ETV Bharat / state

TET Exam: প্রতি বছর নেওয়া হবে টেট পরীক্ষা, ডিএলএডে ভরতি অনলাইনে; আদালতে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ

বিচারপতির উদ্দেশে পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্য়ায় জানান, ভাবমূর্তি স্বচ্ছ রাখতে সমস্ত প্রক্রিয়া এবার থেকে অনলাইনে হবে। এবার থেকে প্রতি বছর নিয়মানুযায়ী টেট পরীক্ষা হবে ৷ একই সঙ্গে, এবার থেকে বেসরকারি বা সরকারি ডিএলএড কলেজে এবং অফলাইনে কোনওভাবেই ভরতি হওয়া যাবে না।

Etv Bharat
হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 3:13 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর নেওয়া হবে টেট পরীক্ষা। পাশাপাশি সরকারি ও বেসরকারি ডিএলএড কলেজের ভর্তি নেওয়া হবে অনলাইনে ৷ আদালতে এমনটাই জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী।

বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের আইনজীবীকে প্রশ্ন করেন, "আপনাদের চেয়ারম্যান এই অবস্থায় আবার টেট পরীক্ষা নেবেন?" যার উত্তর দিতে গিয়ে বিচারপতির উদ্দেশে পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্য়ায় জানান, ভাবমূর্তি স্বচ্ছ রাখতে সমস্ত প্রক্রিয়া এবার থেকে অনলাইনে হবে। এবার থেকে প্রতি বছর নিয়মানুযায়ী টেট পরীক্ষা হবে ৷ একইসঙ্গে, এবার থেকে বেসরকারি বা সরকারি ডিএলএড কলেজে এবং অফলাইনে কোনওভাবেই ভরতি হওয়া যাবে না। 44টি সরকারি ডিএলএড কলেজ এবং 600টি বেসরকারি ডিএলএড কলেজে এবার থেকে ভরতি হবে অনলাইনে, আদালতে এমনটাও জানান পর্যদের আইনজীবী।

এর সঙ্গেই তিনি আরও জানান, অফলাইন ব্যবসা এবার থেকে বন্ধ। পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্য়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানির সময় এমন কথাই জানিয়েছন আদালতে। 2024 শিক্ষা বর্ষ থেকে এই নিয়ম চালু হবে বলেও আদালতে জানিয়েছেন তিনি ৷

উল্লেখ্য, রাজ্যের পাহাড় প্রমাণ শিক্ষক নিয়োগ দুর্নীতি সামনে আসার পর থেকে স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক শিক্ষা পর্ষদ রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে আদালতের সামনে। একদিকে একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ আর অন্যদিকে আদালতে শতাধিক মামলায় প্রতিদিন বিচারতিদের প্রশ্মের মুখে পড়ছে স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন: 'প্রধানমন্ত্রীকে রিপোর্ট পাঠাব', নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-কে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

তাদের কর্ম প্রক্রিয়া ব্যাহত হওয়াই স্বাভাবিক। এর মধ্যেই তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এই সুত্রেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীর কাছে জানতে চান, এই অবস্থায় আপনারা টেট পরীক্ষা নেবেন কীভাবে ? আর তখনই প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্য়ায় তাদের পরিকল্পনার ব্যাপারে আদালতকে এদিন অবগত করান ৷

কলকাতা, 20 সেপ্টেম্বর: নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর নেওয়া হবে টেট পরীক্ষা। পাশাপাশি সরকারি ও বেসরকারি ডিএলএড কলেজের ভর্তি নেওয়া হবে অনলাইনে ৷ আদালতে এমনটাই জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী।

বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের আইনজীবীকে প্রশ্ন করেন, "আপনাদের চেয়ারম্যান এই অবস্থায় আবার টেট পরীক্ষা নেবেন?" যার উত্তর দিতে গিয়ে বিচারপতির উদ্দেশে পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্য়ায় জানান, ভাবমূর্তি স্বচ্ছ রাখতে সমস্ত প্রক্রিয়া এবার থেকে অনলাইনে হবে। এবার থেকে প্রতি বছর নিয়মানুযায়ী টেট পরীক্ষা হবে ৷ একইসঙ্গে, এবার থেকে বেসরকারি বা সরকারি ডিএলএড কলেজে এবং অফলাইনে কোনওভাবেই ভরতি হওয়া যাবে না। 44টি সরকারি ডিএলএড কলেজ এবং 600টি বেসরকারি ডিএলএড কলেজে এবার থেকে ভরতি হবে অনলাইনে, আদালতে এমনটাও জানান পর্যদের আইনজীবী।

এর সঙ্গেই তিনি আরও জানান, অফলাইন ব্যবসা এবার থেকে বন্ধ। পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্য়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানির সময় এমন কথাই জানিয়েছন আদালতে। 2024 শিক্ষা বর্ষ থেকে এই নিয়ম চালু হবে বলেও আদালতে জানিয়েছেন তিনি ৷

উল্লেখ্য, রাজ্যের পাহাড় প্রমাণ শিক্ষক নিয়োগ দুর্নীতি সামনে আসার পর থেকে স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক শিক্ষা পর্ষদ রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে আদালতের সামনে। একদিকে একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ আর অন্যদিকে আদালতে শতাধিক মামলায় প্রতিদিন বিচারতিদের প্রশ্মের মুখে পড়ছে স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন: 'প্রধানমন্ত্রীকে রিপোর্ট পাঠাব', নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-কে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

তাদের কর্ম প্রক্রিয়া ব্যাহত হওয়াই স্বাভাবিক। এর মধ্যেই তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এই সুত্রেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীর কাছে জানতে চান, এই অবস্থায় আপনারা টেট পরীক্ষা নেবেন কীভাবে ? আর তখনই প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্য়ায় তাদের পরিকল্পনার ব্যাপারে আদালতকে এদিন অবগত করান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.