কলকাতা, 12 ফেব্রুয়ারি: নয় নয় করে প্রায় একবছর অতিবাহিত হতে চলল কিন্তু এখনও রাজ্যে লাগু করা গেল না অ্যাগ্রিগেটর (On-Demand Transportation Technologies Aggregators ODTTA) গাইডলাইন । তাই আগামী সপ্তাহেই আবারও অ্যাপ ক্যাব সংস্থা এবং সংগঠনগুলিকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty on App Cab Aggregator Act)।
অ্যাপ ক্যাব সংস্থার দৌরাত্ম্যের উপর রাশ টানতে রাজ্যে 'অগ্রিগেটর আইন' চালু করা হবে বলে গত বছর মার্চ মাসে একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পরিবহণ দফতর । তারপর বারে বারে পিছিয়েছে এই নির্দেশ বলবৎ করার সময়সীমা । বছর ঘুরে আর এক মার্চ মাস আসতে চলেছে তবে রাজ্যে এখনও প্রণয়ন করা যায়নি এই আইন । আর সেই অনুসারে আদালত পরিবহণ দফতরকে নয়া নিয়ম প্রণয়নের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় ।
তাই অ্যাপ ক্যাব মালিক ও চালক সংগঠনগুলি সরকারি নিয়ম প্রণয়নের বিলম্ব নিয়ে অসন্তোষ জানিয়েছে বারবার । তাঁদের তরফে একাধিকবার ডেপুটেশনও দেওয়া হয়েছে পরিবহণ মন্ত্রীকে । জানা গিয়েছে, একটি নামী অ্যাপ ক্যাব সংস্থা আদালতের দ্বারস্থ হয়েছে জানিয়েছিল যে যে নিয়মগুলি মেনে চলার কথা বলা হয়েছে সেগুলি প্রণয়নের ক্ষেত্রে বেশ কিছুটা সময়ের প্রয়োজন ওই সংস্থার । তবে এই ঘটনার পরেও আরও অনেকটা সময় অতিবাহিত হয়েছে । তাই বিষয়টি যে তিমিরেই রয়ে গিয়েছে তা বলায় যায় । বহুদিন ধরেই অ্যাপ ক্যাব সংস্থাগুলির উপর আস্থা হারিয়েছে মালিক থেকে চালক এমনকি যাত্রীরাও । একদিকে যেমন চালকদের ভাড়া থেকে দিনে দিনে বেড়েছে তেমনই কমিশন কেটে নেওয়ার অঙ্ক অন্যদিকে চালকদের থেকে বেশি ভাড়া নেওয়ায় ক্ষুব্ধ দুই পক্ষই । এছাড়াও তো রয়েছে যখন তখন চালকদের আইডি ব্লক করে দেওয়ার অভিযোগ । এই সব নিয়েই তাই সম্প্রতি আবারও অ্যাপ ক্যাব সংগঠনগুলি পরিবহণমন্ত্রীর কাছে নালিশ জানান । এই বিষয়ে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "দ্রুত সবকটি অ্যাপ ক্যাব সংগঠন এবং সংস্থাগুলিকে নিয়ে বৈঠক করা হবে । কেন এই আইন প্রণয়ন করা হচ্ছে না বা কোথায় সমস্যা রয়েছে এই বিষয়গুলি দেখা হবে ।"
সিটু (CITU) অনুমোদিত কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "গত 16 ডিসেম্বর মাসে আমরা এই বিষয়ে মন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিয়েছিলাম । মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন যে দ্রুত এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে পরিবহণ দফতর । এর পাশাপাশি তিনি আরও জানিয়েছিলেন যে এই বিষয়ে দ্রুত বৈঠক করা হবে । তবে তারপরেও প্রায় দেড় মাস কেটে গিয়েছে । এবার বৈঠক হবে বলে জানতে পেরেছি । যাই হোক দেরি করে হলেও এই বৈঠকের মধ্য দিয়ে যদি একটা সুরাহার পথ বেরিয়ে আসে তাহলে সবই উপকৃত হবেন ।"
একই কথা বলেন ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, "আসলে রাজ্য পরিবহণ দফতরের এই আইন প্রণয়নের ক্ষেত্রে সদিচ্ছার অভাব রয়েছে । নাহলে অন্যান্য ক্ষেত্রে যেমন আইন প্রণয়ন করতে কড়া পদক্ষেপ করা হয় এই ক্ষেত্রে সেটা হচ্ছে না কেন ? এত উদাসীনতা কীসের ?" কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক এই গাইডলাইন অনেক আগেই এই আইন এনেছিল । তবে এই রাজ্যে অনেক দেরি করে হলেও এই আইনটি চালু করার পদক্ষেপ করেও তা পিছিয়ে যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য । আগামী সপ্তাহে কী হয় সেটাই এখন দেখার ৷
আরও পড়ুন : ভেহিকেল লোকেশন ট্র্যাকার ডিভাইস সম্পর্কিত একাধিক প্রশ্ন নিয়ে পরিবহন মন্ত্রীকে চিঠি অ্যাপ ক্যাব মালিকদের