছে, বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে, বন্দে ভারতে হামলা নিয়ে কটাক্ষ দিলীপের

'আজাদ কাশ্মীর' নিয়ে কেন বিতর্ক : কাশ্মীর নিয়ে বিতর্ক আজকের নয় ৷ কাশ্মীর যে দেশের অবিচ্ছেদ্য অঙ্গ, তা মানতে নারাজ বিচ্ছিন্নতাবাদীরা ৷ সেই কারণে তাঁরা 'আজাদ কাশ্মীর'-এর স্লোগান তুলে বারবার অশান্ত করেছেন ভূস্বর্গকে ৷ প্রতিবেশী দেশ পাকিস্তানকে তাঁদের এই বিক্ষোভে ইন্ধন দিতে দেখা যায় ৷ তবে বিচ্ছিন্নতাবাদীদের এই প্রচেষ্টাকে কড়া হাতে সামাল দিয়ে আসছে দিল্লি ৷ মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নপত্রে সেই 'আজাদ কাশ্মীর' কথার উল্লেখ থাকায় তা বিচ্ছিন্নতাবাদীদের দাবিকে মান্যতা দেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

'শুধুই ইতিহাসের তথ্য দেওয়া হয়েছে': এই বিষয়ে ইটিভি ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বামী তপহরনন্দজির সঙ্গে । তিনি জানান, "আমাদের ইতিহাস বিভাগের যে শিক্ষক তিনি এই প্রশ্ন করেছেন । কোনও নেতিবাচক মনোভাব নয়, ইতিহাসে এ ধরনের কথা বলা হয়েছে । এমনকী তিনি আগেও বিভিন্ন টেস্ট পেপার, প্রশ্নপত্রে এই কথার উল্লেখ দেখে তারপর তা ব্যবহার করেছেন । এক্ষেত্রে শুধুমাত্র ইতিহাসের একটি তথ্যকে তুলে ধরা হয়েছে ।"

টেস্ট পেপারের প্রশ্নে 'আজাদ কাশ্মীর'

কলকাতা, 17 জানুয়ারি: মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নে জ্বলজ্বল করছে 'আজাদ কাশ্মীর' লেখাটি (Azad Kashmir in WBBSE Test Paper)। এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ৷ মালদার একটি স্কুলের এই প্রশ্নপত্র নিয়ে তোপ দেগে রাজ্যের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ এনেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার ৷ তবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের দাবি, এ ক্ষেত্রে ইতিহাসের একটি তথ্যকে তুলে ধরা হয়েছে ৷

মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর': সামনেই মাধ্যমিক পরীক্ষা । আর সে ক্ষেত্রে প্রতিবারের মতো এ বারও প্রকাশিত হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার (WBBSE test paper)। সেখানে প্রশ্ন দেখে চক্ষু চড়ক গাছ ছাত্রছাত্রী ও অভিভাবকদের । টেস্ট পেপারের একটি প্রশ্ন ঘিরে দানা বেঁধেছে বিতর্ক । 132 নম্বর পাতায় মানচিত্র শনাক্তকরণের প্রশ্নে লেখা রয়েছে 'আজাদ কাশ্মীর'।

Azad Kashmir in WBBSE Test Paper ETV Bharat
টেস্ট পেপারের প্রশ্নে 'আজাদ কাশ্মীর'

মালদার রামকৃষ্ণ মিশনের প্রশ্ন: মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের স্তম্ভ 'খ'-এ উপবিভাগ 2.4 -এর প্রশ্নে বলা আছে, 'প্রদত্ত ভারতবর্ষে রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর'। সেখানেই এক নম্বরে লেখা রয়েছে 'আজাদ কাশ্মীর'। কাশ্মীরের আগে কেন 'আজাদ' কথাটি ব্যবহার করা হল ? সেই নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে ।

রাজ্যের বিরুদ্ধে তোষণের অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর: এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার । তিনি জানান, "এই ধরনের যে নেগেটিভ ন্যারেটিভ ছাত্রদের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তা অত্যন্ত ভুল । এই ধরনের নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা ঠিক নয় । যে রাজ্যে এগুলি দেখা যায়, সেখানকার মানসিকতাকে বুঝে শিক্ষকও সেই একই চিন্তাভাবনা তৈরি করার চেষ্টা করেন । এখানকার রাজ্য সরকারের একটা তোষণমূলক মনোবৃত্তি রয়েছে । সেটিকে প্রশ্রয় দেওয়ার জন্যই এই ধরনের কাজ করা হচ্ছে ।"

আরও পড়ুন: কাশ্মীর শুধরে গিয়েছে, বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে, বন্দে ভারতে হামলা নিয়ে কটাক্ষ দিলীপের

'আজাদ কাশ্মীর' নিয়ে কেন বিতর্ক : কাশ্মীর নিয়ে বিতর্ক আজকের নয় ৷ কাশ্মীর যে দেশের অবিচ্ছেদ্য অঙ্গ, তা মানতে নারাজ বিচ্ছিন্নতাবাদীরা ৷ সেই কারণে তাঁরা 'আজাদ কাশ্মীর'-এর স্লোগান তুলে বারবার অশান্ত করেছেন ভূস্বর্গকে ৷ প্রতিবেশী দেশ পাকিস্তানকে তাঁদের এই বিক্ষোভে ইন্ধন দিতে দেখা যায় ৷ তবে বিচ্ছিন্নতাবাদীদের এই প্রচেষ্টাকে কড়া হাতে সামাল দিয়ে আসছে দিল্লি ৷ মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নপত্রে সেই 'আজাদ কাশ্মীর' কথার উল্লেখ থাকায় তা বিচ্ছিন্নতাবাদীদের দাবিকে মান্যতা দেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

'শুধুই ইতিহাসের তথ্য দেওয়া হয়েছে': এই বিষয়ে ইটিভি ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বামী তপহরনন্দজির সঙ্গে । তিনি জানান, "আমাদের ইতিহাস বিভাগের যে শিক্ষক তিনি এই প্রশ্ন করেছেন । কোনও নেতিবাচক মনোভাব নয়, ইতিহাসে এ ধরনের কথা বলা হয়েছে । এমনকী তিনি আগেও বিভিন্ন টেস্ট পেপার, প্রশ্নপত্রে এই কথার উল্লেখ দেখে তারপর তা ব্যবহার করেছেন । এক্ষেত্রে শুধুমাত্র ইতিহাসের একটি তথ্যকে তুলে ধরা হয়েছে ।"

Last Updated : Jan 17, 2023, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.